default-image

বাবরের টুইটের জবাবে কোহলি লিখেছেন, ‘তোমাকে ধন্যবাদ। আলো ছড়িয়ে যাও আর আরও ওপরে উঠতে থাকো। তোমার জন্য শুভকামনা রইল।’ পাকিস্তান অধিনায়ক বাবরের সময়টা ভালোই যাচ্ছে, ব্যাট হাতে ছন্দেই আছেন তিনি। অন্যদিকে কোহলির সেঞ্চুরি-খরা ৯৬৫ দিনে এসে ঠেকেছে।

এমন রানখরা চললে একজন ব্যাটসম্যানের মনের ভেতরে কী হতে পারে, এমনটা ভালো করেই জানেন বাবর। তাই কোহলির বাজে সময়ে তাঁর প্রতি নিজের সমর্থনটা টুইটারে জানিয়ে দিয়েছেন তিনি। কোহলির প্রতি সমর্থন জানানোর বিষয়টি শ্রীলঙ্কার বিপক্ষে কাল শুরু হওয়া গল টেস্টের আগে ব্যাখ্যাও করেছেন বাবর।

পাকিস্তানের অধিনায়ক বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি জানি, যে কেউই এমন ছন্দহীনতার মধ্য দিয়ে যেতে পারে। এমন সময়ে একজন খেলোয়াড়ের ভেতর কী চলে, সেটাও আমি জানি। এই সময়ে আপনার চারপাশ থেকে সমর্থন প্রয়োজন। আমি টুইটটা শুধু এ কারণে করেছি যে এতে তাঁকে একটু সমর্থন দেওয়া হয়। তিনি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’

কোহলি এমন পরিস্থিতি থেকে শিগগিরই বেরিয়ে আসবে বলে মনে করেন বাবর, ‘উনি অনেক ক্রিকেট খেলেছেন এবং জানেন, এমন পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসতে হয়। এ থেকে বেরিয়ে আসতে হয়তো একটু সময় লাগবে। এমন সময়ে আপনি খেলোয়াড়ের পাশে থাকলে তার জন্য ভালো হয়।’

ক্রিকেট থেকে আরও পড়ুন
মন্তব্য করুন