বিশ্বকাপের জন্য আগেভাগে আইপিএল ছাড়লে বেতন কাটতে বললেন গাভাস্কার

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বিশ্বকাপের জন্য আগেভাগে আইপিএল ছাড়তে পারেনবিসিসিআই

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে সপ্তাহ তিনেকও বাকি নেই। দলগুলোর এখন শেষ মুহূর্তের প্রস্তুতির সময়। এমন সময়ে বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের অনেকে আইপিএলে ব্যস্ত। বিশ্বকাপ প্রস্তুতিতে ঘাটতি থেকে যেতে পারে, এমন শঙ্কায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইংলিশ ক্রিকেটারদের আগেভাগে আইপিএল ছাড়তে বলার কথা ভাবছে।

খবরটা শুনে বিরক্ত সুনীল গাভাস্কার। ভারতের কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, যেসব বোর্ড ও ক্রিকেটার পুরো মৌসুম খেলার প্রতিশ্রুতি দিয়েও আগেভাগে চলে যাবে, তাঁদের যেন শাস্তি দেওয়া হয়। খেলোয়াড়দের ক্ষেত্রে বেতন কেটে রাখা এবং বোর্ডের ক্ষেত্রে বিসিসিআই থেকে প্রাপ্য অর্থ না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

ইংল্যান্ডের টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়া খেলোয়াড়দের মধ্যে আটজন এখন আইপিএলে। ইসিবি তাঁদের আইপিএল থেকে চলে যেতে বলবে উল্লেখ করে মিড ডেতে লেখা কলামে গাভাস্কার লিখেছেন, ‘এখন পর্যন্ত ইসিবি ছাড়া অন্য কোনো বোর্ডের কথা শুনিনি, যারা বিশ্বকাপের প্রস্তুতি ও বিশ্রামের জন্য খেলোয়াড়দের ডেকে নিতে বলছে। নিলাম হওয়ার আগেই বিসিসিআই সব বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের পুরো মৌসুম পাওয়া নিয়ে কথা বলেছে। কারণ, আইপিএলের কদিন পরই বিশ্বকাপ শুরু হবে, এটা জানা ছিল। বোর্ডগুলোর নিশ্চয়তার পরই বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড়েরা কত দিন থাকবে, জানিয়েছে।’

এখন বিদেশি খেলোয়াড়েরা আগেভাগে আইপিএল ছেড়ে গেলে ফ্র্যাঞ্চাইজিগুলো ক্ষতিগ্রস্ত হবে, এমন যুক্তিতে খেলোয়াড় ও বোর্ডের আর্থিক জরিমানা করা উচিত বলে মনে করেন গাভাস্কার। একজন খেলোয়াড় তাঁর দেশের হয়ে কয়েক মৌসুমে যা আয় করেন, আইপিএলের এক মৌসুমেই এর চেয়ে বেশি করেন উল্লেখ করে কঠোর ব্যবস্থার সুপারিশ করেছেন খ্যাতিমান এই ধারাভাষ্যকার, ‘খেলোয়াড়কে যে টাকা দেওয়া হয়, ফ্র্যাঞ্চাইজিকে সেটা থেকে কাটলেই হবে না, বোর্ডকেও খেলোয়াড় বাবদ পাওনা টাকা দেওয়া যাবে না। বোর্ড প্রত্যেক খেলোয়াড়ের জন্য ১০ শতাংশ করে কমিশন পেয়ে থাকে। বোর্ড পুরো মৌসুম খেলার নিশ্চয়তা দিয়ে থাকলে তাদেরও জরিমানা করা দরকার।’

আরও পড়ুন

আইপিএল ছাড়া আর কোনো টুর্নামেন্টের জন্য খেলোয়াড়ের বোর্ডকে টাকা দেওয়া হয় না জানিয়ে গাভাস্কার যোগ করেন, ‘এই ১০ শতাংশ টাকা শুধু আইপিএলই দেয়। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ইসিবির দ্য হান্ড্রেড, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা অন্য কোনো টি–টোয়েন্টি লিগই তো দেয় না। এই উদারতার জন্য বিসিসিআই কি কোনো ধন্যবাদ পায়? তা তো নয়।’

আইপিএল শেষ হবে ২৬ মে, টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ ১ জুন।

আরও পড়ুন