সম্প্রচার শেষ ২১ সেপ্টেম্বর ২০২৩

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে

  • স্বাগতম
  • টস
  • বাংলাদেশ একাদশ
  • নিউজিল্যান্ড একাদশ
  • মোস্তাফিজে শুরু
  • তানজিমের সুইং!
  • বৃষ্টিতে খেলা বন্ধ
  • বাংলাদেশ দলের সঙ্গে ফিরছেন শ্রীরাম
  • বৃষ্টি বৃষ্টি 
  • ফার্গুসন যখন অধিনায়ক 
  • আপডেট
  • প্রসঙ্গ অধিনায়ক লিটন দাস
  • থেমেছে বৃষ্টি, সরানো হচ্ছে কভার
  • আরেকটু অধিনায়কনামা
  • শিগগিরই শুরু হচ্ছে না খেলা
  • সুখবর 
  • আপডেট 
  • ঢেকে দেওয়া হয়েছে পিচ
  • অপেক্ষা
  • ৪২ ওভারে নেমে এল ম্যাচ 
  • নতুন প্লেয়িং কন্ডিশন
  • প্রথম চার
  • আক্রমণে নাসুম, অস্বস্তিতে ইয়াং
  • নুরুলের দারুণ ক্যাচ, ফিরলেন অ্যালেন
  • নাসুমকে খেলতে পারছেন না ইয়াং
  • মোস্তাফিজের আরেকটি উইকেট
  • নিকোলসের সুইপ
  • মোস্তাফিজের জায়গায় মেহেদী
  • অবশেষ নাসুমের বলে ইয়াংয়ের রান
  • সুযোগ হারাল বাংলাদেশ
  • আক্রমণে মাহমুদউল্লাহ
  • এগোচ্ছে নিউজিল্যান্ড
  • এবার সৌম্য
  • অভিষেকের অপেক্ষায় থাকা দুজন
  • ছক্কা
  • ইয়াংয়ের ফিফটি
  • মোস্তাফিজই ভাঙলেন জুটি
  • সেই নাসুমেই ফিরলেন ইয়াং
  • নাসুমের জোড়া সাফল্য
  • আবার বৃষ্টি মিরপুরে
  • বৃষ্টিনামা
  • বৃষ্টি থেমেছে
  • আনুষ্ঠানিক ঘোষণা
  • এবং ফিরেছে বৃষ্টি
  • আবার...
  • আজ বৃষ্টির দিন 
  • ফিরে ফিরে আসে বৃষ্টি আর কভার 
  • নাসুমেরও দিন 
  • এখনো বৃষ্টি 
  • পরিত্যক্ত প্রথম ওয়ানডে
  • ফিল্ডিং নিয়ে সুযোগ হারাল বাংলাদেশ? 
০৭: ৩১ , সেপ্টেম্বর ২১

স্বাগতম

শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুপুর ২টায় সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। এই সিরিজে আরও দুটি ম্যাচ খেলবে দুই দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

০৭: ৩১ , সেপ্টেম্বর ২১

টস

টসে মুদ্রা নিক্ষেপ করলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লিটন।

টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন
ছবি: শামসুল হক
০৭: ৩৫ , সেপ্টেম্বর ২১

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

গ্রাফিকস: মো.মাহাফুজার রহমান
০৭: ৪৬ , সেপ্টেম্বর ২১

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, কোল ম্যাককোচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

০৮: ০৪ , সেপ্টেম্বর ২১

মোস্তাফিজে শুরু

১ ওভার শেষে ২/০

নিউজিল্যান্ডের ইনিংসে প্রথম ওভার করলেন মোস্তাফিজুর রহমান। প্রথম তিন বলের মধ্যে দুটি করেছেন ওপেনার ফিন অ্যালেনের পায়ে। পরের দুটি স্টাম্পে করে শেষ বলটি আবারও অ্যালেনের পায়ের ওপর করলেন। কোনো সুইং বা সিম মুভমেন্ট নেই।

মোস্তাফিজুর রহমান নতুন বলে প্রথম ওভার শুরু করেন
ছবি: শামসুল হক
০৮: ০৯ , সেপ্টেম্বর ২১

তানজিমের সুইং!

২ ওভার শেষে ৬/০

অন্য প্রান্ত থেকে নতুন বল হাতে নিয়েছেন পেসার তানজিম হাসান। শুরু থেকেই আউটসুইং পাচ্ছেন। দ্বিতীয় ওভারের শেষ বলে উইল ইয়াংকে ‘বিট’ও করেছেন। লেগ বাইসহ ৪ রানে ভালো শুরু পেলেন তানজিম।

০৮: ২৩ , সেপ্টেম্বর ২১

বৃষ্টিতে খেলা বন্ধ

আশঙ্কাই সত্যি হলো! বৃষ্টি হানা দেওয়ায় বন্ধ হয়েছে খেলা। মাঠ কাভারে ঢেকে দেওয়া হয়েছে। প্রচুর বাতাসও আছে।

৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান তুলেছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়াং।

০৮: ৩৫ , সেপ্টেম্বর ২১

বাংলাদেশ দলের সঙ্গে ফিরছেন শ্রীরাম

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন শ্রীধরন শ্রীরাম

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট ছিলেন শ্রীধরন শ্রীরাম। সে টুর্নামেন্টে অবশ্য দলের সঙ্গে ছিলেন না তখনকার কোচ রাসেল ডমিঙ্গো। তবে এবার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে থাকার পরও নিয়োগ দেওয়া হয়েছে শ্রীরামকে।

শ্রীধরন শ্রীরাম
ছবি: প্রথম আলো
০৮: ৩৮ , সেপ্টেম্বর ২১

বৃষ্টি বৃষ্টি 

ছাতা সামলাতে হিমশিম খাচ্ছেন রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদ, ওপাশে কিছু একটায় মজা পেয়েছেন শেরেবাংলা স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডেতে মিরপুরে।
শামসুল হক
০৮: ৪৫ , সেপ্টেম্বর ২১

ফার্গুসন যখন অধিনায়ক 

বাংলাদেশ অধিনায়ক লিটনের সঙ্গে টসের সময় লকি ফার্গুসন
প্রথম আলো

লকি ফার্গুসনের কাছে সবকিছুই যেন নতুন। নিউজিল্যান্ডকে এর আগে কখনো নেতৃত্ব দেননি, অধিনায়কত্বের অভিজ্ঞতাই সে অর্থে নেই এ ফাস্ট বোলারের। এর আগে কখনো খেলেননি বাংলাদেশেও।

২৫
নিউজিল্যান্ডের ২৫তম ওয়ানডে অধিনায়ক লকি ফার্গুসন।

নিউজিল্যান্ড সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০২১ সালে। সেবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল তারা, নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনের বদলে নেতৃত্ব দিয়েছিলেন টম ল্যাথাম। উইলিয়ামসন, ল্যাথাম বা টি-টোয়েন্টি অধিনায়ক টিম সাউদি—এ সিরিজে কেউই নেই। অধিনায়কত্বের ভার তাই এসে পড়েছে ফার্গুসনের ওপর। কাইল মিলস, গেভিন লারসেন ও সাউদির পর চতুর্থ বিশেষজ্ঞ পেসার হিসেবে ওয়ানডেতে কিউইদের অধিনায়কত্ব করছেন তিনি।

অবশ্যই অধিনায়ক হওয়াটা আমার জন্য দারুণ সম্মানের। অবশ্যই আমাদের তিন অধিনায়ক নেই বলে অন্তর্বর্তীকালীন দায়িত্ব। কিন্তু এ ভূমিকা বেশ সম্মানের।
লকি ফার্গুসন, নিউজিল্যান্ড অধিনায়ক
০৮: ৪৭ , সেপ্টেম্বর ২১

আপডেট

মিরপুর থেকে মোহাম্মদ জুবাইর ব অলছেন, বৃষ্টি হচ্ছে এখনো।

গতকালও বৃষ্টির কারণে মূল মাঠে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। আজ সন্ধ্যা পর্যন্তই বৃষ্টির পূর্বাভাস ছিল। সেটি আছে সন্ধ্যার পরও।

০৮: ৫৬ , সেপ্টেম্বর ২১

প্রসঙ্গ অধিনায়ক লিটন দাস

তামিম দলে ফিরেছেন, যে ম্যাচে অধিনায়ক লিটন
শামসুল হক

তিন সংস্করণ মিলিয়ে অধিনায়ক লিটনের এটি অষ্টম ম্যাচ। এর আগে ৭ ম্যাচেই তিনি অধিনায়কত্ব করেছেন নিয়মিত অধিনায়কের চোট বা অবসরে চলে যাওয়ার কারণে।

২০২১ সালে নিউজিল্যান্ড সফরে অকল্যান্ডে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো নেতৃত্ব দেন তিনি বাংলাদেশকে। সেবার অধিনায়ক মাহমুদউল্লাহ ছিলেন না। বাকি কোনো সিনিয়র ক্রিকেটারও ছিলেন না।

এরপর গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে লিটন বাংলাদেশকে নেতৃত্ব দেন তামিম ইকবালের চোটে। সে সিরিজে অবশ্য এখনকার অধিনায়ক সাকিব আল হাসানও ছিলেন।

গত জুনে প্রথমবারের মতো টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেন লিটন। আফগানিস্তানের বিপক্ষে সে ম্যাচে চোটের কারণে ছিলেন না টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

এরপর আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে লিটনকে অধিনায়ক করা হয় কিছুটা ভিন্ন রকমের এক পরিস্থিতিতে। প্রথম ম্যাচের পর অবসরে চলে গিয়েছিলেন তখনকার অধিনায়ক তামিম ইকবাল।

সেই তামিম আজকের ম্যাচ দিয়ে দলে ফিরেছেন অনেক অনেক নাটকের পর। আজও অধিনায়ক লিটনই। তবে তামিমের পর যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সাকিব আল হাসান এ সিরিজে বিশ্রামে বলেই।

০৯: ০২ , সেপ্টেম্বর ২১

থেমেছে বৃষ্টি, সরানো হচ্ছে কভার

সুখবর!

মিরপুরে বৃষ্টি থেমেছে। মোহাম্মদ জুবাইর জানিয়েছেন, সরানো হচ্ছে কভার।

০৯: ২৬ , সেপ্টেম্বর ২১

আরেকটু অধিনায়কনামা

৩৫
ওয়ানডেতে সবচেয়ে বেশি ৩৫ জন অধিনায়কত্ব করেছেন ইংল্যান্ডের।

নিউজিল্যান্ডের ২৫তম ওয়ানডে অধিনায়ক হলেন লকি ফার্গুসন।

এ সংস্করণে অধিনায়কের সংখ্যায় নিউজিল্যান্ড ছুঁয়ে ফেলল শ্রীলঙ্কাকে। দুই দলেরই অবস্থান এখানে ছয়ে।

সবার ওপরে আছে ইংল্যান্ড। এখন পর্যন্ত দলটিকে নেতৃত্ব দিয়েছেন ৩৫ জন। অবশ্য সংখ্যাটি গতকালই হতে পারত ৩৬। তবে জ্যাক ক্রলি টস করতেই নামতে পারেননি। বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচ টস হওয়ার আগেই।

দুইয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন ৩২ জন। তালিকায় এরপরের থাকা দলগুলো—পাকিস্তান (৩০), অস্ট্রেলিয়া (২৯), ভারত (২৭), শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড (২৫), জিম্বাবুয়ে (২৩), দক্ষিণ আফ্রিকা (১৮)। বাংলাদেশকে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন ১৫ জন।

এ ছাড়া কানাডাকে ১২ ও যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন ১১ জন।

০৯: ৩০ , সেপ্টেম্বর ২১

শিগগিরই শুরু হচ্ছে না খেলা

খেলা বন্ধ প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে।

০৯: ৩৫ , সেপ্টেম্বর ২১

সুখবর 

সরানো হয়েছে প্রায় সব কভারই। ফিরে এসেছে স্টাম্পও। শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত গ্রাউন্ডসম্যানরা। অবশ্য কভার চাপা দেওয়া হয় যে সব টায়ারে, সেগুলো আছে এখনো। মাঠ পর্যবেক্ষণে এসেছেন বাংলাদেশের কোচিং স্টাফের সদস্যরাও। তবে বৃষ্টি গুঁড়ি গুঁড়ি হচ্ছে এখনো।

০৯: ৪৪ , সেপ্টেম্বর ২১

আপডেট 

শেন ম্যাকডারমট, নিক লি, অ্যালান ডোনাল্ড মাঠে নেমেছিলেন। রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে কথা বলতে দেখা গেছে কিউরেটর গামিনি ডি সিলভাকে। পরবর্তী পর্যবেক্ষণ বাংলাদেশ সময় বিকেল ৪টায়। আপাতত চট নিয়ে পানি শুকাতে ব্যস্ত মাঠকর্মীরা।

০৯: ৪৯ , সেপ্টেম্বর ২১

ঢেকে দেওয়া হয়েছে পিচ

পিচের ওপর থেকে চট সরানো হয়েছিল। কিন্তু ফিরে এসেছে সেটি। ২-২৩ মিনিটের দিকে বন্ধ হয়েছিল খেলা। দেড় ঘণ্টা পেরিয়ে যাচ্ছে তাই। ফলে ওভার কাটাও শুরু হয়ে যাওয়ার কথা আগেই।

১০: ০২ , সেপ্টেম্বর ২১

অপেক্ষা

গামিনি ডি সিলভার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন আম্পায়ার নিতিন মেনন, শরফুদ্দৌলা ও তানভীর আহমেদ। ৪টার একটু আগেই পর্যবেক্ষণে নেমেছেন তাঁরা। আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে অফিশিয়াল সম্প্রচারক চ্যানেলে দেখানো হচ্ছে, ৪-২৭ মিনিটে আবার ফিরবে তারা।

১০: ০৯ , সেপ্টেম্বর ২১

৪২ ওভারে নেমে এল ম্যাচ 

প্রায় দুই ঘণ্টারও বেশি সময় পর ৪-৩০ মিনিটে শুরু হবে খেলা। ম্যাচটি নেমে এসেছে ৪২ ওভারে। মনে করিয়ে দেওয়া দরকার, ৪.৩ ওভার পর বন্ধ হয়ে গিয়েছিল প্রথম ওয়ানডে। উইল ইয়াং ও ফিন অ্যালেনের ওপেনিং জুটি অবিচ্ছিন্ন ৯ রানে।

১০: ১৫ , সেপ্টেম্বর ২১

নতুন প্লেয়িং কন্ডিশন

৪২ ওভারের ম্যাচ।

প্রথম পাওয়ারপ্লে ১-৯ ওভার।

দ্বিতীয় পাওয়ারপ্লে ১০-৩৪ ওভার।

তৃতীয় পাওয়ারপ্লে ৩৫-৪২ ওভার।

দুজন বোলার করতে পারবেন সর্বোচ্চ ৯ ওভার করে।

তিনজন করতে পারবেন সর্বোচ্চ ৮ ওভার করে।

১০: ৩৩ , সেপ্টেম্বর ২১

প্রথম চার

দুই ঘণ্টারও বেশি সময় পর আবার শুরু হয়েছে খেলা। অসমাপ্ত পঞ্চম ওভার করতে এসেছিলেন মোস্তাফিজুর রহমান। শেষ বলে ইনিংসের প্রথম বাউন্ডারিটি মেরেছেন ফিন অ্যালেন। ফুললেংথে ছিল, অ্যালেন তুলে মেরেছেন মিড অফ দিয়ে।

১০: ৩৫ , সেপ্টেম্বর ২১

আক্রমণে নাসুম, অস্বস্তিতে ইয়াং

. . . . . .
নাসুমের প্রথম ওভার মেডেন

বৃষ্টির আগে দুই প্রান্ত থেকে মোস্তাফিজুর ও তানজিম হাসানকে এনেছিলেন লিটন। বিরতির পর তানজিমের জায়গায় আনা হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। টার্ন ও বাউন্সের দেখা পেয়েছেন শুরু থেকেই। প্রথম চার বলে পরাস্ত হয়েছেন ইয়াং, পঞ্চম বলে ইনসাইড-এজ হলেও বেঁচে গেছেন। নুরুল কঠিন সুযোগটি নিতে পারেননি। নাসুম শুরু করেছেন মেডেনে।

ট্রায়াল বাই স্পিনের সামনে নিউজিল্যান্ড?

১০: ৩৯ , সেপ্টেম্বর ২১

নুরুলের দারুণ ক্যাচ, ফিরলেন অ্যালেন

বিরতির আগেও ঠিক স্বস্তিতে ছিলেন না, তবে আগের ওভারের শেষ বলে চার মেরে একটু ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন অ্যালেন। সেটি টিকল না। মোস্তাফিজ সিমের ওপর হাত ঘুরিয়ে কমিয়ে এনেছিলেন গতি, রাউন্ড দ্য উইকেট থেকে করা বলটি বেরিয়ে যাচ্ছিল অ্যালেনের কাছ থেকে। লেগ সাইডে ঘুরিয়ে খেলতে চেয়েছিলেন সেটি অ্যালেন। ভুল লাইনে খেলেছেন, হয়েছেন এজড। উইকেটের পেছনে ডানদিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন দলে ফেরা নুরুল, আগের ওভারে কঠিন একটি সুযোগ হাতছাড়া করেছিলেন যিনি। সপ্তম ওভারে প্রথম উইকেট নেই নিউজিল্যান্ডের, ১৪ রানের মাথায়।

পেছন ফিরে নুরুলের ক্যাচ নেওয়া দেখছেন অ্যালেন
প্রথম আলো
১০: ৪৪ , সেপ্টেম্বর ২১

নাসুমকে খেলতে পারছেন না ইয়াং

নাসুমের প্রথম ১২ বলে রান নিতে পারেননি উইল ইয়াং

এবার ব্যাটে লাগাতে পেরেছেন ইয়াং, কিন্তু নাসুমের ওভারে রান নিতে পারেননি এবারও। নাসুম শুরু করলেন টানা দুই মেডেনে। অ্যালেন ফেরার পর ইয়াংয়ের সঙ্গে যোগ দিয়েছেন চ্যাড বোস।

১০: ৪৭ , সেপ্টেম্বর ২১

মোস্তাফিজের আরেকটি উইকেট

মোস্তাফিজের বলে নুরুলের হাতে ক্যাচ। নিউজিল্যান্ডের আরেকটি উইকেট। পার্থক্য—চ্যাড বোস শট খেলতে চেয়েছিলেন অফ সাইডেই। শরীর থেকে বেশ দূরে ড্রাইভ করতে গিয়েছিলেন তিনি। আবারও রাউন্ড দ্য উইকেট থেকে অ্যাঙ্গেল করে বেরিয়ে যাওয়া বল ছুঁয়ে গেছে ব্যাটের কানা। পরপর ২ ওভারে ২ উইকেট মোস্তাফিজের।

১০: ৫৫ , সেপ্টেম্বর ২১

নিকোলসের সুইপ

১৩তম বলে নাসুম দিয়েছেন প্রথম রান। ১৫তম বলে এসেছে প্রথম বাউন্ডারি। হেনরি নিকোলস বের করে এনেছেন সুইপ শট। প্রথম পাওয়ারপ্লে শেষ হয়ে গেছে আগেই, কিন্তু ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ছিলেন না কেউ। নিকোলস এরপর আবার করেছেন সুইপ, তাতে অবশ্য সিঙ্গেলের বেশি আসেনি। কিন্তু শেষ বলে স্ট্রাইক পাওয়া ইয়াং আবার ব্যর্থ নাসুমের বলে রান নিতে। প্রথম ২ ওভারে কোনো রান না দেওয়া নাসুম তৃতীয় ওভারে দিয়েছেন ৭ রান।

১০ ওভারে ২৬/২। নিউজিল্যান্ডের সামনে বেশ কঠিন কাজ।

১১: ০২ , সেপ্টেম্বর ২১

মোস্তাফিজের জায়গায় মেহেদী

৫-১-১২-১
মোস্তাফিজের প্রথম স্পেল

৫ ওভার করানোর পর সরিয়ে নেওয়া হয়েছে মোস্তাফিজকে। এসেছেন আরেক স্পিনার—মেহেদী হাসান। তাঁর প্রথম ওভারে এসেছে ৪ রান।

ছবি: প্রথম আলো
১১: ০২ , সেপ্টেম্বর ২১

অবশেষ নাসুমের বলে ইয়াংয়ের রান

প্রথম ১৩ বলে রান নিতে পারেননি। এরপর ইয়াং করলেন পা ও ক্রিজের ব্যবহার। ক্রিজে ছেড়ে বেরিয়ে এসে নাসুমকে মিড অনের ওপর দিয়ে তুলে মেরেছেন, তাতে পেয়েছেন প্রথম চার। নিকোলস অবশ্য ভরসা রাখছেন সুইপের ওপরই। শেষ ৩ ওভারে এসেছে ১৭ রান, ১২ ওভারে ৩৬/২।

১১: ১৮ , সেপ্টেম্বর ২১

সুযোগ হারাল বাংলাদেশ

উইল ইয়াং এলবিডব্লিউ হতে পারতেন। তানজিম হাসানের আবেদনে সাড়া দেননি আম্পায়ার নিতিন মেনন। বাংলাদেশও রিভিউ নেয়নি। তবে বল ট্র্যাকিং দেখিয়েছে, আউটই হতেন ইয়াং। তাঁর পেছনের পায়ে লেগেছিল, তবে বল লেগ স্টাম্প মিস করে বেরিয়ে যেত বলে ধরে নিয়েছিলেন নুরুলরা। ১৬তম ওভারে ৫০ রানও পেরিয়ে গেছে নিউজিল্যান্ড।

তানজিমের আবেদন, সফল হয়নি যেটি
শামসুল হক
১১: ৩২ , সেপ্টেম্বর ২১

আক্রমণে মাহমুদউল্লাহ

. . ১ ১ ১ ১
মাহমুদউল্লাহর প্রথম ওভার

শেরেবাংলা স্টেডিয়ামের উল্লাসটা টের পাওয়া গেল সহজেই। উপলক্ষ্য, বোলিংয়ে এসেছেন মাহমুদউল্লাহ। সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজটি খেলছেন তিনি। আপাতত বোলিংয়ে কিছু করে দেখানোর পালা তাঁর। বাংলাদেশ এ ম্যাচে নেমেছে বিশেষজ্ঞ কোনো পঞ্চম বোলার ছাড়াই। সেখানে লিটনের হাতে অপশন মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার।

মাহমুদউল্লাহর ওভারেই ৫০ পেরিয়েছে ইয়াং ও নিকোলসের তৃতীয় উইকেট জুটি।

প্রথম ৩৮ বলে ইয়াং করেছিলেন মাত্র ১২ রান। পরের ২১ বলে ১৫ রান তুলেছেন তিনি। নিকোলস অবশ্য শুরু থেকেই ইতিবাচক। ভাগ্যের সহায়তাও পেয়েছেন।

৫০ পেরিয়েছে ইয়াং ও নিকোলসের তৃতীয় উইকেট জুটি
প্রথম আলো
১১: ৪০ , সেপ্টেম্বর ২১

এগোচ্ছে নিউজিল্যান্ড

১০ ওভারে ২৬/২।

২১ ওভারে ৭৫/২।

শুরুর ধাক্কা অনেকটাই সামলে নিয়েছে নিউজিল্যান্ড। আপাতত বাংলাদেশ ব্রেকথ্রুয়ের খোঁজে।

১১: ৫৪ , সেপ্টেম্বর ২১

এবার সৌম্য

৭১*
বাংলাদেশের মাটিতে তৃতীয় উইকেটে নিউজিল্যান্ডের এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি

মাহমুদউল্লাহকে ৩ ওভার করানোর পর এবার আনা হয়েছে সৌম্য সরকারকে। চতুর্থ বলে ইয়াং মেরেছেন চার। সৌম্যর প্রথম ওভারে এসেছে ৭ রান। ২৪ ওভারশেষে ৮৭/২।

১১: ৫৮ , সেপ্টেম্বর ২১

অভিষেকের অপেক্ষায় থাকা দুজন

রিশাদ হোসেন (বাঁয়ে) ও জাকির হাসান, দুজনই আছেন ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায়
শামসুল হক
১২: ০১ , সেপ্টেম্বর ২১

ছক্কা

২৪.৬
ইনিংসের প্রথম ছক্কা

মাহমুদউল্লাহকে মেরেছেন উইল ইয়াং।

১২: ০৪ , সেপ্টেম্বর ২১

ইয়াংয়ের ফিফটি

প্রথম ৩৮ বলে ইয়াং করেছিলেন ১২ রান।

সেই তিনি ফিফটি করলেন ৮৩ বলে। ক্যারিয়ারের চতুর্থ ফিফটিটি এসেছে নাসুমের বলে সিঙ্গেল নিয়ে। এ বাঁহাতি স্পিনারের প্রথম ১৩ বলে কোনো রানই তুলতে পারেননি ইয়াং।

নিউজিল্যান্ড ১০০ পেরিয়েছে এর আগেই।

ফিফটি পূর্ণ করেছেন উইল ইয়াং
এএফপি
১২: ১৩ , সেপ্টেম্বর ২১

মোস্তাফিজই ভাঙলেন জুটি

এ উইকেটটি দরকার ছিল খুব করেই বাংলাদেশের। সেটি এনে দিলেন মোস্তাফিজুর রহমান। ফিরেই আঘাত করেছেন বাংলাদেশ পেসার, ইনিংসে তৃতীয়বারের মতো। এবার তাঁর শিকার হেনরি নিকোলস। এলবিডব্লিউ হয়েছেন তিনি। বেশ বাইরে থেকে ভেতরের দিকে ঢুকছিল বলটি। নিকোলস অবশ্য রিভিউ নিয়েছিলেন, তবে কাজে আসেনি সেটি। মোস্তাফিজের আঘাতে ভাঙলেন ৯৭ রানের জুটি। নিকোলস থেমেছেন ৪৪ রানে।

১২: ২৮ , সেপ্টেম্বর ২১

সেই নাসুমেই ফিরলেন ইয়াং

নাসুমের মুখোমুখি প্রথম ১৩ বলে ইয়াং রান নিতে পারেননি। এরপর পায়ের ব্যবহার করেছিলেন, ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলছিলেন। সেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেই এবার নিজের বিপদ ডেকে আনলেন ইয়াং। টার্নে পরাস্ত হয়েছেন, বাকি কাজ সেরেছেন উইকেটকিপার নুরুল। নিকোলস ফেরার পর ইয়াং-ও টিকলেন বেশিক্ষণ। ৯১ বলে ৫৮ রানে শেষ হয়েছে তাঁর ইনিংস।

ছবি: শামসুল হক
১২: ৩২ , সেপ্টেম্বর ২১

নাসুমের জোড়া সাফল্য

১ উ . উ . .
নাসুমের সপ্তম ওভার

ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলার চেষ্টা সফল হয়নি ইয়াংয়ের। এরপর বিফলে গেল রাচিন রবীন্দ্রর সুইপের চেষ্টা। এক ওভারে জোড়া আঘাত নাসুমের, প্রথম ৪ বলের মধ্যেই। সুইপ করতে গিয়ে মিস করেছিলেন রবীন্দ্র। আম্পায়ার শরফুদ্দৌলা আউট না দিলেও রিভিউ নেয় আত্মবিশ্বাসী বাংলাদেশ। সফল হয়েছে সেটি। ১১৩ রানে ২ উইকেট থেকে ১২৩ রানেই ৫ উইকেট নেই নিউজিল্যান্ডের।

১২: ৪২ , সেপ্টেম্বর ২১

আবার বৃষ্টি মিরপুরে

ফিরে এসেছে বৃষ্টি। শুরু হয়েছে গ্রাউন্ডসম্যানদের তৎপরতা।

৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলেছে নিউজিল্যান্ডের। বৃষ্টির কারণে এ ম্যাচ আগেই নেমে এসেছে ৪২ ওভারে। সেটি কমে আসবে আরও নিশ্চিতভাবেই।

১২: ৫০ , সেপ্টেম্বর ২১

বৃষ্টিনামা

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এখন পর্যন্ত পরিত্যক্ত হয়েছে একটিই ওয়ানডে

এ মাঠের ড্রেনেজ সিস্টেম বেশ ভালো।

এখানে একমাত্র পরিত্যক্ত ওয়ানডেটি ২০১৪ সালে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ।

১২: ৫১ , সেপ্টেম্বর ২১

বৃষ্টি থেমেছে

এবার আর বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না বৃষ্টি-বিরতি। মাঠ থেকে মোহাম্মদ জুবাইর জানিয়েছেন, থেমেছে বৃষ্টি। শিগগির শুরু হওয়ার কথা খেলা।

১২: ৫৫ , সেপ্টেম্বর ২১

আনুষ্ঠানিক ঘোষণা

৭টার সময় আবার শুরু হবে খেলা। ফলে প্রায় ১৮ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হবে খেলা। তবে এবার ওভার কাটা যায়নি কোনো। অবশ্য মাঝের বিরতি কমিয়ে আনা হয়েছে ১০ মিনিটে।

১৩: ০২ , সেপ্টেম্বর ২১

এবং ফিরেছে বৃষ্টি

এ সময়ে খেলা শুরু হওয়ার কথা ছিল। সেটি হচ্ছে না আবার বৃষ্টি ফিরেছে বলে। অপেক্ষা বাড়ছে তাই। আগেরবার ৪২ ওভার থেকে আর কোনো ওভার কাটা যাবে না জানানো হয়েছিল, ইনিংস বিরতি কমিয়ে আনা হয়েছিল ১০ মিনিটে। তবে এবার সে সুযোগও থাকছে না আর।

১৩: ০৯ , সেপ্টেম্বর ২১

আবার...

...থেমেছে বৃষ্টি, সরানো হচ্ছে কভার।

১৩: ২১ , সেপ্টেম্বর ২১

আজ বৃষ্টির দিন 

ছবি: শামসুল হক
১৩: ২৭ , সেপ্টেম্বর ২১

ফিরে ফিরে আসে বৃষ্টি আর কভার 

আম্পায়াররা মাঠে নেমেছিলেন। খেলা শুরু হবে, ভাবা হচ্ছিল এমন। এরপরই আবার ফিরেছে বৃষ্টি, আবার এসেছে কভার।

১৩: ৩৪ , সেপ্টেম্বর ২১

নাসুমেরও দিন 

৮-৩-২১-২
প্রথম ওয়ানডেতে নাসুমের বোলিং ফিগার

টি-টোয়েন্টিতে মোটামুটি নিয়মিত তিনি। তবে ওয়ানডেতে নয়। আজ নাসুম আহমেদের দশম ম্যাচ।

বৃষ্টিতে আবার খেলা শুরু হলে নিশ্চিতভাবেই কাটা যাবে ওভার। এর আগে দুজন সর্বোচ্চ ৯ ওভার করে বোলিং করতে পারবেন, এমন নিয়ম ছিল। এবার সেটি কমে আসতে পারে আরও। সেক্ষেত্রে আজ আর বোলিংয়ের সুযোগ নাও পেতে পারেন নাসুম।

তবে এর আগেই করেছেন দুর্দান্ত বোলিং। প্রথম ওভার থেকেই টার্ন ও বাউন্সের দেখা পেয়েছেন। কাজে লাগিয়েছেন সে সব। অধিনায়ক লিটনও তাঁকে ব্যবহার করেছেন ভালোভাবে। প্রথম স্পেলে উইকেটশূন্য ছিলেন এ বাঁহাতি স্পিনার। ফিরে এসে করেন জোড়া আঘাত। আরও এলোমেলো হয়ে পড়ে নিউজিল্যান্ড।

সাকিব আল হাসানের সঙ্গে মেহেদী হাসান মিরাজই বিশ্বকাপে বাংলাদেশের পছন্দের স্পিন কম্বিনেশন হওয়ার কথা। তবে তৃতীয় স্পিনার হিসেবে নাসুম নিজের দাবিটা আজ জোরাল করলেন আরও।

নাসুমের দিনে আঁটসাঁট ছিলেন মেহেদী হাসানও। ৭ ওভারে এ অফ স্পিনার দিয়েছেন ২৭ রান।

১৪: ২৪ , সেপ্টেম্বর ২১

এখনো বৃষ্টি 

এখন পর্যন্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের কোনো ম্যাচ পরিত্যক্ত হয়নি (টস হওয়ার পর)

এ রেকর্ডটি ভাঙতে পারে আজ। কমপক্ষে ২০ ওভারের ম্যাচ হতে গেলে যে সময়ের মধ্যে শুরু হতে হবে খেলা, সেটির আর বেশি দেরি নেই। মিরপুরে বৃষ্টি হচ্ছে এখনো।

১৪: ২৭ , সেপ্টেম্বর ২১

পরিত্যক্ত প্রথম ওয়ানডে

টস হওয়ার পরও বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম কোনো ম্যাচ পরিত্যক্ত হলো।

পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে। রাত ৮-২৬ মিনিটের দিকে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা।

কদিন আগেই শেষ হওয়া এশিয়া কাপের বড় একটা আলোচনা ছিল বৃষ্টিতে ঘিরে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এ সিরিজের প্রথম ম্যাচে দেখা গেল সেটির দাপট।

৪.৩ ওভার পর প্রথম দফা বৃষ্টিতে খেলা বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টারও বেশি। এরপর ম্যাচ নেমে আসে ৪২ ওভারে। এ দফা ২৯ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে আবার। এরপর সন্ধ্যা ৭টায় ৪২ ওভারের ম্যাচই হবে, জানানো হয়েছিল এমন। ইনিংস বিরতি কমিয়ে আনা হয়েছিল ১০ মিনিটে। তবে খেলা শুরুর নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই আবার নামে বৃষ্টি। সেটি থামেনি আর।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম কোনো ম্যাচ পরিত্যক্ত হলো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরিত্যক্ত হওয়া মাত্র দ্বিতীয় ওয়ানডে এটি।

বৃষ্টি বাধার মাঝে যা খেলা হয়েছে, তাতে দাপট ছিল বাংলাদেশ বোলারদের। শুরুটা করেছিলেন মোস্তাফিজুর রহমান। শুরুতেই ২ উইকেট নেন তিনি। নিউজিল্যান্ডকে সে চাপ থেকে টেনে তোলার কাজটি করেন হেনরি নিকোলস ও উইল ইয়াং। মোস্তাফিজ এসে ভাঙেন সে জুটি। এরপর নাসুমের জোড়া আঘাতে আবার এলোমেলো হয়ে পড়ে নিউজিল্যান্ড।

টম ব্লান্ডেল ও কোল ম্যাকনকির সামনে ছিল কঠিন কাজ। কিন্তু বৃষ্টিতে ভেস্তে গেল সে সব।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ২৩ সেপ্টেম্বর। একই মাঠে।

১৪: ৩৯ , সেপ্টেম্বর ২১

ফিল্ডিং নিয়ে সুযোগ হারাল বাংলাদেশ?