শুরু হয়েও হলো না আইপিএল, তবু বিদায় কলকাতার
বৃষ্টি শুরু হয়েছিল ম্যাচ শুরুর আগেই। দু–একবার তা থেমেছে বটে, কিন্তু আবার শুরু হয়েছে খানিক পরই। অপেক্ষা বাড়তে বাড়তে একসময় কাটা শুরু হয় ওভার, শেষে আর ম্যাচটা মাঠেই গড়ায়নি! আইপিএলে মাঠের ক্রিকেটটা ফেরার অপেক্ষা তাই আরও বাড়ল। তবে এই বৃষ্টিতে কলকাতা নাইট রাইডার্সের সব সম্ভাবনাই শেষ হয়ে গেছে। বল মাঠে না গড়ালেও এবারের আইপিএল থেকে ছিটকে গেছে তারা।
ভারত–পাকিস্তান সংঘাত শুরুর পর এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়েই তা ফেরার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে এই ম্যাচে টসই না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দুই দলকে। তাতেই বিদায় ঘণ্টা বেজে গেছে কলকাতার। ১৩ ম্যাচে ৫ জয়ে ১২ পয়েন্ট পেয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে খেলাটি ভেস্তে যাওয়ার পরও প্লে–অফের সম্ভাবনা ভালোভাবেই টিকে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ১২ ম্যাচে ৮ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে আছে তারা। কাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে পাঞ্জাব কিংস অথবা গুজরাট টাইটানসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালস হেরে গেলেই প্লে–অফ খেলা নিশ্চিত হয়ে যাবে তাদের।