যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন আজম খান ও ইমাদ ওয়াসিম

ইমাদ ওয়াসিম ও আজম খান

যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট এমএলসি (মেজর লিগ ক্রিকেট) শুরু হচ্ছে জুলাইয়ে। এই লিগে পাকিস্তানি ক্রিকেটারদের পেতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ছাড়পত্র দেওয়ার অনুরোধ করেছে এমএলসি। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

তবে দুই পাকিস্তানি ক্রিকেটারের অংশগ্রহণ এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। উইকেটকিপার ব্যাটসম্যান আজম খান ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের সঙ্গে চুক্তি করেছে সিয়াটল অরকাস ফ্র্যাঞ্চাইজি। এই তথ্য জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

এই ফ্র্যাঞ্চাইজিটির মালিক ভারতের বহুজাতিক কোম্পানি জিএমআর গ্রুপ।আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের মালিকানায়ও আছে কোম্পানিটি।

আরও পড়ুন

এরই মধ্যে সিয়াটলের সঙ্গে চুক্তি করেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, শ্রীলঙ্কার দাসুন শানাকা ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। পাকিস্তানের আজম ও ইমাদ পিসিবির বার্ষিক চুক্তিতে না থাকায় মেজর লিগ ক্রিকেটে খেলতে বাধা নেই। ক্রিকইনফো জানিয়েছে, পিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ওয়ানডে ও টেস্ট দলের দুই নিয়মিত মুখের সঙ্গে এমএলসির এক ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করেছে।

এমএলসির কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিতে চায়। এ জন্য পিসিবির কাছে অনাপত্তি প্রদানের অনুরোধ জানিয়েছে এমএলসি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। পিসিবি নাকি শর্ত সাপেক্ষে খেলোয়াড় ছাড়তে রাজি আছে। শর্ত হচ্ছে খেলোয়াড়প্রতি ২৫ হাজার মার্কিন ডলার দিতে হবে

আরও পড়ুন

তবে পাকিস্তানের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। মেজর লিগ ক্রিকেট শুরু হবে ১৩ জুলাই। সূচি অনুযায়ী, জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা পাকিস্তানের, যা পরিবর্তিত হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও রূপ নিতে পারে। সে ক্ষেত্রে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা মেজর লিগ ক্রিকেটে খেলার জন্য অনাপত্তিপত্র পাবেন না।

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের কি মেজর লিগ ক্রিকেটে দেখা যাবে?
ছবি: এএফপি

নতুন শুরু হওয়া সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ ও দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টিতে পাকিস্তানের কোনো ক্রিকেটারকে দেখা যায়নি। ওই সময় ঘরের মাঠে ব্যস্ত সময় কাটিয়েছিলেন বাবর আজমরা। তবে এমন গুঞ্জনও ছিল, টুর্নামেন্টের ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি ক্রিকেটারদের কিনতে আগ্রহী ছিল না।

আরও পড়ুন