যে কারণে নুরুল হাসান অধিনায়ক

জিম্বাবুয়ে সফরে টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক নুরুল হাসানছবি: ইনস্টাগ্রাম

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়ে নুরুল হাসানকে অধিনায়ক করে সাজানো হয়েছে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল। শুধু মাহমুদউল্লাহ নন, টি-টোয়েন্টি দলে রাখা হয়নি মুশফিকুর রহিমকেও। আর জিম্বাবুয়ে সফর থেকে ছুটি নেওয়ায় সাকিব আল হাসানকেও পাচ্ছে না বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল মুশফিক ও মাহমুদউল্লাহকে নিয়েই।

আরও পড়ুন
জিম্বাবুয়ে সফরের টি–টোয়েন্টি সিরিজের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমসহ তামিম ইকবালকেও
ফাইল ছবি

অভিজ্ঞদের না রেখে তরুণদের নিয়ে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল সাজানোর কারণ ব্যাখ্যা করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। আজ ঢাকার একটি হোটেলে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ও জাতীয় দলের নির্বাচন প্যানেলের সদস্যদের সঙ্গে মাহমুদউল্লাহর এক সভা শেষে সাংবাদিকদের জালাল ইউনুস বলেছেন, ‘টি-টোয়েন্টি দল নিয়ে আমাদের কিছু বিষয় ছিল। ক্রিকেট বোর্ডে কয়েক দিন ধরে আমরা আলাপ–আলোচনা করছি টি-টোয়েন্টি দল নিয়ে। আপনারা জানেন যে টেস্ট ও টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে সেভাবে আমরা উন্নতি করতে পারছি না। যেহেতু সামনে প্রথম টি-টোয়েন্টি সিরিজ আছে, সে কারণে এটা নিয়ে অনেক চিন্তাভাবনা ছিল ক্রিকেট বোর্ডের।’

জালাল ইউনুস আরও যোগ করেন, ‘আপনারা জানেন যে টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক ছিলেন। কয়েক দিন ধরে আলোচনা চলছিল অধিনায়কত্ব নিয়ে। সম্মানের সঙ্গে আমরা রিয়াদকে (মাহমুদউল্লাহ) ডেকেছিলাম, টি-টোয়েন্টি দল নিয়ে আলাপ করেছি। তার সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা একটা নতুন দল পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এর মধ্যে কিছু সিনিয়র খেলোয়াড়ও থাকছে না। আসলে দেখার জন্য তাদের (তরুণদের) পাঠানো হচ্ছে।’

আরও পড়ুন
বাংলাদেশের উইকেটকিপার–ব্যাটসম্যান নুরুল হাসান
ফাইল ছবি

২০ ওভারের ম্যাচে বাংলাদেশের খেলার ধরনে পরিবর্তন প্রত্যাশা করছে ক্রিকেট বোর্ড। সে জন্য দলেও পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন জালাল ইউনুস, ‘এই দলটাকে সামলানোর জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি। সেটা আমরা আজ মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। মুশফিকও জানে, সাকিবও জানে। তাদের জায়গায় আমরা নতুন খেলোয়াড় নিতে চেষ্টা করছি। জিম্বাবুয়ে সিরিজের জন্য দেখতে চাচ্ছি তাদের ফলাফল, পারফরম্যান্স কী হয়। সেটা দেখার জন্য আপনারা বলতে পারেন নতুন ব্র্যান্ডের একটা দল যাচ্ছে।’

আরও পড়ুন