নাটকে নতুন মোড়: বিপিএলে ফিরছেন শোয়েব মালিক

বিপিএলে ফিরে আসছেন শোয়েব মালিকপ্রথম আলো

বিপিএলের মাঝপথে দুবাই চলে যাওয়া পাকিস্তান অলরাউন্ডার শোয়েব মালিক ফিরে আসছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মালিকের দল ফরচুন বরিশাল। আগামী ২ ফেব্রুয়ারি বিপিএলের সিলেট-পর্বেই ফরচুন বরিশাল দলে তিনি যোগ দেবেন বলে জানানো হয়েছে।

বিপিএলের ঢাকা পর্ব শেষে ব্যক্তিগত কাজে দুবাই গিয়েছিলেন মালিক। এরপর সিলেট পর্বে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি ফিরে আসেননি। বরিশাল তখন জানায়, এ মৌসুমে আর ফিরবেন না ফেব্রুয়ারিতে ৪২ পূর্ণ করতে চলা পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। মালিকের বদলি হিসেবে আনা হয় আরেক পাকিস্তানি আহমেদ শেহজাদকে, সিলেট পর্বে দুটি ম্যাচও খেলেন এ ব্যাটসম্যান।

আরও পড়ুন

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিবাহ-বিচ্ছেদ এবং নিজের তৃতীয় বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে বিপিএলের শুরু থেকেই আলোচনায় ছিলেন মালিক। গত ২২ জানুয়ারি মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিনটি নো বল করে আবার আলোচনার জন্ম দেন এ অফ স্পিনার। এরপর দুবাই গিয়ে আর ফিরে না আসায় গুঞ্জন তৈরি হয়—মালিকের ওই তিনটি নো বল খতিয়ে দেখার ব্যাপারে। পরে এ ব্যাপারে মুখ খোলেন মালিক

খুলনার বিপক্ষে ম্যাচে এক ওভারে তিনটি নো বল করেছিলেন শোয়েব মালিক
ভিডিও থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে দুবাই যাওয়াটা পূর্বনির্ধারিত ছিল জানিয়ে তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, আমি কড়াভাবেই এসব ভিত্তিহীন গুজব প্রত্যাখ্যান করছি। যে কোনো তথ্য বিশ্বাস করার আগে এবং সেটি ছড়িয়ে দেওয়ার আগে প্রত্যেকের উচিত তা যাচাই-বাছাই করা। মিথ্যাচার মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং অপ্রয়োজনীয় দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে পারে। সম্প্রতি যেসব গুজব ছড়ানো হয়েছে বিশেষ করে সেগুলোর কারণেই আমি এটার ওপর জোর দিচ্ছি।’

আরও পড়ুন

এক্সে দেওয়া সে পোস্টে বরিশালের মালিকের একটি ভিডিওবার্তাও জুড়ে দেন মালিক। বরিশালের পক্ষ থেকে যদিও বলা হয়েছিল, মালিক এ মৌসুমে আর ফিরবেন না, কিন্তু মালিক বলেন, ‘সামনের ম্যাচগুলোর জন্য ফরচুন বরিশালকে আমার শুভকামনা। যদি তাদের প্রয়োজন হয়, আমি তাদের সহায়তা করার জন্য প্রস্তুত আছি। খেলায় আমি সব সময়ই আনন্দ খুঁজে পাই এবং সামনেও তাই খুঁজে যাব।’

বরিশালের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন মালিক
প্রথম আলো

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২৯ রান করেছেন মালিক, দুটি ইনিংসে ছিলেন অপরাজিত। ২ ম্যাচে বোলিং করে নেন ১ উইকেট। তাঁর জায়গায় আসা শেহজাদ দুই ইনিংসে করেন ৩৯ ও ৬৬ রান।

টানা ৩ ম্যাচ হারের পর অবশেষে গতকাল জয়ের দেখা পেয়েছে তামিম ইকবালের বরিশাল। পয়েন্ট তালিকার পাঁচে থাকা দলটির পরের ম্যাচ ৩ ফেব্রুয়ারি খুলনার বিপক্ষে। মালিক আসবেন সে ম্যাচের আগের দিন।