আইসিসির এই সপ্তাহের হালনাগাদে মূলত প্রভাব ফেলেছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ডের দুটি টেস্ট আর ভারত-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম ওয়ানডে।

টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উসমান খাজার সতীর্থ মারনাস লাবুশেন তাঁর শীর্ষস্থান ধরে রেখেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পাওয়া সৌদ শাকিল এগিয়েছেন ২০ ধাপ। আছেন ৩০ নম্বরে।

টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে যথারীতি প্যাট কামিন্স। সিডনি টেস্টে পাঁচ উইকেট নেওয়া জস হ্যাজলউড ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ১০ নম্বরে।
আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বাবর আজম।

শেষ ১০ ইনিংসে নয়টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলা এই ব্যাটসম্যান ২ নম্বরে রাসি ফন ডুসেনের চেয়ে নিরাপদ দূরত্বে এগিয়ে আছেন। ভারতের বিপক্ষে শতক করা দাসুন শানাকা এগিয়েছেন ২০ ধাপ।

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের শীর্ষস্থানে সূর্যকুমার যাদবের থাকা নিয়ে কোনো সংশয় ছিল না। শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ বলে ১১২ রানের ইনিংস খেলা এই ব্যাটসম্যান দুই নম্বরে থাকা মোহাম্মদ রিজওয়ানের চেয়ে বেশ এগিয়ে আছেন।