সম্প্রচার শেষ ২৩ জুলাই ২০২১

বাংলাদেশ–জিম্বাবুয়ে দ্বিতীয় টি–টোয়েন্টি

২৩ রানে হারল বাংলাদেশ

০৯: ৪৫ , জুলাই ২৩

টস হারলেন মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দ্বিতীয় টি–টোয়েন্টিতে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ দল।

কাল প্রথম টি–টোয়েন্টিতে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। আজ বাংলাদেশের জন্য তিন ম্যাচের এই সিরিজ ২–০ ব্যবধানে আগেই জিতে নেওয়ার সুযোগ।

১০: ০৪ , জুলাই ২৩

অভিষেক শামীমের

অভিষেক হচ্ছে শামীম হোসেনের। চোটের কারণে নেই লিটন দাস, খেলবেন না মোস্তাফিজুর রহমানও। দলে ফিরেছেন তাসকিন আহমেদ।

১০: ০৫ , জুলাই ২৩

দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল

মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), শামীম হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

১০: ০৯ , জুলাই ২৩

জিম্বাবুয়ে একাদশ

জিম্বাবুয়েতে আছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন রিচার্ড এনগারাভা ও তারিসাই মুসাকান্দা। ফিরেছেন টেন্ডাই চাতারা ও মিলটন শুম্বা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে দল

রায়ান বার্ল, সিকান্দার রাজা (অধিনায়ক), রেজিস চাকাভা, টেনডাই চাতারা, লুক জঙ্গুয়ে, ওয়েসলি মাধভেরে, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, মিলটন শুম্বা

১০: ১৩ , জুলাই ২৩

টি-টোয়েন্টিতে ৭১তম শামীম

আগের ম্যাচে ফিল্ডিং দিয়েই নজর কেড়েছিলেন শামীম হোসেন। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগেও তাঁর পারফরম্যান্স ছিল দারুণ। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছিলেন, আজ অভিষেকও হয়ে যাচ্ছে অ-১৯ বিশ্বকাপজয়ী অলরাউন্ডারের।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৭১ নম্বর ক্যাপটি পাচ্ছেন শামীম। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে শামীমের আগে অভিষেক হয়েছিল নাসুম আহমেদের। এ বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে নাসুমের সঙ্গে অভিষেক হয়েছিল শরীফুল ইসলামেরও।

টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে শামীম হোসেনের।
ফাইল ছবি
১০: ১৭ , জুলাই ২৩

আজই সিরিজ জয় নিশ্চিত করতে পারবে বাংলাদেশ? 

ওয়ানডেতে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে অনায়াস জয়ের পর টি-টোয়েন্টিতেও সে সুযোগ এখন। তামিম ইকবালের দল যা করেছিল, মাহমুদউল্লাহর দলও করতে পারবে সেটি?

আপনার মত জানান এখানে

১০: ৩০ , জুলাই ২৩

আমিনুলের বাবার মৃত্যুতে শোক

২৩ জুলাই বাবাকে হারিয়েছেন আমিনুল ইসলাম। এরপরই তাঁকে দেশে পাঠানোর চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট।

আমিনুলের বাবার মৃত্যুতে আজ কালো আর্ম-ব্যান্ড পরে খেলবে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে পালন করা হয়েছে এক মিনিট নীরবতাও।

আমিনুলের বাবার মৃত্যুতে নীরবতা পালন করেছে দুই দল।
প্রথম আলো
১০: ৩৬ , জুলাই ২৩

প্রথম ওভারে ৪

তাসকিনের প্রথম বলটা ছিল প্যাডের ওপর, ফ্লিক করে তিন রান নিয়েছিলেন তাদিওয়ানশে মারুমানি। তবে তাসকিন পরের ৫ বলে দিয়েছেন মাত্র এক রান।

১০: ৪১ , জুলাই ২৩

ছয়, চার, উইকেট

মেহেদী হাসানের প্রথম বলেই লং-অফ দিয়ে ছয় মেরেছিলেন ওয়েসলি মাধভেরে। পরের বলে কাভার দিয়ে হয়েছিল চার। তবে দারুণভাবে প্রত্যাবর্তন করলেন মেহেদী। পঞ্চম বলে গিয়ে নিলেন উইকেট। লাইন ধরে রাখা বলটি পুরোপুরি মিস করেছেন তাদিওয়ানশে মারুমানি। বাংলাদেশ পেয়েছে ব্রেকথ্রু। ২ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১৫ রান, ১ উইকেটে।

১০: ৪৬ , জুলাই ২৩

ক্যাচ কার- আমার না তোমার?

সুযোগ তৈরি করেছিলেন তাসকিন আহমেদ। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে বল আকাশে তুলেছিলেন রেজিস চাকাভা। ফাইন লেগ থেকে শরীফুল ইসলাম, ডিপ স্কয়ার লেগ থেকে মেহেদী হাসান গিয়েছিলেন সে ক্যাচ নিতে। তবে শেষ মুহুর্তে থেমে গেছেন দুজনই। একজন এরপর দেখাচ্ছিলেন আরেকজনকে। অথচ একজন গেলেই নিতে পারতেন ক্যাচটা!

ফর্মে থাকা চাকাভা জীবন পেয়েছেন শূন্যতেই। এই ক্যাচ মিসের মাশুল কতোটা গুণতে হবে বাংলাদেশকে?

১০: ৫২ , জুলাই ২৩

শরীফুলকে চাকাভার ছয়ের ‘খোঁচা’

শরীফুলের হাতেই ধরা পড়তে পারতেন চাকাভা। সে দফা বেঁচে গেলেন। পরের ওভারে বোলিংয়ে এলেন শরীফুল, প্রথম বলেই ওয়াইড লং-অন দিয়ে ছয় মেরে তাঁকে ‘স্বাগত’ জানালেন চাকাভা। যেন কিছুক্ষণ আগের ভুলটা মনে করিয়ে দিলেন তিনি। প্রথম ওভারে শরীফুল দিয়েছেন ১১ রান। ৪ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ৩৩ রান।

১১: ০০ , জুলাই ২৩

শরীফুলের দায়মোচন, সাকিবের আঘাত

সাকিব আল হাসানকে তুলে মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছেন চাকাভা। টপ-এজড হয়েছিলেন। কাভারের দিক থেকে ছুটে এসেছেন শরীফুল। পাশে ছিলেন সৌম্য সরকারও। তবে এবার আর কারও হাতে ছেড়ে দেওয়ার ভুল করেননি শরীফুল, ক্যাচ নিয়েছেন নিজেই। ৯ বলে ১৪ রান করে ফিরেছেন চাকাভা, সাকিব উইকেট নিয়েছেন নিজের দ্বিতীয় বলেই।

১১: ০২ , জুলাই ২৩

পাওয়ার প্লে-তে ৪৮

পাওয়ার প্লে শেষে ৪৮ রান তুলেছে জিম্বাবুয়ে, তবে হারিয়েছে দুই উইকেট। মেহেদী ও সাকিব- দুই স্পিনারই সফল বাংলাদেশের।

প্রথম টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে-তে জিম্বাবুয়ে তুলেছিল ৫০ রান, ১ উইকেটে।

১১: ১৩ , জুলাই ২৩

৮ ওভারে ৭ বোলার

৮ম ওভারে শামীমকে বোলিংয়ে এনেছেন মাহমুদউল্লাহ। এর আগে এসেছেন সৌম্য সরকারও। আন্তর্জাতিক ক্রিকেটে সিনিয়র পর্যায়ে নিজের প্রথম ওভারে ৭ রান দিয়েছেন শামীম। ২ ওভার এখন পর্যন্ত সৌম্য দিয়েছেন ১৬ রান, যদিও তাঁর বলে মিসফিল্ডে একটা চার দিয়েছেন মোহাম্মদ নাঈম।

৯ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ৭২ রান, ২ উইকেটে। ওয়েসলি মাধভেরে ও ডিওন মায়ার্সে জুটিতে এগোচ্ছে তারা।

১১: ২৩ , জুলাই ২৩

এক ওভার, দুই সুযোগ

তাসকিন আহমেদের ওভারে রান-আউট হতে পারতেন দুই ব্যাটসম্যানই।

প্রথমে পুশ করে সিঙ্গেল নিতে গিয়ে ভুল বুঝাবুঝি হয়েছিল ওয়েসলি মাধভেরে ও ডিওন মায়ার্সের। শেষ মুহুর্তে মায়ার্স সিঙ্গেল নিতে ছুটেছেন, তবে নাঈমের থ্রো সরাসরি লাগেনি স্টাম্পে। ব্যাক-আপেও ঠিকঠাক আসতে পারেননি তাসকিন।

পরে আবার ভুল বুঝাবুঝি হয়েছে দুই ব্যাটসম্যানের। এক্ষেত্রে মাধভেরে সিঙ্গেল নিতে গিয়ে ফিরেছেন মাঝপথ থেকে। তাসকিন এবার থ্রো ধরে স্টাম্পে লাগিয়েছিলেন, তবে এর আগেই ক্রিজে ফিরেছেন মাধভেরে।

১১: ৩১ , জুলাই ২৩

ফিফটি জুটি, মাধভেরের ফিফটি

শরীফুলকে চার মেরে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পূর্ণ করেছেন ওয়েসলি মাধভেরে। এ ইনিংসে শুরুটা আক্রমণাত্মক করলেও পরে একটু ধীরগতিতে এগিয়েছেন ইনি।

মাইলফলকে যেতে তাঁর লেগেছে ৪৫ বল। তবে ডিওন মায়ার্সের সঙ্গে তাঁর জুটিতে দৃঢ় পজিশনের দিকে এগোচ্ছে জিম্বাবুয়ে। দুজনের জুটি ফিফটি পেরিয়েছে আগেই।

১১: ৩৪ , জুলাই ২৩

জুটি ভাঙলেন শরীফুল

শরীফুলের শর্ট বলটা তুলে মারতে গিয়েছিলেন ডিওন মায়ার্স। তবে টাইমিং হয়নি ঠিকঠাক, কাভার পয়েন্টে মেহেদী হাসানের হাতে ধরা পড়েছেন তিনি। ভেঙেছে মাধভেরের সঙ্গে তাঁর ৫৭ রানের জুটি। মায়ার্স ফিরেছেন ২১ বলে ২৬ রান করে।

১১: ৩৬ , জুলাই ২৩
১১: ৪১ , জুলাই ২৩

কোটা শেষ করলেন তাসকিন

সুযোগ হাতছাড়া না হলে উইকেট পেতে পারতেন, তবে শেষ পর্যন্ত উইকেটশূন্যই থাকলেন তিনি। শেষ পর্যন্ত ৪ ওভারে এই ডানহাতি পেসার দিয়েছেন ২৮ রান। শেষ বলে গিয়ে ওয়েসলি মাধভেরে মেরেছেন ছয়, এর আগে তাসকিন করেছেন বেশ আঁটসাঁট বোলিং-ই।

৫ ওভার বাকি থাকতে ৩ উইকেটে ১১২ রান জিম্বাবুয়ের।

১১: ৪৬ , জুলাই ২৩

রান-আউট রাজা

অবশেষে সরাসরি থ্রোয়ে ভাঙলো স্টাম্প। পয়েন্টে ঠেলে সিঙ্গেল চুরি করতে গিয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। তবে সেখান থেকে সৌম্যর সরাসরি থ্রোয়ে ফিরতে হয়েছে তাঁকে। সাকিব অবশ্য দুই পায়ের মাঝে ফাঁক তৈরি করে যেতে দিয়েছেন থ্রো-টি। শুরু থেকে নড়বড়ে মনে হওয়া রাজা টিকলেন না বেশিক্ষণ।

তাসকিনের পর কোটা শেষ করেছেন সাকিবও। ৪ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি।

৪ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব।
জিম্বাবুয়ে ক্রিকেট
১১: ৫৬ , জুলাই ২৩

অবশেষে ফিরলেন মাধভেরে

জিম্বাবুয়ে ইনিংসে ভিত গড়েছেন তিনি। ওপেনিংয়ে নামা ওয়েসলি মাধভেরে আউট হলেন ১৮তম ওভারে গিয়ে। শরীফুলকে তুলে মারতে গিয়েছিলেন, তবে বৃত্তের ওপরই মিড-অফে আফিফ হোসেনের হাতে ধরা পড়েছেন তিনি। এর আগে করেছেন ৫৭ বলে ৭৩ রান, ৫ চারের সঙ্গে মেরেছেন ৩ ছয়।

১২: ০৯ , জুলাই ২৩

১৬৬ রানে থামল জিম্বাবুয়ে

শেষ ওভারের শুরুটা ভালোই করেছিলেন শরীফুল, তবে এরপর ছয় মেরেছেন রায়ান বার্ল। শেষ বলে গিয়ে অবশ্য ক্যাচ দিয়েছেন লুক জঙ্গুয়ে। জিম্বাবুয়ে থেমেছে ১৬৬ রানেই।

১২: ১৬ , জুলাই ২৩

ফিল্ডিংয়ে মিশ্র দিন, ব্যাটিং-সহায়ক কন্ডিশনে আশা

আগের দিনের চেয়ে বেশি স্কোর, তবে উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ বলে জিম্বাবুয়ে হয়তো থেমেছে একটু আগেভাগেই। ফিল্ডিংয়ে মিশ্র দিন কাটিয়েছে বাংলাদেশ। ক্যাচের সুযোগ হাতছাড়া হয়েছে, মিসফিল্ডিং হয়েছে। আবার রান-আউটও হয়েছে সরাসরি থ্রো থেকে।

দ্বিতীয় ওভারে ব্রেকথ্রুর পর জীবন পেয়েছিলেন রেজিস চাকাভা, ওয়েসলি মাধভেরের সঙ্গে তাঁর জুটিতে খানিকটা এগিয়েছিল জিম্বাবুয়ে। বড় স্কোরের ভিত তারা পেয়েছিলে মাধভেরের সঙ্গে ডিওন মায়ার্সের জুটিতে। তবে সে জুটির পরের দিকে একটু ধীরগতিতে এগিয়েছিলেন তারা।

মাধভেরে শেষ পর্যন্ত করেছেন ৭৩ রান। রাজা নেমে সুবিধা করতে পারেননি। এরপরও জিম্বাবুয়ে ১৬৬ পর্যন্ত গেছে রায়ান বার্লের ১৯ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংসে। দুটি করে চার ও ছয় মেরেছেন এই বাঁহাতি। ৭ বোলার ব্যবহার করেছেন মাহমুদউল্লাহ, কিন্তু তিনি নিজে আসেননি বোলিংয়ে।

উইকেট পেলেও আগের দিনের মতো এক ওভার করেই থেমেছেন মেহেদী। সাকিব একটু খরুচে ছিলেন, তবে পেয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শরীফুল।

প্রথম ম্যাচে ১৫২ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। এবার চ্যালেঞ্জটা আরেকটু বড়।

১২: ৩৩ , জুলাই ২৩

প্রথম ওভারে এক বাউন্ডারি

বোলিং ওপেন করতে এসেছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। অফসাইডে বৃত্তের বাইরে নেই ফিল্ডার, পঞ্চম বলে গিয়ে সে গ্যাপ বের করে চার মেরেছেন সৌম্য। এর আগে মিড-অফে ক্যাচের মতো উঠেছিল, তবে সেটি ঠিকঠাক যায়নি লুক জঙ্গুয়ের হাতে। প্রথম ওভারে বাংলাদেশ তুলেছে ৭ রান।

১২: ৪১ , জুলাই ২৩

আলগা শটে বোল্ড নাঈম

আলগা শটে বোল্ড হলেন মোহাম্মদ নাঈম। ব্লেসিং মুজারাবানির ওভার দ্য উইকেট থেকে করা বলটা অ্যাঙ্গেল করে বেরিয়ে যাচ্ছিল। ক্রিজে আটকে থেকে সেটিতেই ব্যাট লাগিয়েছেন নাঈম, বল ডেকে এনেছেন স্টাম্পে। প্রথম ম্যাচে সেঞ্চুরি জুটি ছিল ওপেনিংয়ে, এদিন বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙল ১৫ রানেই। নাঈম ফিরেছেন ৫ রান করে, খেলেছেন ৮ বল।

১২: ৪৪ , জুলাই ২৩

নাঈমের পর ফিরলেন সৌম্যও

অন্তত নাঈমের চেয়ে শটটা একটু ভাল ছিল সৌম্যর, তবে সে পর্যন্তই। জায়গা বানিয়ে অফস্টাম্পের বাইরের বলে খেলেছিলেন জোরের ওপর। কাভারে সিকান্দার রাজার হাতে ধরা পড়েছেন ৭ বলে ৮ রান করে। প্রথম ওভারে জোড়া আঘাত মুজারাবানির, ১৭ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ। তিনে এসেছেন মেহেদী হাসান, ক্রিজে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।

১২: ৫১ , জুলাই ২৩

ঘটনাবহুল ওভার

প্রথমে অফস্টাম্পের বাইরের বল মিস করেছিলেন মেহেদী, পরে সে সুযোগ ছাড়েননি। সে বাউন্ডারির পর বাই থেকে হয়েছে আরেকটি চার। নিয়মিত উইকেটকিপার রেজিস চাকাভা মাঠে নেই, দায়িত্ব পালন করছেন তাদিওয়ানশে মারুমানি। টেন্ডাই চাতারার প্রথম ওভারে একটি বাই দিয়েছিলেন, এবার দিলেন চার রান। শেষ বলে ভেঙেছে দুই প্রান্তের স্টাম্পই, তবে রান-আউট হননি একজনও। তিন ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৭ রান।

১২: ৫৯ , জুলাই ২৩

পাওয়ার প্লে-তে বাংলাদেশের ৪২

লুক জঙ্গুয়ের প্রথম বলে কাভার দিয়ে চার মেরেছেন সাকিব। পঞ্চম বলে মিডউইকেট দিয়ে মেরেছেন মেহেদী হাসান। দুই চারে পাওয়ার প্লের শেষ ওভারে উঠেছে ১০ রান। ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর ৪২ রান। পাওয়ার প্লে-তে দুই উইকেট হারিয়েছিল জিম্বাবুয়েও, তবে তারা তুলেছিল ৪৮ রান।

১৩: ০২ , জুলাই ২৩

সাকিবকে হারিয়ে আরও চাপে বাংলাদেশ

সাকিবকে সামনে আসতে দেখে আরও শর্ট করেছিলেন ওয়েলিংটন মাসাকাদজা। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে শেষ মুহুর্তে বেসামাল সাকিব নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাচ তুলেছেন কাভারে। নিজের প্রথম ওভারে সফল হলেন আরও একজন জিম্বাবুইয়ান বোলার। সাকিব ফিরলেন ১০ বলে ১২ রান করেই, ৪৫ রানে তিন উইকেট হারাল বাংলাদেশ।

১৩: ১১ , জুলাই ২৩

নেই মাহমুদউল্লাহও

মাসাকাদজাকে টেনে লং-অন দিয়ে মারতে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে সীমানার ওপর ধরা পড়েছেন তিনি। বদলি ফিল্ডার মুসাকান্দা নিয়েছেন দারুণ এক ক্যাচ। ৫২ রানে বাংলাদেশ হারিয়েছে চতুর্থ উইকেট, দ্বিতীয় উইকেট নিয়েছেন মাসাকাদজা।

১৩: ১৪ , জুলাই ২৩

অধিনায়ককে অনুসরণ করলেন মেহেদী

এবার লেংথ কমিয়ে এনেছিলেন মাসাকাদজা। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে তুলে মারা মেহেদী পার করতে পারেননি সীমানা। লং-অফে ধরা পড়লেন রায়ান বার্লের হাতে। ৪ বলের ব্যবধানে ২ উইকেট হারাল বাংলাদেশ, ৫৩ রানেই নেই ৫ উইকেট।

১৩: ২০ , জুলাই ২৩

১০ ওভার শেষে বাংলাদেশ ৬০/৫

প্রথম ১০ ওভারে ৬০ রান তুলেছে বাংলাদেশ। শেষ ১০ ওভারে ১০৭ রান তুলতে হবে সফরকারীদের। হাতে আছে ৫ উইকেট। কঠিন এ দায়িত্ব পেয়েছেন আফিফ (৫*) ও নুরুল (৪*)।

১৩: ২১ , জুলাই ২৩

স্মৃতি ফিরিয়ে আনলেন মাসাকাদজা

মাত্র পঞ্চম বাঁহাতি স্পিনার হিসেবে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন বা এর বেশি উইকেট পেলেন ওয়েলিংটন মাসাকাদজা। ২ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন মাসাকাদজা। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসানকে ফিরিয়ে দিয়েছেন মাসাকাদজা।

১৩: ২৫ , জুলাই ২৩

নুরুলও ফিরে গেলেন।

সুযোগ ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা আরও উজ্জ্বল করে রাখার। আপাতত সেটি হারিয়েছেন নুরুল হাসান। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে অফস্টাম্পের বাইরের বলে স্ল্যাশ করেছিলেন, তবে ধরা পড়েছেন ডিপ পয়েন্টে।

১৩: ৩০ , জুলাই ২৩

আজ পারবেন আফিফ? 

জিম্বাবুয়ের বিপক্ষে এর চেয়ে কম রানে মাত্র একবারই ছয় উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ২০১৯ সালে মিরপুরের সে ম্যাচে আফিফ হোসেনের দুর্দান্ত এক ইনিংস জয় এনে দিয়েছিল বাংলাদেশকে।

১৩: ৩৫ , জুলাই ২৩

আশা দিচ্ছেন শামীম-আফিফ

শেষ ২ ওভারে হয়েছে দুটি ছয়, উঠেছে ২০ রান। তবে এখনও বাংলাদেশের সামনে দীর্ঘ পথ। শেষ ৩৬ বলে প্রয়োজন ৭৪ রান।

১৩: ৩৯ , জুলাই ২৩

আক্রমণাত্মক শামীম

লং অফ দিয়ে ছয় প্রথমে। এরপর স্লগ করে ফাইন লেগ দিয়ে চার। পরেরটি আরও দারুণ- রিভার্স সুইপে চার। বাংলাদেশের দারুণ এক ওভার শামীমের ব্যাটে। মাধভেরের করা ১৫তম ওভারে উঠেছে ১৬ রান।

১৩: ৪১ , জুলাই ২৩

আশা দিয়ে ফিরলেন শামীম

আগের ওভারে উঠেছিল ১৬ রান। লুক জঙ্গুয়ের করা পরের ওভারে প্রথম বলে আবারও সুযোগ নিয়েছিলেন শামীম। ফ্ল্যাট ব্যাটে মারা শটটায় টাইমিং ছিল ভাল, তবে সেটি সরাসরি গেছে লং-অনের ফিল্ডারের কাছে। ১৩ বলে ২৯ রান করে ফিরেছেন শামীম।

১৩: ৪৫ , জুলাই ২৩

পারবেন সাইফউদ্দিন-আফিফ?

উইকেট গেলেও ১৬তম ওভারে ৯ রান উঠেছে সাইফউদ্দিনের মারা এক ছয়ে। তবে প্রয়োজনীয় রান-রেটে সেটি এখনও যথেষ্ট নয় বাংলাদেশের। শেষ ৪ ওভারে প্রয়োজন ৪৯ রান, প্রয়োজনীয় রান-রেট ১২-এরও ওপরে।

১৩: ৫৩ , জুলাই ২৩

আফিফের উইকেটে আরেকটু ডুবল বাংলাদেশ

আরেকটি ভাল টাইমিংয়ের শট, আরেকটি সরাসরি ফিল্ডারের হাতে ক্যাচ। বাড়তে থাকা রান-রেটের সঙ্গে পাল্লা দিতে গিয়ে প্রায় ডুবে যাচ্ছে বাংলাদেশ। টেনডাই চাতারাকে ঘুরিয়ে মেরেছিলেন আফিফ, তবে ডিপ মিডউইকেটে ধরা পড়েছেন। ২৫ বলে করেছেন ২৪ রান। শেষ ১৬ বলে বাংলাদেশের প্রয়োজন ৩৯ রান।

১৩: ৫৮ , জুলাই ২৩

স্টাম্প ভাঙল নিজে নিজেই

সাইফউদ্দিন শট খেলার আগেই ভেঙেছে স্টাম্প! ব্যাট বা শরীর, লাগেনি কোনো কিছুই। টিভি আম্পায়ারের কাছে গিয়েছিল সে সিদ্ধান্তের ভার। সাইফউদ্দিন বেঁচেছেন আপাতত। তবে শেষ ২ ওভারে প্রয়োজন ৩৫ রান। বাংলাদেশকে বাঁচাবেন কে?

১৪: ০৭ , জুলাই ২৩

১৪৩ রানে থামল বাংলাদেশ

১৬৭ রানতাড়ায় ১৪৩ রানেই থেমেছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে জিতেছে ২৩ রানের ব্যবধানে। তৃতীয় ম্যাচটি তাই এখন সিরিজ নির্ধারণী।

১৪: ১৬ , জুলাই ২৩

রান তাড়ায় ছন্দ পতন বাংলাদেশের

একমাত্র টেস্ট, তিনটি ওয়ানডেরে পর প্রথম টি-টোয়েন্টি- বাংলাদেশ জিতেছিল সবকটি ম্যাচই। প্রথম জয় পেতে দ্বিতীয় টি-টোয়েন্টি পর্যন্ত অপেক্ষা করতে হলো জিম্বাবুয়েকে। ব্যাটিংয়ের জন্য দারুণ উইকেটে প্রথম ইনিংস শেষে জিম্বাবুয়ের ১৬৬ রান একটু কম মনে হলেও শেষ পর্যন্ত যথেষ্ট হয়েছে সেটিই। আগের ম্যাচে ১৫২ রান তাড়া করে জিতলেও বাংলাদেশ আজ থেমেছে আগেভাগেই। ১ বল বাকি থাকতে ১৪৩ রানেই অল-আউট হয়েছে তারা।

টানা ৫ ম্যাচ জয়ের পর টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ। রান তাড়ায় সে অর্থে বাংলাদেশ ইনিংসে ছন্দ পাওয়া যায়নি। ব্লেসিং মুজারাবানির এক ওভারে জোড়া আঘাতের পর ওয়েলিংটন মাসাকাদজার বাঁহাতি স্পিনে চাপে পড়েছে বাংলাদেশ। মুজারাবানি ২ উইকেট নিয়েছেন ২১ রানে, মাসাকাদজা ৩ উইকেট নিয়েছেন ২০ রানে।

শেষ দিকে অভিষিক্ত শামীম হোসেন খেলেছেন ১৩ বলে ২৯ রানের ইনিংস। আফিফের সঙ্গে তাঁর ৪১ রানের জুটিই ইনিংসে সর্বোচ্চ। তবে ততক্ষণে প্রয়োজনীয় রান-রেট প্রায় নাগালের বাইরে, শামীমের উইকেটের পর বাংলাদেশের অলৌকিকের আশাও শেষ হয়েছে আফিফ ফিরে যাওয়ার পর।

ওপেনিংয়ে ভাল শুরু করতে পারেননি সৌম্য-নাঈম। ব্যাটিং অর্ডারে এসেছে পরিবর্তন, তবে তিনে আসা মেহেদী হাসানও পায়ের নীচে সে অর্থে মাটি খুঁজে পাননি। নাঈমের পর প্রায় সব ব্যাটসম্যানই আউট হয়েছেন বড় শটের চেষ্টায়, ক্যাচও গেছে সরাসরি জিম্বাবুইয়ান ফিল্ডারের হাতে।

দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ফিরে এসেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে ক্রিকেট