ইতালির সঙ্গে কে যাচ্ছে শেষ ষোলোয়?

ইতালি এরই মধ্যে উঠে গেছে শেষ ষোলোতে।ছবি: রয়টার্স

ইউরোর শেষ ষোলোতে ওঠার লড়াইয়ের আসল আমেজ পাওয়া যাবে আজ থেকে। আজ থেকে যে শুরু হচ্ছে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ রাউন্ড।

গ্রুপ ‘এ’-তে আজ ইতালি খেলবে গ্যারেথ বেলের ওয়েলসের বিপক্ষে। আর সুইজারল্যান্ডের প্রতিপক্ষ তুরস্ক। দুটি ম্যাচই একসঙ্গে শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটা থেকে।

তবে ম্যাচে নামার আগে অনেক হিসেব-নিকেশ করতে হচ্ছে গ্যারেথ বেলের ওয়েলস, জেরদান শাকিরির সুইজারল্যান্ড আর বুরাক ইলমাজের তুরস্ককে।

ওয়েলসের অনুশীলনে বেল (ডানে)।
ছবি: রয়টার্স

গ্রুপে দ্বিতীয় হয়ে সরাসরি কে শেষ ষোলোয় যাচ্ছে, সেটি তো আজকের দুই ম্যাচের পরই নিশ্চিত হয়ে যাচ্ছে। সে লড়াই চলবে সুইজারল্যান্ড আর ওয়েলসের মধ্যে।

সব হিসাব-নিকাশ চুকিয়ে শেষ পর্যন্ত ইতালির পাশাপাশি আজ শেষ ষোলোয় যাওয়া নিশ্চিত হবে কোন দলের? সুইজারল্যান্ড, না ওয়েলস? পাঠক, আপনার মত জানিয়ে দিন পোলে অংশ নিয়ে।