নেইমার আজ কয়টি গোল করবেন?

নেইমার আজ মেসি-রোনালদোকে ছাপিয়ে যাওয়ার মতো কিছু করতে পারবেন?ছবি: রয়টার্স

কী অবিশ্বাস্য এক রাত কাল উপহার দিয়েছে ফুটবল! ম্যাচগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে মেসি আর রোনালদোর ঔজ্জ্বল্যের কারণেই রাতটা অসাধারণ।

এস্তোনিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৫-০ গোলের জয়ে মেসি তো দলের সব কটি গোল করে অনন্য কীর্তিই গড়েছেন। রোনালদো সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ৪-০ গোলের জয়ে দুই গোল করে আবার প্রাসঙ্গিক করে তুলেছেন ‘মেসি বনাম রোনালদো’ দ্বৈরথকে। গত মৌসুমে দুজনের ছন্নছাড়া পারফরম্যান্স আর তাঁদের দলের হতশ্রী অবস্থা মিলিয়ে দ্বৈরথটার ঝাঁঝ অনেক কমে গিয়েছিল কিনা!

এই দ্বৈরথের কারণে যাঁকে সব সময়ই অনেকটা আড়ালে থাকতে হয়েছে, সেই নেইমার কী আজ দিনটাকে আরও রাঙিয়ে দেবেন?

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন

বাংলাদেশ সময় আজ বিকেল ৪টা ২০ মিনিটে টোকিওতে প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। যে জাপানের বিপক্ষে ৪ ম্যাচে নেইমার গোল করেছেন ৮টি! আন্তর্জাতিক ফুটবলে আর কোনো দলের বিপক্ষে এত গোল নেই পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। আজ অবশ্য জাপানেও একেবারে সহজ পরীক্ষা হবে না, নিজেদের সবশেষ ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে দলটা।

চার দিন আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুই গোল করা নেইমার আজ জাপানের বিপক্ষে গোল করতে পারবেন? কত গোল?

পাঠক, আপনার অনুমান জানিয়ে দিন পোল-এ।