মেসি, রোনালদো...এবার নেইমারের দেখানোর পালা

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জোড়া গোল করা নেইমার আজও গোলের উৎসব করবেন?ছবি: রয়টার্স

লিওনেল মেসি কাল পাঁচ গোল করেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো দুটি। এবার তাহলে নেইমারের কিছু করে দেখানোর পালা? বাংলাদেশ সময় আজ বিকেল ৪টা ২০ মিনিটে টোকিওতে প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। মেসি-রোনালদোর সঙ্গে আলোচনায় থাকার মতো কিছু আজ নেইমার করে দেখাতে পারবেন কি না, সে প্রশ্নে নেইমার ভক্তদের রোমাঞ্চ আরেকটু বাড়িয়ে দিতে পারে একটা তথ্য—আন্তর্জাতিক ফুটবলে নেইমারের সবচেয়ে প্রিয় প্রতিপক্ষই জাপান!

মেসি-রোনালদোর দ্বৈরথ তো এক যুগেরও বেশি সময় ফুটবল মাতিয়ে রেখেছে। তাঁদের সঙ্গে যোগ হয়েছেন নেইমার। গ্যারেথ বেল, করিম বেনজেমা, লুইস সুয়ারেজ, রবার্ট লেভানডফস্কি, ইব্রাহিমোভিচ কিংবা মো সালাহরা ছিলেন, কিন্তু ধারে-ভারে-খ্যাতিতে ওই তিনজনের কাছে যেতে পারেননি কেউ।

আরও পড়ুন
নেইমারের সঙ্গে আজ জুটি বাঁধতে পারেন ভিনিসিয়ুস
ছবি: রয়টার্স

মেসি-রোনালদোর বয়স হয়েছে, ক্যারিয়ারের শেষ প্রান্তে তাঁরা। নেইমারও ৩০-এর ঘরে। ভবিষ্যতের মহাতারকার খোঁজও এরই মধ্যে পেয়ে গেছে ফুটবল। কিলিয়ান এমবাপ্পে আর আর্লিং হরলান্ডের দ্বৈরথকে তো অনেকে মেসি-রোনালদো দ্বৈরথের উত্তরসূরিই ভাবেন। এখানেও ভিনিসিয়ুস জুনিয়র, পেদ্রি, আনসু ফাতির নামও আসে, কিন্তু এঁদের কাউকে নিয়ে উন্মাদনা এমবাপ্পে-হরলান্ডের মতো নয়।

আরও পড়ুন

বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত পাঁচ তারকার মধ্যে কাল মেসি-রোনালদোর ভিড়ে হরলান্ড হারিয়ে গেছেন। অথচ সুইডেনের বিপক্ষে নরওয়েকে ২-১ গোলে জেতানোর পথে দলের দুই গোলই হরলান্ডের। আজ রাতে বেনজেমা-এমবাপ্পের ফ্রান্স নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। কিন্তু মূলত আর্জেন্টিনা-ব্রাজিলে বিভক্ত বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নজর যে ব্রাজিল আর নেইমারের দিকেই বেশি থাকবে, তা সম্ভবত না বললেও চলে।

আরও পড়ুন

সে ক্ষেত্রে নেইমারের আজ মেসি-রোনালদোকে ছাপিয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলবে অতীত। ওই যে, যা বলা হলো আগে— জাপান যে নেইমারের প্রিয় প্রতিপক্ষ! এ নিয়ে জাপানিজদের বিপক্ষে চার ম্যাচ খেলেছেন নেইমার, তাতে গোল ৮টি! এরপর পেরু (৬ গোল) আর যুক্তরাষ্ট্রকে (৫) নিয়ে সম্পন্ন ‘নেইমারের প্রিয় প্রতিপক্ষে’র তালিকার সেরা তিন।

আরও পড়ুন

জাপানের বিপক্ষে ৮ গোলের মধ্যে ২০১৪ সালে সিঙ্গাপুরে এক প্রীতি ম্যাচেই করেছেন ৪ গোল! আজ তেমন কিছু হলে তো কথাই নেই। আর মেসির মতো পাঁচ গোল করে ফেললে নেইমারের একটা রেকর্ডই হয়ে যাবে। ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে কিংবদন্তি পেলেকে (৭৭ গোল) পেরিয়ে যেতে যে নেইমারের আর পাঁচ গোলই দরকার!

আরও পড়ুন

নেইমার ভক্তদের রোমাঞ্চ আরও বাড়িয়ে দেওয়ার মতো খবর জানাচ্ছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোএস্পোর্তে। তাদের প্রতিবেদন অনুযায়ী, চার দিন আগে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারানো দলে আজ চারটি বদল আনতে যাচ্ছেন ব্রাজিল কোচ তিতে। গোলপোস্টে ওয়েভারতনের বদলে আলিসন, সেন্টারব্যাক থিয়াগো সিলভার বদলে এদের মিলিতাও, লেফটব্যাকে আলেক্স সান্দ্রোর জায়গায় গিলের্মে আরানা আর ফরোয়ার্ডে রিচার্লিসনের জায়গা নেবেন ভিনিসিয়ুস জুনিয়র।

আরও পড়ুন

তাতে ব্রাজিলের আক্রমণভাগ হবে দেখার মতো! রিচার্লিসনের জায়গায় ভিনিসিয়ুসকে নেওয়ার মানে হচ্ছে, নেইমারকে আক্রমণে সবার সামনে ‘ফলস নাইন’ হিসেবে খেলাবে ব্রাজিল। তাঁর দুই পাশে থাকবেন ভিনি আর রাফিনিয়া। আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে উইংয়ে খেলা লুকাস পাকেতা ফিরে যাবেন তাঁর চেনা আক্রমণাত্মক মিডফিল্ডার পজিশনে। আগ্রাসী এই ফরোয়ার্ড লাইনের অগ্রভাগে থাকা নেইমারের গোলের সম্ভাবনা কি তাতে আরও বেড়ে গেল?

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন