লিভারপুলকে পাত্তা না দিয়ে চোট নিয়েই দেশের হয়ে খেললেন সালাহ

লিভারপুলের পক্ষ থেকে মোহাম্মদ সালাহকে অনুরোধ করা হয়েছিল মাঠে নামার আগে স্ক্যান করাতে।ফাইল ছবি

লিভারপুলের সঙ্গে মোহাম্মদ সালাহর সম্পর্কে কি তাহলে ধীরে ধীরে ফাটল ধরছে?
অবস্থাদৃষ্টে তেমনই মনে হচ্ছে। রোববার আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্বে গিনিকে ১–০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে মিসর। সালাহ এ ম্যাচে চোট নিয়ে খেলেছেন। লিভারপুলের পক্ষ থেকে তাঁকে অনুরোধ করা হয়েছিল মাঠে নামার আগে স্ক্যান করাতে। চোট কতটা গুরুতর, তা নিশ্চিত হতে চেয়েছিল লিভারপুল। কিন্তু সালাহ তাঁর ক্লাবের অনুরোধে কান দেননি। চোট নিয়েই খেলেছেন।

মিসরের কোচ এহাব গালাল ম্যাচ শেষে বলেছেন, ‘সালাহ চোট নিয়েই খেলেছে। ম্যাচের আগে লিভারপুল তাকে এক্স–রে করানোর অনুরোধ করেছিল, কিন্তু সালাহ তা রাখেনি।’ ম্যাচ শেষে তাঁর চোটের জায়গায় এক্স–রে করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন
রোববার আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্বে গিনিকে ১–০ গোলে হারানো ম্যাচে মিসরের সতীর্থদের সঙ্গে মোহাম্মদ সালাহ (ডানে)
ছবি: টুইটার

ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে ২৩ গোল করে যুগ্মভাবে গোল্ডেন বুট জিতেছেন সালাহ। কিন্তু মৌসুমের শেষ ভাগে এসে তিনি চোটের সঙ্গে লড়াই করেছেন। এফএ কাপ ফাইনালে মাত্র ৩২ মিনিট পরই চোটের কারণে মাঠ ছাড়েন সালাহ। এর তিন দিন পর সাউদাম্পটনের মাঠে লিভারপুলের ম্যাচও খেলতে পারেননি চোটের কারণে। উলভসের বিপক্ষে লিগের শেষ দিনে নেমেছেন বদলি হয়ে। আর চ্যাম্পিয়নস লিগ ফাইনালে একাদশে থাকলেও তেমন ভালো খেলতে পারেননি।

১০ দিনের মধ্যে দক্ষিণ কোরিয়া ও ইথিওপিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে মিসর। সালাহর চোট কতটা গুরুতর, এ দুটি ম্যাচ খেলতে পারবেন কি না, তা চোট পরীক্ষা করার পরই বুঝতে পারবে মিসর। তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। লিভারপুলের অবশ্য সালাহকে নিয়ে দুশ্চিন্তায় ভোগার কথা। জাতীয় দলের হয়ে সালাহ যেন বেশি ঝুঁকি না নেন, সেটাই হবে ইংলিশ ক্লাবটির প্রত্যাশা। কারণ, কয়েক সপ্তাহের মধ্যেই প্রাক্‌–মৌসুম প্রস্তুতি শুরু করবে লিভারপুল।

আরও পড়ুন
লিভারপুলের সঙ্গে সালাহর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩ সালে
ফাইল ছবি

লিভারপুলের সঙ্গে সালাহর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩ সালে। অনেক দিন ধরেই তাঁর সঙ্গে লিভারপুলের চুক্তি নবায়নের গুঞ্জন শোনা গেলেও তা এখনো আলোর মুখ দেখেনি। তবে এখনই লিভারপুল ছাড়ার ইচ্ছা নেই সালাহর। চুক্তির মেয়াদ শেষ করেই ক্লাব ছাড়ার ঘোষণাটা আগেই দিয়েছেন সালাহ।

আরও পড়ুন