শিরোপা জিতে বার্সেলোনাকে এক হাত কোর্তোয়ার

এসপানিওলকে হারিয়ে রিয়াল মাদ্রিদ লা লিগার শিরোপা জয়ের পর থিবো কোর্তোয়ার উচ্ছ্বাসছবি: রয়টার্স

ঘটনাটা ২০ মার্চের, সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে ৪-০ গোলে জিতে উন্মত্ত উদ্‌যাপন করেছিল বার্সেলোনা। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের অমন উদ্‌যাপন ভালো লাগেনি থিবো কোর্তোয়া ও করিম বেনজেমাদের। বার্সেলোনার সেই উন্মত্ত উদ্‌যাপনের জবাব কাল লা লিগার শিরোপা জয়ের পর দিলেন রিয়াল মাদ্রিদের গোলকিপার কোর্তোয়া।

এমন নয় যে এল ক্লাসিকোর সেই ম্যাচ জিতে বার্সেলোনা শিরোপা-দৌড়ে রিয়ালের অনেকটা কাছাকাছি চলে গিয়েছিল। সে দ্বৈরথের পর ২৮ ম্যাচে বার্সার পয়েন্ট হয়েছিল ৫৪, রিয়ালের ২৯ ম্যাচে ৬৬। তখনো শীর্ষে থাকা রিয়ালের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে ছিল বার্সা। কিন্তু রিয়ালের মাঠে রিয়ালকে হারানোর আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল কাতালান ক্লাবটি।

আরও পড়ুন
শিরোপা উৎসবে সতীর্থদের সঙ্গে থিবো কোর্তোয়া
ছবি: রয়টার্স

এস্পানিওলকে কাল নিজেদের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জয়ের পর কোর্তোয়ার মনে পড়ে গেল বার্সার সেই উদ্‌যাপনের কথা। ম্যাচ শেষে শিরোপা জয় উদ্‌যাপনের মধ্যে তাই খোঁচা দিতে ভুল করলেন না রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে, ‘তারা এমন উদ্‌যাপন করেছিল যে মনে হয়েছিল তারা শিরোপা জিতে গেছে।’

তবে বার্সার অমন উদ্‌যাপনই যে রিয়ালকে আরও প্রতিজ্ঞাবদ্ধ করে তুলেছে, সেটাও বলেছেন কোর্তোয়া, ‘ক্লাসিকোর পরই আসল মুহূর্তটা এসেছে। আমরা আমাদের ধৈর্য ধরে রেখেছি। সেল্তার পর হেতাফেকেও হারিয়েছি। দুটিই কঠিন প্রতিপক্ষ।’

আরও পড়ুন
রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কোর্তোয়া
ছবি: রয়টার্স

লা লিগা জয়ের আসল মন্ত্রটা কী, ম্যাচ শেষে সেটাও বলেছেন কোর্তোয়া, ‘লা লিগা জয় আসলে দলীয় প্রচেষ্টার ফল। আমরা সবাই মিলে আক্রমণ করি, সবাই মিলে রক্ষণ করি। সেভিয়ার বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। আমরা ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ফিরে এসেছি। অনেকেই মনে করেছিল, আমরা শেষ।’

সেভিয়ার বিপক্ষে সেই ম্যাচে ২৫ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল। দ্বিতীয়ার্ধে রদ্রিগো, নাচো ও করিম বেনজেমার গোলে ৩-২ ব্যবধানের জয় পায় তারা। বেনজেমা রিয়ালের জয়সূচক গোলটি করেছিলেন যোগ করা সময়ে।

লা লিগা জিতে কোর্তোয়াদের চোখ এখন চ্যাম্পিয়নস লিগে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে আগামী বুধবার বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে ইতিহাদ থেকে ৪-৩ গোলে হেরে আসা রিয়াল। সেই ম্যাচ নিয়ে কোর্তোয়া বলেছেন, ‘এখন পর্যন্ত বছরটা আমাদের ভালো কেটেছে। আশা করছি চ্যাম্পিয়নস লিগ জিতে শেষ করতে পারব। দেখি আরেকটা ফাইনাল খেলতে পারি কি না।’

আরও পড়ুন