ব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি, কেন ভেস্তে গেল আলোচনা

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিএএফপি

ঘোষণাটা আগেভাগেই দিয়ে বসেছিল কিছু সংবাদমাধ্যম—রিয়াল মাদ্রিদ ছেড়ে জুনে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। অবশ্য তখন পর্যন্ত আনচেলত্তির ভবিষ্যতের গতিপথ এমনই ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে নতুন খবর, যেটা আগের খবরের উল্টো। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ইতালিয়ান কোচের সঙ্গে আলোচনা কিংবা দর–কষাকষি শেষ হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) এবং খবরটা ইতিবাচক নয়। রিয়াল আনচেলত্তিকে ছাড়ার পথটা কঠিন করে তোলায় আনচেলত্তিকে নিয়ে আসার পথটা রুদ্ধ হয়ে গেছে ব্রাজিলের। অর্থাৎ এই আলোচনা ভেস্তে গেছে। গ্লোবোর খবর অনুযায়ী, আনচেলত্তিকে নিয়ে আসার আলোচনা ভেস্তে যাওয়ার পর সিবিএফের ‘প্ল্যান বি’তে ফেবারিট এখন সৌদি প্রো লিগের দল আল হিলালের কোচ জর্জ জেসুস।

আরও পড়ুন

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, আনচেলত্তি যে সময়ে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং যে আর্থিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে তিনি ক্লাব ছাড়তে চান, তাতে অসন্তুস্ট হয়েছে রিয়াল। এতে তাঁর ব্রাজিল কোচ হিসেবে যোগদান জটিলতার মধ্যে পড়েছে। গ্লোবোর প্রতিবেদনে জানানো হয়, ব্রাজিল কোচের দায়িত্ব নিতে সিবিএফকে আনচেলত্তির মৌখিক সম্মতি দেওয়ার খবর জানার পর রিয়ালের বোর্ড পরিচালকেরা কঠোর হন।

রিয়ালে আনচেলত্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের জুনে। আনচেলত্তি যেহেতু তার আগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর চুক্তির বাকি সময়ের অর্থ পরিশোধ করতে রাজি হয়নি মাদ্রিদের ক্লাবটি। ইএসপিএনও একই খবর জানিয়ে বলেছে, চুক্তির বাকি সময়ের অর্থ রিয়াল দিতে রাজি না হওয়ায় আনচেলত্তির ব্রাজিল যাত্রা থমকে গেছে। অথচ দুই দিন আগেও মোটামুটি সবাই নিশ্চিত ছিলেন ঠিকানা পাল্টে আটলান্টিক মহাসাগর পাড়ি দেবেন আনচেলত্তি।

ইএসপিএনকে সূত্র কাল আরও জানিয়েছে, আনচেলত্তি যেন লা লিগা মৌসুমের বাকি সময়ে মনোযোগী হন, সেটা চেয়েছিল রিয়াল। পাশাপাশি ক্লাব বিশ্বকাপেও আনচেলত্তি থাকবেন, এটাও ছিল তাদের চাওয়া।

আরও পড়ুন

গ্লোবো জানিয়েছে, এ মৌসুমে রিয়াল ভালো না করায় রিয়ালের বোর্ড পরিচালকেরা আনচেলত্তির বিদায় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় এবং কোপা দেল রে-তে বার্সেলোনার কাছে রিয়ালের হারের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। আনচেলত্তি তা জানার পর সিবিএফের সঙ্গে আলোচনা শুরু করেন। চুক্তির মেয়াদ ফুরোনোর এক বছর আগেই রিয়াল তাঁকে ছেড়ে দিতে চাওয়ায় ক্লাবটির কাছে চুক্তি বাতিলের ফি দাবি করেন আনচেলত্তি। কিন্তু সিবিএফকে আনচেলত্তি মৌখিক সম্মতি দিয়েছেন, এই খবর জানার পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ইতালিয়ান কোচের চুক্তি বাতিলের ফি দিতে রাজি হননি। আনচেলত্তি বিনা পয়সায় রিয়াল ছাড়লে আপত্তি নেই পেরেজের।

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ
রয়টার্স

রিয়াল সভাপতি চুক্তি বাতিলের ফি দিতে বেঁকে বসার পর আনচেলত্তি ও সিবিএফের মধ্যে চুক্তি আর চূড়ান্ত হয়নি। ইএসপিএনকে সূত্র জানিয়েছে, সিবিএফ প্রতিনিধিরা আলোচনার জন্য মাদ্রিদে অবস্থান করছেন। তাঁরা আনচেলত্তির ওপর অনাকাঙ্ক্ষিত কোনো চাপ প্রয়োগ না করে তাঁর মৌখিক সম্মতির প্রতি সম্মান দেখিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, গত সোমবার সিবিএফের সঙ্গে চুক্তি সইয়ের জন্য লন্ডনে যান। কিন্তু তিনি সেটা করেননি। আনচেলত্তি জানিয়েছেন, তিনি সিবিএফের প্রস্তাব গ্রহণ করতে পারছেন না। আগ্রহ দেখানোয় সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৬৫ বছর বয়সী এই কোচ।

সিবিএফের প্রতিনিধি হিসেবে কাজ করা এজেন্টদের আনচেলত্তি বলেছেন, তাঁদের চাওয়া অনুযায়ী তিনি জুনে ব্রাজিলের দায়িত্ব নিতে পারবেন না। আগস্টে যোগ দিতে পারবেন। মৌখিক সম্মতি পাওয়ায় সিবিএফ ধরেই নিয়েছিল আনচেলত্তি তাদের অনুরোধ রেখে জুনে জাতীয় দলের দায়িত্ব নেবেন। কিন্তু আনচেলত্তি আগস্টের কথা বলায় সিবিএফের প্রতিনিধিদল একটু অবাক হয়েছে বলে জানিয়েছে মার্কা।

গত মাস থেকে কোচবিহীন রয়েছে ব্রাজিল জাতীয় দল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে হারের পর গত ২৯ মার্চ ব্রাজিল কোচের পদ থেকে ছাঁটাই হন দরিভাল জুনিয়র। বিশ্বকাপ বাছাই পয়েন্ট টেবিলে চারে থাকা ব্রাজিল ৪ জুন ইকুয়েডর ও ৯ জুন প্যারাগুয়ের মুখোমুখি হবে। ইএসপিএনকে সূত্র জানিয়েছে, আনচেলত্তিকে শেষ পর্যন্ত না পেলে আল হিলাল ছাড়ার পথে থাকা জেসুসের সঙ্গে আলোচনা শুরু করবে সিবিএফ। জুনের দুটি ম্যাচের জন্য ২৬ মে স্কোয়াড ঘোষণা করবে সিবিএফ। এ সময় অন্তর্বর্তীকালীন হিসেবেও কাউকে নিয়োগ দিতে পারে সিবিএফ। গ্লোবো জানিয়েছে, স্কোয়াড ঘোষণার আগে কোচ না পেলে খেলোয়াড় বাছাই করে জাতীয় দল গঠনের কাজটা সারবেন ব্রাজিলের ছেলেদের জাতীয় দলের সমন্বয়ক রদ্রিগো কাইতানো ও টেকনিক্যাল ম্যানেজার হুয়ান।

সৌদি আরব থেকে আনচেলত্তির জন্য মাল্টি মিলিয়ন ডলারের প্রস্তাব

মার্কা জানিয়েছে, সৌদি আরবের ফুটবল থেকে মৌসুমপ্রতি ৫ কোটি ইউরো বেতনের প্রস্তাব পেয়েছেন আনচেলত্তি। সৌদি প্রো লিগের কোন ক্লাব থেকেই প্রস্তাব এসেছে, তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ব্রাজিলে যোগদান করতে না পারলে মৌসুম শেষে রিয়াল ছাড়বেন তিনি। এরপর সৌদি আরব থেকে আসা প্রস্তাব তিনি বিবেচনা করে দেখতে পারেন। পারিশ্রমিকের অঙ্ক যেহেতু লোভনীয়। তবে মৌসুম শেষে কোচিং থেকে আনচেলত্তির অবসর নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।