স্যান্ডউইচটি ‘এমবাপ্পের খুলির মতো গোলাকার’—কাবাব প্রস্তুতকারকের বিরুদ্ধে মামলা এমবাপ্পের

কাবাব প্রস্তুতকারক মোহাম্মদ হেনির বিরুদ্ধে মামলা করেছেন কিলিয়ান এমবাপ্পেএক্স

স্যান্ডউইচে অনুমতি না নিয়ে তাঁর নাম ব্যবহার করায় এক কাবাব প্রস্তুতকারকের বিরুদ্ধে মামলা করেছেন কিলিয়ান এমবাপ্পে। ইএসপিএন জানিয়েছে, কাবাব দোকানটির মালিকের নাম মোহাম্মদ হেনি। তিনি ফরাসি ফুটবলে পরিচিত মুখ এবং মার্শেইভিত্তিক একজন ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীসংখ্যা ১৮ লাখ।

হেনি তাঁর দোকানের ‘ক্লাব কাবাব’ নামে একটি স্যান্ডউইচে এমবাপ্পের নাম ব্যবহার করেছেন। স্যান্ডউইচের ধরনের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, ‘এটা বেকারির গোলাকার রুটি, একদম এমবাপ্পের মাথার খুলির মতোই গোলাকার।’ স্যান্ডউইচটি অনলাইন খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম ‘উবার ইটস’–এর মাধ্যমে সরবরাহ করা হয়।

এমবাপ্পে তাই আইনি ব্যবস্থা নিয়েছেন হেনির বিরুদ্ধে। কারণ, অনুমতি না নিয়ে স্যান্ডউইচে এমবাপ্পের নাম ব্যবহার করেছেন হেনি। তাঁকে ‘কেএমএ’–এর পক্ষ থেকে এরই মধ্যে চিঠি পাঠিয়েছেন এমবাপ্পের আইনজীবী ডেলফাইন ভেরহেইডেন। কেএমএ হলো এমবাপ্পের মালিকানাধীন কোম্পানি, যা তাঁর পৃষ্ঠপোষক, ব্যবসা ও ভাবমূর্তির অধিকার নিয়ে কাজ করে।

চিঠিতে বলা হয়েছে, কোনো ধরনের সম্মতি ছাড়াই হেনি বাণিজ্যিক উদ্দেশ্যে এমবাপ্পের নাম ব্যবহার করেছেন। হেনিকে আদালতে নেওয়ার আগে আগামী আট দিনের মধ্যে তাঁর খাদ্যতালিকা (স্যান্ডউইচ) থেকে এমবাপ্পের নাম সরাতে হবে।

এমবাপ্পে আইনি ব্যবস্থা নেওয়া হতবাক হয়েছেন হেনি। ইনস্টাগ্রামে তিনি পিএসজি তারকার উদ্দেশে বলেছেন, ‘তোমার কি লজ্জা হয় না? তোমার কি আর কিছু করার নেই? এত নিরর্থক ব্যাপার নিয়েও আমার বিরুদ্ধে মামলা? এটা অবিশ্বাস্য। আমি এটা বিশ্বাস করতে পারছি না।’

আরও পড়ুন

শুধু এমবাপ্পেই নন, ফ্রান্সের আরেক ফুটবলার দিমিত্রি পায়েতের নামও হেনি তাঁর একটি স্যান্ডউইচের বর্ণনায় ব্যবহার করেছেন। সেটার বর্ণনায় তিনি লিখেছেন, ‘এই ক্রিপ (এক ধরনের কেক) পায়েতের মতোই ভরপুর।’

পিএসজিকে ফরাসি কাপের সেমিফাইনালে তুলতে দারুণ অবদান রেখেছেন এমবাপ্পে
রয়টার্স

এমবাপ্পে আইনি ঝামেলায় জড়ালেও তাঁর খেলায় কোনো প্রভাব পড়েনি। গত রাতে নিসকে ৩–১ ব্যবধানে হারিয়ে ফরাসি কাপের সেমিফাইনালে উঠেছে পিএসজি। দলের হয়ে প্রথম গোলটি এমবাপ্পেই করেছেন।