এমবাপ্পের জ্বর, রিয়ালের দুশ্চিন্তার ‘থার্মোমিটারে’ তাপমাত্রা বাড়ছে

কিলিয়ান এমবাপ্পেএমবাপ্পের ইনস্টাগ্রাম হ্যান্ডল

ফিফা ক্লাব বিশ্বকাপে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় আল হিলালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সৌদি ক্লাবটির মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করবে মাদ্রিদের ক্লাবটি। তবে তার আগে দুঃসংবাদ ধেয়ে এসেছে রিয়ালের শিবিরে। জ্বরে ভোগায় গতকাল ক্লাবটির অনুশীলনে থাকতে পারেননি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। আল হিলালের বিপক্ষে তাঁকে মাঠে না-ও পেতে পারে রিয়াল।

আরও পড়ুন

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, ক্লাব বিশ্বকাপে মাঠে নামার ২৭ ঘণ্টা আগে এমবাপ্পে রিয়ালের অনুশীলনে থাকতে পানেননি। অসুস্থতা নিয়ে সকালে ঘুম থেকে উঠেছেন। রিয়ালের মেডিকেল দল দ্রুত কিছু পরীক্ষার পর নিশ্চিত হয়, জ্বরে ভুগছেন ফরাসি তারকা। আল হিলাল ম্যাচ থেকে একদম ছিটকে পড়েননি এমবাপ্পে। তবে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে ঘোরতর সন্দেহ আছে।

ইএসপিএন জানিয়েছে, এমবাপ্পের খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শেষ পর্যন্ত অপেক্ষা করবে রিয়াল। পাম বিচ গার্ডেনসে রিয়ালের প্রথম অনুশীলনে তিনি উপস্থিত হতে পারেননি। ক্লাবের মুখপাত্র এমবাপ্পের জ্বরে ভোগার বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমটিকে। রিয়াল কোচ জাবি আলোনসো সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কিলিয়ান সকালে ভালো অনুভব করলেও সেটা পর্যাপ্ত ছিল না। এখানে অনেক গরম। দেখা যাক সে কেমন অনুভব করে, আগামীকাল (আজ) আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

আরও পড়ুন

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ডিফেন্ডার আন্তনিও রুডিগার ও এদুয়ার্দো কামাভিঙ্গারও আল হিলালের বিপক্ষে খেলা অনিশ্চিত। আলোনসো এ নিয়ে বলেছেন, ‘এই মৌসুমে রুডিগার নির্মমভাবে প্রচেষ্টা চালিয়ে গেছে। জানি না তাকে আগামীকাল (আজ) ডাকতে পারব কি না। তবে সে দ্রুত উন্নতি করছে এবং সবার আগে ফিরবে। কামাভিঙ্গাও দ্রুত উন্নতি করছে। তার সময় লাগবে।’

এমবাপ্পে রিয়ালের হয়ে গত মৌসুমে দারুণ খেলেছেন। মাদ্রিদের ক্লাবটি বড় কোনো শিরোপা জিততে না পারলেও সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ গোল করেন এমবাপ্পে। এএস জানিয়েছে, এমবাপ্পের এই ম্যাচে খেলার সম্ভাবনা নির্ভর করছে তাঁর দ্রুত সেরে ওঠার ওপর। যদি সুস্থ হয়ে ওঠেন, তবে ম্যাচের শুরু থেকেই তাঁকে খেলানোর ইচ্ছা আলোনসোর। ৪–৪–২ ছকে আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে এমবাপ্পেকে খেলাতে চান এই স্প্যানিশ কোচ। তবে খেললে তাঁর বেঞ্চ থেকে নামার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি সংবাদমাধ্যমটি।

ক্লাব বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে রিয়ালের প্রতিপক্ষ অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালজবুর্গ, মেক্সিকান ক্লাব পাচুয়া ও সৌদি ক্লাব আল হিলাল।