দারুণ ছন্দে বার্সা, তবু কেন জাভির কপালে চিন্তার ভাঁজ

শিষ্যদের চোট ও নিষেধাজ্ঞা জাভির চিন্তার কারণ হয়ে উঠেছেছবি : টুইটার

বার্সেলোনা আর আগের মতো নেই, লিওনেল মেসি ক্যাম্প ন্যু ছেড়ে পিএসজিতে চলে যাওয়ার পর দলটির সমর্থকদের কণ্ঠে ছিল এমন হতাশার সুর। বার্সার সাবেক খেলোয়াড়েরাও সেই সুরে গলা মেলাতে শুরু করেন। তবে জাভি হার্নান্দেজ কোচ হয়ে আসার পর আবার যেন পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছে কাতালান ক্লাবটি।

২০২১ সালের নভেম্বরে ক্যাম্প ন্যুতে কোচ হয়ে ফেরা জাভির ওই মৌসুম গেছে দল পুনর্গঠনে। সে সময়ই ক্লাবের হারানো গৌরব ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। দায়িত্ব পেয়ে ১৪ মাসের মধ্যেই দল অনেকটা গুছিয়ে ফেলতে পেরেছেন জাভি।

বার্সেলোনা সমর্থকদের জন্য বাড়তি পাওনা হিসেবে কদিন আগেই এনে দিয়েছেন স্প্যানিশ সুপার কাপের ট্রফি। তাও আবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। বার্সার খেলোয়াড় হিসেবে ২৬ শিরোপা জাভির কোচের ভূমিকায় যা ছিল প্রথম। তবে এটাই যে শেষ শিরোপা নয়, সে হুঙ্কারও দিয়ে রেখেছেন।

উরুতে আঘাত পেয়ে খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়ছেন দেম্বেলে। গত রাতে জিরোনার বিপক্ষে
ছবি : টুইটার

জাভির মতো করেই যেন চলছে সবকিছু। স্প্যানিশ লা লিগায় এই মুহূর্তে শীর্ষে আছে বার্সা। গত রাতে জিরোনাকে ১-০ গোলে হারিয়ে দুইয়ে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধানটা ৬ পয়েন্ট করে ফেলেছে জাভির দল। আরেক ঘরোয়া টুর্নামেন্ট কোপা দেল রেরও সেমিফাইনালে পৌঁছে গেছে কাতালান ক্লাবটি। দল পুনর্গঠনের সময় চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়লেও ঘরোয়া ট্রেবল জয়ের সম্ভাবনা এখনো আছে তাদের।

লাল কার্ড দেখে নিষেধাজ্ঞার খড়গে পড়েছেন ফেরান তোরেস
ছবি : রয়টার্স

এত কিছুর পরও জাভি যেন স্বস্তিতে নেই। বার্সা কোচের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে একাধিক চোট ও আক্রমণভাগের মূল অস্ত্র রবার্ট লেভানডফস্কির নিষেধাজ্ঞা।
বায়ার্ন মিউনিখের পাট চুকিয়ে এ মৌসুমে বার্সায় এলেও গোলক্ষুধা আগের মতোই আছে রবার্ট লেভানডফস্কির। নতুন ক্লাবের হয়ে ২৪ ম্যাচেই ২২ গোল করে ফেলেছেন পোলিশ স্ট্রাইকার। কিন্তু এই গোলক্ষুধা যখন আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন, তখন লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে বাজে আচরণের জন্য লা লিগায় পেতে হয়েছে তিন ম্যাচের নিষেধাজ্ঞা। ক্লাব কর্তৃপক্ষ লেভার শাস্তি কমাতে আপিল করলেও লাভ হয়নি।

আতলেতিকো মাদ্রিদ ডিফেন্ডার স্তেফান সাভিচের সঙ্গে হাতাহাতিতে জড়ানোয় ফেরান তোরেসকেও লা লিগায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

লেভানডফস্কিকে শিগগিরই লা লিগায় দেখা যাবে
ছবি : টুইটার

এদিকে চোট কাটিয়ে রোনাল্দ আরাউহো ফিরতে না ফিরতেই ছিটকে গেছেন উসমান দেম্বেলে। গত রাতে জিরোনার বিপক্ষে ম্যাচের ২৫ মিনিটে উরুর মাংসপেশিতে ব্যথা পেয়ে খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছেড়েছেন দেম্বেলে। লেভার মতো এই ফরাসি ফরোয়ার্ডও ছিলেন দুর্দান্ত ছন্দে।

তরুণ তুর্কি পেদ্রিও রিয়াল সোসিয়েদাদ ম্যাচে প্রতিপক্ষ এক খেলোয়াড়ের বুটে হাঁটুতে আঘাত পেয়েছিলেন। তবে শঙ্কা দূর করে কাল বার্সার জার্সিতে ১০০তম ম্যাচ খেলেছেন পেদ্রি। নেমেছিলেন চোট পেয়ে উঠে যাওয়া দেম্বেলের বদলি হিসেবে। ৬১ মিনিটে করা তাঁর গোলেই জিতেছে কাতালানরা।

‘চোটপ্রবণ’ দেম্বেলে কবে ফিরবেন, এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি জাভি। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পরই স্বচ্ছ ধারণা দিতে পারবে বার্সার চিকিৎসক দল।

ধারণা করা হচ্ছে, চোট গুরুতর না হলেও কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দেম্বেলেকে। তবে দলের চাওয়া ইউরোপা লিগের নকআউট পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে ফিরুক ২৫ বছর বয়সী এই তারকা।

আরও পড়ুন

দেম্বেলের নতুন করে চোটে পড়ার খবর বাদ দিলে ক্যাম্প ন্যুতে অবশ্য স্বস্তির হাওয়াই বয়ে যাওয়ার কথা। গত রাতের ম্যাচ দিয়ে লা লিগায় লেভানডফস্কি ও তোরেসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। সব ঠিক থাকলে বুধবার রাতে রিয়াল বেতিস ম্যাচে দেখা যাবে তাঁদের।

আরও পড়ুন