এমবাপ্পে নাকি ভিনিসিয়ুস: পিএসজির বিপক্ষে বেঞ্চে বসবেন কে

এমবাপ্পে, ভিনিসিয়ুস এবং গার্সিয়ার মধ্যে তিনজনকেই কি একাদশে খেলাবেন আলোনসো? যদি দুজনকে খেলান, তবে কাকে বাইরে রাখবেন রিয়াল কোচ।  

কিলিয়ান এমবাপ্পে (বাঁয়ে) ও ভিনিসিয়ুস জুনিয়রউয়েফা

রিয়াল মাদ্রিদের নতুন আবিষ্কার গনসালো গার্সিয়া নতুন সংকটে ফেলেছেন কোচ জাবি আলোনসোকে। রিয়ালকে কোচকে এখন পিএসজির ম্যাচের একাদশ সাজানো নিয়েই পড়তে হচ্ছে সমস্যায়। কিন্তু কেন?

রিয়ালের হয়ে ক্লাব বিশ্বকাপেই মূলত নিজেকে ঠিকঠাকভাবে মেলে ধরার সুযোগ পেয়েছেন গার্সিয়া। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে কিলিয়ান এমবাপ্পের চোটও গার্সিয়ার জন্য শাপেবর হয়ে এসেছিল।

গ্রুপ পর্বের কোনো ম্যাচই খেলতে পারেননি এমবাপ্পে। তাঁর জায়গায় মাঠে নেমে সেই তিন ম্যাচে ২ গোল ও একটি অ্যাসিস্ট করে নজর কাড়েন গার্সিয়া। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪ গোল ও একটি অ্যাসিস্ট করেছেন গার্সিয়া। এমন দুর্দান্ত ছন্দে থাকা খেলোয়াড়কে বেঞ্চে বসানো বেশ কঠিনই হবে আলোনসোর জন্য।

আরও পড়ুন

অন্য দিকে শেষ ষোলোয় জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ দিয়ে এমবাপ্পে দলে ফিরলেও পুরোপুরি ফিট না হওয়ায় বেঞ্চ থেকেই নামতে হয় তাঁকে। শেষ ষোলোয় জুভেন্টাসের বিপক্ষে বদলি নেমে ২২ মিনিট এবং কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের ২৩ মিনিট মাঠে ছিলেন এমবাপ্পে।

দারুণ ছন্দে আছেন গনসালো গার্সিয়া
এএফপি

এর মধ্যে ডর্টমুন্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত এক গোলও করেন তিনি। এখন সেমিফাইনালে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে শুরু থেকেই খেলার জন্য প্রস্তুত এমবাপ্পে। এখন প্রশ্ন হচ্ছে এমবাপ্পে যদি একাদশে ফেরেন, তবে বেঞ্চে বসবেন কে?
রিয়ালের সাবেক ফুটবলার প্রেদরাগ মিয়াতোভিচ অবশ্য কোনো রাখঢাক না করেই ভিনিসিয়ুস জুনিয়রকে বেঞ্চে বসানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ‘গনসালো (গার্সিয়া) বা এমবাপ্পে? দুজনেই একসঙ্গে কেন নয়, ভিনিসিয়ুসকে বাদ দিয়ে। গনসালো দুর্দান্ত ছন্দে আছে এবং এই মুহূর্তে তাকে বাইরে রাখা পাপ হবে।’

প্রেদরাগ মিয়াতোভিচ এ সময় আরও যোগ করে বলেছেন, ‘ভিনিসিয়ুস একজন দারুণ খেলোয়াড়। কিন্তু এমবাপ্পে এখন সুস্থ আর গনসালোও দারুণ ফর্মে আছে। তাই আমার মনে হয় না এখন নতুন কিছু উদ্ভাবনের দরকার আছে। আলোনসো নিজেও খুব ভালোভাবে বিষয়টা জানেন।’

আরও পড়ুন

মিয়াতোভিচ যতটা সহজে পরামর্শ দিতে পারেন আলোনসোর জন্য কাজটা মোটেই সহজ নয়। ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত একটি গোল এবং একটি অ্যাসিস্ট করলেও ভিনিসিয়ুস সব সময় বড় মঞ্চের খেলোয়াড়। গুরুত্বপূর্ণ ম্যাচে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি।

আর এমন কাউকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া কোচের জন্য মোটেই সহজ নয়। তবে তিনজনকে একসঙ্গে খেলানোটাও বিলাসিত হতে পারে এবং সেটি দলের ভারসাম্যও নষ্ট করতে পারে, যা পিএসজির মতো ছন্দে থাকা দলকে বড় সুযোগও করে দেবে। সব মিলিয়ে পরিস্থিতিটা আলোনসোর জন্য বেশ চ্যালেঞ্জিংই বটে। এখন কোন কৌশলে আলোনসো আজ রাতে সেই সংকট মোকাবিলা করেন সেটাই দেখার অপেক্ষা।