এখনো জুভেন্টাসকে ছোঁয়া বাকি লেভারকুসেনের

আজ রাতেই চ্যাম্পিয়ন হতে পারে লেভারকুসেনরয়টার্স

অনবদ্য এক মৌসুম পার করছে বায়ার লেভারকুসেন। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমজুড়ে ৪২ ম্যাচ অপরাজিত থাকা দলটি আছে বুন্দেসলিগা শিরোপা থেকে এক পা দূরে। এমনকি মাঠে না নেমেও আজ রাতে চ্যাম্পিয়ন হতে পারে জাবি আলোনসোর দল।

আজ রাতে বুন্দেসলিগার ম্যাচে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখ খেলবে কোলনের বিপক্ষে এবং তিনে থাকা স্টুটগার্ট খেলবে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। নিজেদের ম্যাচে বায়ার্ন ও স্টুটগার্ট হারলে মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন হবে লেভারকুসেন।

আরও পড়ুন

বর্তমানে ২৮ ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট ৭৬। অন্যদিকে বায়ার্ন ও স্টুটগার্টের পয়েন্ট ২৮ ম্যাচে ৬০। আজ হারলে পরের ৫ ম্যাচ থেকে সর্বোচ্চ ১৫ পয়েন্ট সংগ্রহের সুযোগ থাকবে তাদের। ফলে এ দুই দলের লেভারকুসেনকে ছোঁয়া কোনোভাবেই আর সম্ভব হবে না।

বায়ার্ন ও স্টুটগার্ট ড্র করলে বা জিতলে শিরোপা নিশ্চিত করতে আরেকটু অপেক্ষা করতে হবে লেভারকুসেনকে। সে ক্ষেত্রে আগামীকাল ভেরডার ব্রেমেনের বিপক্ষে জয় পেলে কোনো হিসাব–নিকাশ ছাড়াই চ্যাম্পিয়ন হবে লেভারকুসেন। সব মিলিয়ে লেভারকুসেনের শিরোপা জয় এখন শুধুই সময়ের ব্যাপার।

স্বপ্নের মতো মৌসুম কাটানো লেভারকুসেনের জন্য অবশ্য বুন্দেসলিগা জেতাটাই একমাত্র মাইলফলক নয়। এই মৌসুমে অবিশ্বাস্য সব অর্জনের সঙ্গে নিজেদের নাম জড়ানোর সুযোগ আছে তাদের। যেখানে আছে ট্রেবল জয়ের পাশাপাশি আছে অপরাজিত থাকার একাধিক মাইলফলক অর্জনের সুযোগও।

বায়ার লেভারকুসেন কোচ জাবি আলোনসো
এএফপি

বর্তমানে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪২ ম্যাচে অপরাজিত আছে লেভারকুসেন। ইউরোপের শীর্ষ ১০ লিগে এই শতকে টানা এর চেয়ে বেশি ম্যাচ জিতেছে শুধু জুভেন্টাস। ২০১১-১২ মৌসুমে টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল জুভরা। সেবার অপরাজিত থেকে লিগ জিতেছিল তুরিনের ক্লাবটি। আগামীকাল ব্রেমেনের বিপক্ষে হার এড়ালে জুভেন্টাসকে ছুঁয়ে ফেলবে লেভারকুসেন।

এ মৌসুমে লেভারকুসেনের সামনে সুযোগ আছে সব মিলিয়ে আরও ১১ ম্যাচ খেলার। এই ১১ ম্যাচ অপরাজিত থাকলে ঐতিহাসিক ট্রেবল জয় নিশ্চিত করার পাশাপাশি মৌসুমজুড়ে অপরাজিত থাকার বিরল এক কীর্তিও গড়বে লেভারকুসেন। যেখানে তাদের অপরাজিত থাকা ম্যাচের সংখ্যা হবে ৫৩। অর্থাৎ ১৯৫৫-৫৬ মৌসুমে উয়েফা প্রতিযোগিতা শুরুর পর সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়বে লেভারকুসেন।

আরও পড়ুন

বর্তমানে ৪৮ ম্যাচ অপরাজিত থেকে যেখানে সবার ওপরে আছে বেনফিকা। আর সর্বকালের হিসাবে সবার ওপরে আছে সেল্টিক। যারা ১৯১৫-১৭ মৌসুমে টানা ৬২ ম্যাচ অপরাজিত ছিল।