শুরুর আগেই কি মৌসুম শেষ রিয়ালের কোর্তোয়ার

আজ অনুশীলন করতে গিয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে কোর্তোয়ারছবি : রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট

লা লিগার নতুন মৌসুম শুরু হচ্ছে কাল। রিয়াল মাদ্রিদের অভিযান শুরু পরদিন অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। সে ম্যাচ সামনে রেখে আজ দলের সঙ্গে অনুশীলন করছিলেন থিবো কোর্তোয়া। কিন্তু অনুশীলনে গুরুতর চোট পাওয়ার পর রিয়াল গোলরক্ষক পেলেন বড়সড় দুঃসংবাদ।

৩১ বছর বয়সী তারকার বাঁ পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। শিগগিরই অস্ত্রোপচার করাতে হবে। পুরোপুরি সেরে উঠতে আগামী বছরের এপ্রিল লেগে যেতে পারে। এমনকি মৌসুমই শেষ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

চোট সমস্যা কোর্তোয়ার জন্য নতুন কিছু নয়। গত মৌসুমেও একাধিকবার হ্যামস্ট্রিং ও নিতম্বের চোটে পড়েছিলেন। খেলতে পারেননি ক্লাব বিশ্বকাপে। চ্যাম্পিয়নস লিগ ও লা লিগারও বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন। শেষ হাঁটুর চোটে পড়েন গত জুনে, জাতীয় দল বেলজিয়ামের ক্যাম্পে। সেই চোটে ক্যাম্প ছেড়ে বাড়িতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন।

সেরে ওঠার পর প্রাক্‌–মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে রিয়ালের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। সেখানে বার্সেলোনা ও জুভেন্টাসের বিপক্ষে শেষ দুটি ম্যাচে খেলেছেনও। যদিও সেই দুই ম্যাচে খেয়েছেন ৬ গোল। দুঃসময় ভুলে যখন নতুন শুরুর অপেক্ষায় ছিলেন, তখনই চোট আবার তাঁর ক্যারিয়ারে বিশাল ধাক্কা হয়ে এল।

২০১৮ সালে চেলসি ছেড়ে রিয়ালে যোগ দেন কোর্তোয়া। গোলবারের নিচে তখন থেকেই আস্থার প্রতীক হয়ে আছেন তিনি। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২৩০ ম্যাচ; বাঁচিয়েছেন ২১৯ গোল। পাঁচ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, ক্লাব বিশ্বকাপসহ জিতেছেন আটটি ট্রফি।

এভাবে ঝাঁপিয়ে পড়ে বল ঠেকাতে গিয়েই নিজেদের সর্বনাশ ডেকে এনেছেন কোর্তোয়া
ছবি : রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট

২০২২ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ভিনিসিয়ুসের গোলে লিভারপুলকে ১–০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিয়াল। কিন্তু সে রাতের সত্যিকারের নায়ক ছিলেন কোর্তোয়া। মোহাম্মদ সালাহ–সাদিও মানেদের লক্ষ্যে নেওয়া নয়টি শট রুখে দেন এই গোলরক্ষক।

কোর্তোয়া চোটে পড়ায় রিয়ালকে এখন আন্দ্রি লুনিনের ওপরই ভরসা রাখতে হচ্ছে। ২৪ বছর বয়সী এই ইউক্রেনিয়ান ছাড়া রিয়ালের স্কোয়াডে আর যে কোনো গোলরক্ষক নেই!

একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, কোর্তোয়া চোটে পড়ায় এরই মধ্যে দলবদলের বাজারে গোলরক্ষকের সন্ধানে নেমে পড়েছে রিয়াল। ক্লাবটির প্রথম পছন্দ মাদ্রিদেই জন্ম নেওয়া দাভিদ দে হেয়া। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কদিন আগেই এক যুগের সম্পর্ক ছিন্ন করেছেন দে হেয়া।

২০১৫ সালেই দে হেয়ার রিয়ালে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর দলবদলের প্রয়োজনীয় কাগজপত্র রিয়াল ঠিক সময়ে লা লিগা কর্তৃপক্ষকে জমা দিতে না পারায় ইউনাইটেডেই থেকে যেতে হয়।