নতুন চ্যালেঞ্জের খোঁজে ইউনাইটেড ছাড়লেন দে হেয়া

ইউনাইটেড ছাড়ার ঘোষণা দিয়েছেন দাভিদ দে হেয়াছবি: রয়টার্স

বিষয়টি প্রায় নিশ্চিতই ছিল। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিদায়ের খবরটা আজ পুরো নিশ্চিত করলেন দাভিদ দে হেয়া। স্প্যানিশ গোলরক্ষক ইনস্টাগ্রামে বিদায়ী বার্তা দিয়ে ইউনাইটেডের সঙ্গে এক যুগের সম্পর্ক অবসানের খবর নিশ্চিত করেছেন।

২০১১ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন দে হেয়া। ৩২ বছর বয়সী গোলরক্ষক এরপর ইউনাইটেডের হয়ে প্রায় ৫৫০ ম্যাচ খেলেছেন। ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ছিল গত ৩০ জুন পর্যন্ত। চুক্তি নবায়ন করা হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছিল ইউনাইটেড। তবে শেষ পর্যন্ত চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তই নিলেন দে হেয়া।

২০১১ সালে ২০ বছর বয়সে ইউনাইটেডে এসেছিলেন দে হেয়া
ইনস্টাগ্রাম/দে হেয়া

ইনস্টাগ্রামে ইউনাইটেড–ভক্তদের উদ্দেশে বিদায়ী বার্তায় দে হেয়া লিখেছেন, ‘এই বিদায়ী বার্তা আমি ম্যানচেস্টার ইউনাইটেডের সব সমর্থকের উদ্দেশে দিচ্ছি। গত ১২ বছরে যে ভালোবাসা আমি পেয়েছি, সেটির জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে। স্যার অ্যালেক্স ফার্গুসন আমাকে এই ক্লাবে নিয়ে আসার পর আমরা অনেক কিছুই জিতেছি। এখানে আসার পর অবিস্মরণীয় সাফল্য পেয়েছি। মাদ্রিদ ছেড়ে আসার সময় ভাবতে পারিনি অর্জনের খাতায় এত কিছু যোগ হবে। যা হোক, নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য এখনই সঠিক সময়, সময় নতুন পরিবেশে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার।’

দলবদলের বাজারে মুক্ত খেলোয়াড় হয়ে যাওয়া দে হেয়া ২০১১ সালে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ ছেড়ে ইউনাইটেডে যোগ দেন। নতুন ক্লাবের হয়ে দ্বিতীয় মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হন দে হেয়া। প্রিমিয়ার লিগে ইউনাইটেডের সেটিই শেষ শিরোপা। তবে এরপর ইউনাইটেডের হয়ে লিগ কাপ, এফএ কাপ ও ইউরোপা লিগ জিতেছেন দে হেয়া।

আরও পড়ুন
দুবার প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন দে হেয়া
ইনস্টাগ্রাম/দে হেয়া

প্রিমিয়ার লিগে মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ায় (ক্লিন শিট) দুবার সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন দে হেয়া। ১৭টি ক্লিন শিট রেখে যার সর্বশেষটি সর্বশেষ মৌসুমেই পেয়েছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে ভুলের কারণে সমালোচনাও কম হয়নি তাঁর।

দে হেয়ার বিকল্প হিসেবে ইউনাইটেড চোখ রেখেছে ইন্টার মিলান গোলরক্ষক আন্দ্রে ওনানার দিকে।

আরও পড়ুন