ম্যান সিটিতে নাম লেখানো ‘নতুন মেসি’র যত স্বপ্ন

আর্জেন্টিনার তরুণ প্লেমেকার ক্লদিও এচেভেরি। আর্জেন্টিনার মানুষ তাঁকে আদর করে ডাকে ‘নতুন মেসি’ নামেফিফা

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি সইয়ের কাজ এরই মধ্যে সেরে ফেলেছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’ ক্লদিও এচেভেরি। কিন্তু এখনই খেলা হচ্ছে না পেপ গার্দিওলার দলের হয়ে। আপতত তিনি ধারে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের হয়েই খেলবেন। আগামী মৌসুমে যোগ দেবেন ম্যানচেস্টার সিটিতে। এর আগে একটি স্বপ্নের কথা জানিয়েছেন এচেভেরি—রিভার প্লেটের হয়ে জিততে চান লিবের্তাদোরেস কাপ।

দক্ষিণ আমেরকিান ফুটবল কনফেডারেশনের সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রশ্নের উত্তরে এচেভেরি তাঁর স্বপ্নের কথা জানিয়েছেন। এই মুহূর্তে আপনার স্বপ্ন কী—এমন প্রশ্নের উত্তরে আর্জেন্টিনার অনূর্ধ্ব–২৩ দলের মিডফিল্ডার বলেছেন, ‘জাতীয় দলের হয়ে খেলা এবং রিভারের হয়ে লিবের্তাদোরেস কাপ জেতাই আমার স্বপ্ন।’

আরও পড়ুন
আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির সঙ্গে এচেভেরি
টুইটার

জাতীয় দলে এখনো ডাক পাননি এচেভেরি। এ বছরের কোপা লিবার্তাদোরেস শুরু হবে আগামী ৬ ফেব্রুয়ারি, যেখানে সরাসরি গ্রুপ পর্বে খেলবে এচেভেরির দল রিভার প্লেট।

একই ভিডিওতে এচেভেরিকে আরেকটি প্রশ্ন করতে শোনা যায়—আপনি কোনটি করতে পছন্দ করেন, গোল নাকি অ্যাসিস্ট? এই প্রশ্নের উত্তরটা যেন সাজানোই ছিল এচেভেরির। দ্রুতই তিনি বলে দেন, ‘গোল, সব সময় গোলই করতে চাই।’

নিজের মধ্যে থাকা একটি কুসংস্কারসহ আরও নানা বিষয় নিয়ে কথা বলেছেন ১৮ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার। উত্তর আর্জেন্টিনার প্রদেশ চাকোতে জন্ম নেওয়া এই ফুটবলার বলেন, ‘আমি মাঠে সব সময় ডান পা দিয়ে প্রবেশ করি।’ নিজের সবচেয়ে শক্তির দিক নিয়ে তিনি বলেছেন, ‘গতি।’

আরও পড়ুন
গত বছর অনূর্ধ্ব–১৭ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এচেভেরি
টুইটার

বুয়েনস এইরেসের ক্লাব লুহানে ফুটবলের হাতেখড়ি হওয়া এচেভেরি রিভার প্লেটে নাম লেখান ২০১৭ সালে। গত বছর পর্যন্ত তিনি খেলেছেন রিভার প্লেটের যুব দলে। ক্লাবটির মূল দলেও গত বছরই অভিষেক হয় তাঁর। এখন পর্যন্ত মূল দলের হয়ে খেলেছেন ৫টি ম্যাচ।

এচেভেরি ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে আসেন মূলত সর্বশেষ দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপে। গত বছর এই টুর্নামেন্টে আর্জেন্টিনা তৃতীয় হলেও ৫ গোল নিয়ে চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের কাউয়া ইলিয়াস ও রায়ানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এচেভেরি। এই মুহূর্তে তিনি ব্যস্ত আর্জেন্টিনা অনূর্ধ্ব–২৩ দলের হয়ে অলিম্পিক বাছাইপর্ব খেলা নিয়ে। ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ‘বি’ গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান পয়েন্ট নিয়ে এই গ্রুপের দ্বিতীয় দল প্যারাগুয়ে। তৃতীয় স্থানে আছে পেরু।

আরও পড়ুন