ম্যানচেস্টার সিটি। ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। সেই দলটি আজ বর্ধিত সংস্করণের প্রথম ক্লাব বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেছে উইদাদ কাসাব্লাংকা বিপক্ষে। ২০২২ সালে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগ জেতার সুবাদে ক্লাব বিশ্বকাপে সুযোগ পেয়েছে মরোক্কান ক্লাবটি।
এমন দুই ক্লাবের লড়াইয়ে যে পেপ গার্দিওলার সিটিই ফেবারিট সেটি না বললেও চলে। ফেবারিট সিটি শিরোপা ধরে রাখার লড়াইটা শুরু করল অনুমিত জয় দিয়েই। ফিল ফোডেন ও জেরেমি ডোকুর প্রথমার্ধের গোলে উইদাদকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
ম্যাচে সিটির অস্বস্তি বলতে ব্যবধান বড় করতে না পারা ও শেষ দিকে রিকো লুইসের লাল কার্ড দেখা। উইদাদের স্যামুয়েল ওবেংয়ের মুখে আঘাত করে ৮৮ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেছেন রিকো। ফিফা বিশ্বকাপে লাল কার্ড দেখলে সাধারণত এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন সেই খেলোয়াড়। তবে অপরাধের মাত্রা বিবেচনায় সেই শাস্তি আরও বাড়তে পারে। যার অর্থ ‘জি’ গ্রুপে নিজেদের পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে রিকোকে পাবে না সিটি। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। সিটি গ্রুপ পর্বে শেষ ম্যাচটি খেলবে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে।
ফিলাডেলফিয়ায় আজ সিটি এগিয়ে যায় দ্বিতীয় মিনিটেই। ডোকুর কাছ থেকে বল পেয়ে সাভিনিওকে দিয়েছিলেন ফোডেন। উইদাদের একজনকে কাটিয়ে সাভিনিওর নেওয়া শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফোডেন ফিরতি শটে গোল পেয়ে যান।
৪০ মিনিট পরে ফোডেনের কর্নার থেকে বল পেয়ে খুব কাছ থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন ডোকু।