ডি ব্রুইনা চলে যাওয়ায় ম্যানচেস্টার সিটির নতুন অধিনায়ক কে হলেন

ম্যানচেস্টার সিটিকে বিদায় জানিয়ে নাপোলিতে গেছেন কেভিন ডি ব্রুইনাএএফপি

মৌসুম শেষে চোখের জলে ম্যানচেস্টার সিটিকে বিদায় জানান কেভিন ডি ব্রুইনা। এর মধ্য দিয়ে শেষ হয়েছে ম্যান সিটির সঙ্গে ডি ব্রুইনার প্রায় ১০ বছরের সম্পর্কও। ২০১৫ সালে জার্মান ক্লাব উলফসবুর্গ থেকে সিটিতে এসেছিলেন এই বেলজিয়ান মিডফিল্ডার। সিটিতে কোচ পেপ গার্দিওলার অধীনে নিজেকে সময়ের অন্যতম সেরা একজন হিসেবে গড়ে তোলেন ডি ব্রুইনা।

এই এক দশকে সিটির অসামান্য সব সাফল্যের প্রাণভোমরাও ছিলেন ডি ব্রুইনা। ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ কাইল ওয়াকার ক্লাব ছাড়ার পর ২০২৫ সালে অধিনায়কের আর্মব্যান্ডও দেওয়া হয় ডি ব্রুইনাকে। এর আগে ওয়াকার যখন অধিনায়ক ছিলেন তখন সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি।

তবে ডি ব্রুইনা সিটি ছেড়ে নাপোলিতে যাওয়ার পর তাঁর পরিবর্তে সিটির অধিনায়ক কে হবেন, সেদিকেই চোখ ছিল সবার। অবশেষে সামনে এসেছে সেই নাম। জানা গেছে, সিটির নেতৃত্ব এবার বের্নার্দো সিলভার কাঁধেই দিয়েছেন গার্দিওলা। এখন থেকে এই পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডারই নেতৃত্ব দেবেন সিটিকে। তাঁর সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে থাকবেন রুবেন দিয়াজ, রদ্রি এবং আর্লিং হলান্ড।

আরও পড়ুন

এদিকে দলের অধিনায়ক নির্বাচন করা নিয়ে সিটি কোচ গার্দিওলাও বলেছেন, ‘এবার আমিই সিদ্ধান্ত নিয়েছি, কখনো কখনো আমি নিজেই সবকিছুর নিয়ন্ত্রণ নিতে চাই। আর এই মৌসুমে আমি সেটাই করেছি। আমি চারজন অধিনায়ক বেছে নিয়েছি এবং এই ক্লাব বিশ্বকাপের পর হয়তো আরও একজন বা দুজনকে বেছে নেওয়া হবে।’

বের্নার্দো সিলভা ও গার্দিওলা
রয়টার্স

এ সময় সিলভার প্রশংসা করে গার্দিওলা আরও বলেছেন, ‘বার্নার্দো একজন অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন খেলোয়াড়। ৯ বছর ধরে সে এখানে এবং কখনো চোটে পড়েনি। সব সময় খারাপ সময়ে সামনে এসে দাঁড়ায়, মাঠে সে একজন দৃষ্টান্ত। যখন দলের পক্ষ থেকে আমাকে কিছু বলতে হয়, ও-ই সেটা বলে।’

অধিনায়কত্ব পাওয়ার খবর আসার আগে অবশ্য সিলভা সিটিতে থাকবেন কি না, তা নিয়েই ছিল সংশয়। ধারণা করা হচ্ছিল, সিটি ছেড়ে অন্য কোথাও নতুন ঠিকানা খুঁজে নেবেন তিনি। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। ক্লাবে থাকার পাশাপাশি নেতৃত্বও দেবেন সিলভা। তবে সিলভা হয়তো কেবল এক মৌসুমের জন্যই সিটিকে নেতৃত্ব দিতে পারবেন। ইতিহাদের ক্লাবটির সঙ্গে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি আছে তাঁর।

আরও পড়ুন

ক্লাব বিশ্বকাপে আজ রাতে মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগে নিজের সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন সিলভা, ‘গত বছর যেমন ছিল, তেমনি এবারও আমার সামনে কিছু বিকল্প ছিল। কিন্তু আমার এবারের সিদ্ধান্ত হচ্ছে ম্যানচেস্টার সিটিতেই থাকা। আমি জানি আমি কী করব, তবে এখন সেটা বলার সময় নয়। আমি সিটির হয়ে ভালো পারফর্ম করার ওপর মনোযোগ দিচ্ছি।’