নেইমার বাবা হওয়ায় উপহার পাঠাল পিএসজি

৫ জুলাই বাবা হয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার নতুন করে বাবা হওয়া উপলক্ষে তাঁর জন্য বিশেষ উপহার পাঠিয়েছে সাবেক ক্লাব পিএসজিও।

প্রেমিকা ব্রুনা ও নবজাতক মেলের সঙ্গে নেইমারইনস্টাগ্রাম

৫ জুলাই বাবা হন নেইমার। সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নেয় তাঁর কন্যাসন্তান, যার নাম রাখা হয়েছে মেল। প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নেইমারের দ্বিতীয় সন্তান মেল, এ নিয়ে চতুর্থবারের মতো বাবা হলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

মেলের জন্ম নেওয়ার খবর ইনস্টাগ্রামে ব্রুনা নিজেই নিশ্চিত করেছিলেন। তখন সান্তোস থেকে ছুটি নিয়ে মা–মেয়ের পাশেই ছিলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার নতুন করে বাবা হওয়া উপলক্ষে তাঁর জন্য বিশেষ উপহার পাঠিয়েছে সাবেক ক্লাব পিএসজি। সামাজিক যোগাযোগামধ্যমে উপহারের বিষয়টি সামনে আসার পর এ নিয়ে বেশ আলোচনাও হচ্ছে।

নেইমারের সেই আনন্দের মুহূর্ত স্মরণীয় করে রাখতে পিএসজি নেইমার এবং তাঁর চার সন্তানের জন্য পাঁচটি জার্সি পাঠিয়েছে। সেই জার্সিগুলোয় প্রত্যেকের নামের পাশাপাশি নেইমারের জার্সি নম্বরও (১০) আছে। পিএসজির দেওয়া বিশেষ এই উপহারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন নেইমার। ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ, পিএসজি।’

আরও পড়ুন

এর আগে গত জানুয়ারিতে সংসারে নতুন অতিথি আসার সুসংবাদ দিয়েছিলেন নেইমার-ব্রুনা বিয়ানকার্দি জুটি। তার পর থেকে অপেক্ষার প্রহর গুনছিলেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের ভক্ত-অনুসারীরা, যা নেইমারের বাবার হওয়ার মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে। আর সে আনন্দে শামিল হয়ে দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করল নেইমারের সাবেক ক্লাব পিএসজিও।

নেইমারকে পাঠানো পিএসজির উপহার
ইনস্টাগ্রাম

২০১৭ সালে দলবদলের রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসেন নেইমার। প্যারিসের ক্লাবটির হয়ে ছয় মৌসুমে ৫টি লিগ শিরোপা জিতেছেন বর্তমানে সান্তোসে খেলা এ ফরোয়ার্ড। পিএসজিতে ঘরোয়া সাফল্য পেলেও ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন পূরণ হয়নি নেইমারের।

আরও পড়ুন

২০২৩ সালের আগস্টে হতাশা নিয়ে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার হাত ধরে ইউরোপ সেরা হতে না পারার হতাশা ছিল পিএসজিরও। কিন্তু সময়ের সঙ্গে সেই হতাশা ভুলে দুই পক্ষ যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেছে, তার প্রমাণ নেইমারকে দেওয়া পিএসজির এই উপহার।