মেসিকে রেখে দিতে আলোচনায় বসেছে পিএসজি

পিএসজি তারকা লিওনেল মেসিছবি: এএফপি

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরই খবরটি জানিয়েছিল ফ্রান্সের সংবাদমাধ্যম লা পারিসিয়ান—পিএসজিতে চুক্তির মেয়াদ বাড়াবেন লিওনেল মেসি। তিন মাস ধরে এ নিয়ে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে কথা বলেছে পিএসজি।

কাতার বিশ্বকাপ চলাকালে দুই পক্ষ চুক্তির মেয়াদ বাড়ানোয় কিছু নীতিগত বিষয়ে একমতও হয়। লা পারিসিয়ান তখন জানিয়েছিল, মেসি ছুটি কাটিয়ে পিএসজিতে ফেরার পর সবকিছু পাকাপোক্ত হবে। এবার আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানাল, মেসিকে নিজেদের কাছে রেখে দিতে আলোচনা শুরু করে দিয়েছে প্যারিসের ক্লাবটি।

আরও পড়ুন
আরও পড়ুন

কাতারের ছন্দটা ফ্রান্সেও ধরে রেখেছেন মেসি। বিশ্বকাপের পর পিএসজির হয়ে ৫ ম্যাচে ৩ গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। পরশু রাতে লিগ আঁতে তুলুজের বিপক্ষে ২–১ ব্যবধানের জয়ে দলের জয়সূচক গোলটি করেছেন মেসি।

দুর্দান্ত ছন্দে থাকায় স্বাভাবিকভাবেই মেসিকে ধরে রাখতে চাইছে পিএসজি। এ ব্যাপারে ক্লাবটির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস ফুটবলবিষয়ক অনুষ্ঠান ‘টেলেফুট’–এ বলেছেন, ‘চুক্তি নবায়ন নিয়ে মেসির সঙ্গে আলোচনা চলছে। কর্মপরিকল্পনায় ওকে রেখে দেওয়াই এই মুহূর্তে আমাদের লক্ষ্য। বিষয়টা লুকোনোর কিছু নেই।’

লা লিগার আর্থিক নীতির কারণে মেসিকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হন আর্জেন্টাইন মহাতারকা। দুই বছরের চুক্তিতে নাম লেখান পিএসজিতে। সেটার মেয়াদ ফুরাবে এ বছরের ৩০ জুন। মেসির চুক্তিপত্রেও মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। তবে ফ্রান্সের নিয়ম অনুযায়ী, চুক্তি নবায়ন করতে চাইলে সাত ব্যালন ডি’অরজয়ী মহাতারকাকে আবারও নতুন চুক্তিপত্রে সই করতে হবে।

আরও পড়ুন

বিশ্বকাপে আর্জেন্টিনা দল যেমন মেসির জন্য সবটুকু উজাড় করে দিয়ে খেলেছে, পিএসজিতেও শিষ্যদের মেসির জন্য খেলার আহ্বান জানিয়েছেন কোচ ক্রিস্তফ গালতিয়ের। আর ক্রীড়া পরিচালক কাম্পোস তাঁকে নেতা হিসেবে দেখতে চেয়েছেন।

তুলুজের বিপক্ষে গোলের পর মেসির উদ্‌যাপন
ছবি: এএফপি

মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচের ২১ মিনিটে ঊরুতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে। পায়ের মাংসপেশির চোটে নেই নেইমারও। পিএসজির আক্রমণভাগে মেসির দায়িত্ব তাই বেড়ে গেছে জানিয়ে কাম্পোস বলেছেন, ‘আমার মনে আছে, মঁপেলিয়ে ম্যাচের বিরতিতে মেসিকে বলেছি, তোমাকে এখন নেতৃত্ব দিতে হবে। সে আমাকে ভরসা দিয়ে বলে, শান্ত থাকুন। এরপর দ্বিতীয়ার্ধে সে অসাধারণ খেলেছে।’

পিএসজিতে লিওনেল মেসি:
ম্যাচ: ৫৮
গোল: ২৬
অ্যাসিস্ট: ২৯
শিরোপা: ২ (লিগ আঁ ও ফরাসি সুপার কাপ)