খাদ্যে বিষক্রিয়ায় ৬ কেজি ওজন কমেছে এমবাপ্পের
কিলিয়ান এমবাপ্পের অসুস্থ হয়ে পড়ার প্রকৃত কারণ জানিয়েছে ফরাসি ক্রীড়া দৈনিক লে’কিপ। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে পাকস্থলীতে সমস্যা দেখা দিয়েছিল এমবাপ্পের।
ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরপরই বমি ভাব শুরু হয় কিলিয়ান এমবাপ্পের। এরপর ভুগতে থাকেন জ্বরে। পেটের ব্যথা দেখা দিলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়। ফলে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে পারেননি।
কিছুটা সুস্থ হওয়ায় পরই অবশ্য হাসপাতাল ছাড়েন এমবাপ্পে। এরপর বদলি হিসেবে দুটি ম্যাচও খেলেন। তবে এমবাপ্পের হাসপাতাল ছাড়ার প্রায় তিন সপ্তাহ হতে চললেও তাঁর অসুস্থ হয়ে পড়ার কারণ অজানা ছিল।
অবশেষে প্রকৃত কারণ জানিয়েছে ফরাসি ক্রীড়া দৈনিক লে’কিপ। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে পাকস্থলীতে সমস্যা দেখা দিয়েছিল এমবাপ্পের।
চিকিৎসকেরা জানিয়েছেন, এমবাপ্পে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে মুরগির মাংস খান। তাতে থাকা ব্যাকটেরিয়া থেকেই বিষক্রিয়ার সৃষ্টি হয়। শরীরে পানিশূন্যতার কারণে কয়েক দিনেই তাঁর ৬ কেজি ওজন কমে যায়। হাসপাতালে নেওয়ার পর তাঁকে স্যালাইন দিয়ে রাখা হয়।
এর আগে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়, ফিফা ক্লাব বিশ্বকাপ শুরুর সময় থেকেই তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হন। তিনি এতটাই অসুস্থ বোধ করছিলেন যে হোটেল কক্ষ থেকে বের হতে পারছিলেন না।
পুরোপুরি সেরে ওঠার পর এমবাপ্পে শেষ ষোলো পর্ব এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচে বদলি নেমেছেন। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দুর্দান্ত এক গোলও করেছেন। তাঁর সেই গোল রিয়ালকে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে তুলতে সহায়তা করেছে।
আজ রাতেই ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে রিয়াল, প্রতিপক্ষ এমবাপ্পেরই সাবেক ক্লাব পিএসজি। রিয়াল সমর্থকদের আশা, ‘হাইভোল্টেজ’ এই ম্যাচে এমবাপ্পে শুরু থেকে খেলবেন।