রিয়ালের বিপক্ষে ‘অপয়া’ ফেলিক্সেই সর্বনাশ চেলসির

আতলেতিকো মাদ্রিদ থেকে চেলসিতে ধারে খেলছেন জোয়াও ফেলিক্স। কাল রিয়ালের বিপক্ষেছবি: রয়টার্স

পর্তুগালের ২৩ বছর বয়সী ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের পায়ের কাজ ভালো, চেলসি তাঁকে দীর্ঘমেয়াদে রেখেও দিতে চায়। সেজন্য আতলেতিকো মাদ্রিদের সঙ্গে বসতে হবে আলোচনার টেবিলে। তবে চেলসি যেহেতু চ্যাম্পিয়নস লিগে শিরোপা প্রত্যাশী ক্লাব, তাই কে জানে সিদ্ধান্তটা পাল্টেও যেতে পারে!

কেন? ভ্রুকূটির আগে একটি বিষয় জানিয়ে রাখা ভালো। আতলেতিকো থেকে এ বছর ধারে চেলসিতে খেলছেন ফেলিক্স। রিয়াল মাদ্রিদের বিপক্ষে কাল রাতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ২–০ গোলে হেরেছে চেলসি। এ ম্যাচে পায়ের কাজে দু একবার ঝলক দেখালেও ফিনিশিংয়ে মোটেও ভালো করতে পারেননি ফেলিক্স। ম্যাচ শেষে বিশ্লেষণে ফ্রান্সের সাবেক স্ট্রাইকার থিয়েরি অঁরি তাঁর খেলার ধরনের সমালোচনাও করেন।

আরও পড়ুন

কাল সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলা ফেলিক্স থেকে দ্রুত ক্রস করতে পারেননি, একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা করেছেন-এসব কথা বলেছেন আর্সেনালের সাবেক এই স্ট্রাইকার। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ফেলিক্স সত্যিই তাঁর বর্তমান বাজারমূল্য ৮ কোটি পাউন্ডের যোগ্য কি না?

রিয়ালের কাছে হারের পর যেহেতু এসব প্রশ্ন উঠছে, তাই ধরে নেওয়া যায় চেলসি সমর্থকদের ক্ষোভই বেশি। তবে সমর্থকেরা এজন্য দোষ দিতে পারেন চেলসির অন্তবর্তীকালিন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে। রিয়ালের বিপক্ষে ফেলিক্সকে একাদশে রেখেই তো ল্যাম্পার্ড ভুলটা করেছেন!

পর্তুগিজ এই তারকাকে নিয়ে যে দলই মাঠে রিয়ালের মুখোমুখি হয়েছে কখনো গোল করতে পারেনি। ফেলিক্স নিজে গোল পাননি কিংবা করাতে পারেননি সে কথা বলাই বাহুল্য। ফেলিক্সকে নিয়ে এ পর্যন্ত ৭বার রিয়ালের মুখোমুখি হয়ে প্রতিবারই খালি হাতে ফিরেছে তাঁর দল। ৫ হার ও ২ ড্র।

লা লিগায় এ পর্যন্ত পাঁচবার ফেলিক্সকে নিয়ে রিয়ালের মুখোমুখি হয়েছে আতলেতিকো। ২০১৯–২০ মৌসুমে প্রথম সাক্ষাতে ফেলিক্সকে নিয়ে গোলশূন্য ড্র করেছিল রিয়াল। দ্বিতীয় মুখোমুখিতে পায়ের চোটের জন্য খেলেননি ফেলিক্স। রিয়াল জিতেছিল ১–০ গোলে। পরের মৌসুমে আতলেতিকোর সঙ্গে প্রথম ম্যাচে ২–০ গোলে জিতেছিল রিয়াল। ম্যাচের ৬০ মিনিট সময় পর্যন্ত খেলেছিলেন ফেলিক্স। এরপর সে মৌসুমে রিয়ালের সঙ্গে দ্বিতীয় সাক্ষাতে ১–১ গোলে ড্র করে আতলেতিকো। এই ম্যাচের স্কোরকার্ড দেখলে কেউ কেউ ধরে নিতে পারেন রিয়ালের বিপক্ষে ফেলিক্স সত্যিই কপালপোড়া!

আরও পড়ুন
আরও পড়ুন

কারণ রিয়ালের জালে গোলটা ম্যাচের ১৫ মিনিটে করেছিলেন আতলেতিকো স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ফেলিক্স তখন বেঞ্চে। ২৩ বছর বয়সী তারকা ইয়ানিক কারাসকোর বদলি হিসেবে ৬৪ মিনিটে মাঠে নামার পর আতলেতিকো আর গোল পায়নি। ২০২১–২২ মৌসুমে ফেলিক্সকে নিয়ে রিয়ালের কাছে আবারও ২–০ গোলে হারে আতলেতিকো। সে মৌসুমে রিয়ালের বিপক্ষে পরের ম্যাচটি ১–০ গোলে জিতেছিল আতলেতিকো। ফেলিক্স? মাসলে চোট পাওয়ায় ম্যাচটা খেলেননি।

আর এই মৌসুমে গত ১৯ সেপ্টেম্বর ঘরের মাঠে রিয়ালের কাছে ২–১ গোলে হারে আতলেতিকো। সে ম্যাচে ৬২ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন ফেলিক্স। আতলেতিকো মারিও হারমোসো গোল করেছিলেন ম্যাচের ৮৩ মিনিটে।

২০১৯–২০ স্প্যানিশ সুপার কোপা ফাইনালেও ফেলিক্সকে নিয়ে রিয়ালের বিপক্ষে গোল পায়নি আতলেতিকো। ম্যাচটি অতিরিক্ত সময় পর্যন্ত গোলশূন্য ড্র ছিল। ফেলিক্স খেলেছিলেন ১০১ মিনিট পর্যন্ত। পরে টাইব্রেকারে ৪–১ গোলে জিতেছিল রিয়ালই। অর্থাৎ, বেঞ্চে গিয়েও যেন শান্তি নেই! আর কাল রাতে চ্যাম্পিয়নস লিগে তাঁকে সঙ্গে নিয়ে গোল পায়নি চেলসিও। ভালো কিছু সুযোগ পাওয়া ফেলিক্স মাঠে ছিলেন ৬৫ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন