ব্রাজিল–আর্জেন্টিনা লড়াই অলিম্পিক টিকিটের ‘ফাইনাল’

প্যারাগুয়ের বিপক্ষে প্রায় হারতে বসা ম্যাচে ড্র করেছে আর্জেন্টিনা। আনন্দটা যদিও জয়েরই মতোএএফপি

অলিম্পিকের আঞ্চলিক বাছাইয়ে আবারও হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। চূড়ান্ত পর্বে প্রথম ম্যাচের মতো আজ দ্বিতীয় ম্যাচেও ড্র নিয়ে মাঠ ছেড়েছে হাভিয়ের মাচেরানোর দল। তবে প্রথম ম্যাচে হেরে যাওয়া ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলেছে।

সব মিলিয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে অলিম্পিক ফুটবলের টিকিট কাটার লড়াইটা এখন ব্রাজিল-আর্জেন্টিনার। সর্বোচ্চ চার পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে দুটি টিকিটের একটি প্রায় নিশ্চিত করে ফেলেছে। অপর টিকিটের জন্য চূড়ান্ত পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা।

ভেনেজুয়েলার কারাকাসে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ৩-৩ ড্র করে আর্জেন্টিনা। আগের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ২-২ ড্রয়ে ছিল শেষ দিকে গোল হজমের ভূমিকা। এবার অবশ্য শেষ মুহূর্তে গোল করে আর্জেন্টিনাই ম্যাচে সমতা এনেছে।

ম্যাচের শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন পাবলো সোলারি
এএফপি

ম্যাচের তৃতীয় মিনিটে পাবলো সোলারির গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর ৪২ মিনিটে ডিয়েগো গোমেজের গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। ৭০ মিনিটে নুনেজের গোলে প্যারাগুয়ে ব্যবধান ২-১-ও বানিয়ে ফেলে।

আরও পড়ুন

তবে ৮৪ মিনিটে থিয়াগো আলমাদা পেনাল্টিতে গোল করে সমতা ফেরান। ৯০ মিনিটে এনজো গনসালেস প্যারাগুয়েকে দ্বিতীয়বার এগিয়ে দিলে হারের শঙ্কায় পড়ে আর্জেন্টিনা। যোগ করা সময়ের সপ্তম মিনিটে আর্জেন্টিনাকে এক পয়েন্টের সমতাসূচক গোল এনে দেন ফেদেরিকো রিদোনদো।

গোলশূন্য প্রথমার্ধের পর ব্রাজিলকে প্রথম গোল এনে দেন মরিসিও
এএফপি

একই মাঠে অনুষ্ঠিত ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচেও নাটক হয়েছে। ৫৭ মিনিটে মরিসিওর গোলে ব্রাজিল এগিয়ে গেলেও ১০ মিনিট পরই ভেনেজুয়েলাকে সমতায় ফেরান বলিভার। আগের ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ ব্যবধানে হেরে যাওয়া ব্রাজিল আবারও পয়েন্ট খোয়ায় কি না, এমন শঙ্কা যখন প্রবল হয়ে উঠেছে, তখন ৮৮ মিনিটে ব্রাজিলকে দ্বিতীয় গোল এনে দেন গিলের্মে বিরো। বক্সের বাইরে থেকে শটে করা গোলটিতে সহায়তা করেন এনদ্রিক।

ব্রাজিলের দ্বিতীয় গোলের পর গিলের্মে বিরোর (বাঁয়ে) উদ্‌যাপন
এএফপি

চূড়ান্ত পর্বে খেলা চার দলের মধ্যে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল, ২ পয়েন্ট নিয়ে তিনে আর্জেন্টিনা। রোববার রাতে চূড়ান্ত পর্বের শেষ দিনে প্যারাগুয়ের প্রতিপক্ষ ১ পয়েন্ট নিয়ে চারে থাকা ভেনেজুয়েলা। ম্যাচটি প্যারাগুয়ে ড্র করতে পারলেই অলিম্পিকের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে।

চূড়ান্ত পর্বের পয়েন্ট তালিকা

এমনকি হারলেও উঠবে, যদি রোববার ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে যেকোনো এক দল জয় পায়। আর ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে ব্রাজিল। ড্র করলেই চলবে, যদি ভেনেজুয়েলার বিপক্ষে প্যারাগুয়ে অন্তত ড্রও করে। আর্জেন্টিনার জন্য জয় ছাড়া বিকল্প নেই।

প্যারাগুয়ে প্রায় নির্ভাবনায় থাকলেও ব্রাজিল-আর্জেন্টিনার নিজেদের লড়াইটা হতে যাচ্ছে অলিম্পিক টিকিটের ‘ফাইনাল’।

আরও পড়ুন