‘মেসিকে শান্তিতে থাকতে দিন’

পিএসজির হয়ে দারুণ ছন্দে আছেন মেসিছবি: এএফপি

গত মৌসুমে বাজে সময় কাটানোর পর এ মৌসুম পিএসজির হয়ে স্বরূপে ফিরেছেন লিওনেল মেসি। পিএসজিতে নিজের প্রথম মৌসুমে করেছিলেন ৬ গোল। তবে এরই মধ্যে এই মৌসুমে লিগে করেছেন ৫ গোল, সহায়তা করেছেন ৭টিতে। মেসির মতো মেসির পুরোনো ক্লাব বার্সেলোনাও চলতি মৌসুমে ঘুরে দাঁড়িয়েছে। ৭ ম্যাচ শেষে লিগে পয়েন্ট তালিকার শীর্ষে আছে দলটি।

চলতি মৌসুম শেষে পিএসজিতে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে। মৌসুম শুরুর খুব বেশি দিন না পেরোলেও মেসির নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এরই মধ্যে। আলোচনার বড় একটা অংশজুড়ে তাঁর পুরোনো ক্লাব বার্সেলোনা।

পিএসজিতে চুক্তি নবায়নের চেয়ে বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়েই গুঞ্জনটা বেশি। এর কারণ হতে পারে দুটি। একে তো মেসির বন্ধু জাভি হার্নান্দেজ এখন বার্সেলোনার দায়িত্বে। এ ছাড়া আর্থিকভাবেও অনেকটাই ঘুরে দাঁড়াতে শুরু করেছে বার্সেলোনা।

আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের আগে সোমবার জাভির সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এল মেসির বার্সায় ফেরার প্রসঙ্গ। তবে জাভি যে উত্তর দিয়েছেন, তাতে মেসির বার্সায় ফেরায় আলোচনার স্রোতে ভাটার টানই পড়ার কথা। স্প্যানিশ এই কোচ বলেছেন, ‘দেখা যাক, কিন্তু এখন এসব নিয়ে কথা বলার সঠিক সময় নয়।

মেসির ফেরা নিয়ে এখন কথা বলার সময় নয়, বলছেন জাভি হার্নান্দেজ
ফাইল ছবি
আরও পড়ুন

আপনারা জানেন, তার জন্য আমার ভালোবাসার কথা। সে আমার বন্ধু এবং সব সময় আমি তার ভালো চাই। বার্সা মেসির নিজের ঘর। তবে মেসির ফেরার কথা বলে আমরা তার খুব একটা উপকার করছি না। তাকে শান্তিতে থাকতে দিন, যেন প্যারিসে সময়টা সে উপভোগ করতে পারে। আমি তাকে শুভকামনা জানাই।’

জাভি এ কথা বললেও বেশ কিছুদিন আগে বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা বলেছিলেন, ‘আমি মনে করি না, মেসি-অধ্যায় শেষ হয়ে গেছে। আর মেসির অধ্যায় যে এখনো খোলা আছে, সেটি নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব।’