জাভির কাছে লেভাই এখন বিশ্বের সেরা স্ট্রাইকার

দারুণ ছন্দে আছেন লেভাছবি: এএফপি

গোল গোল এবং গোল! রবার্ট লেভানডফস্কি এবং গোল যেন সমার্থক হয়ে উঠেছে। বায়ার্ন মিউনিখে থাকতেই তাঁর নামের সঙ্গে গোলমেশিন তকমাটা লেগে গিয়েছিল। বার্সেলোনাতেও ব্যতিক্রম কিছু হচ্ছে না। ম্যাচের পর ম্যাচে গোল করে বার্সাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই পোলিশ স্ট্রাইকার।

এখন বার্সার সবচেয়ে বড় ভরসা লেভা। গত রাতেও তাঁর করা একমাত্র গোলেই মায়োর্কার বিপক্ষে জয় পেয়েছে কাতালান ক্লাবটি। দারুণ ছন্দে থাকা লেভা ম্যাচ শেষে ভেসেছেন প্রশংসার বৃষ্টিতে। বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ তো তাঁকে বিশ্বের সেরা স্ট্রাইকারই বলে দিলেন।

লা লিগায় ৭ ম্যাচে ৯ গোল, চ্যাম্পিয়নস লিগে ২ ম্যাচে গোল ৩টি। মৌসুমের শুরু থেকেই উড়ছেন লেভা, যেকোনো খেলোয়াড়ের জন্যই নতুন ক্লাবে স্বপ্নের শুরু বলা যায় একে।

লেভাকে ঘিরে সতীর্থদের উদ্‌যাপন
ছবি: এএফপি

মায়োর্কার বিপক্ষে ম্যাচ শেষে লেভাকে নিয়ে জাভির কণ্ঠে ছিল উচ্ছ্বাস, ‘লেভানডফস্কি একজন শীর্ষ সারির খেলোয়াড়। বিশ্বমানের গোলদাতা। সম্ভবত, সে এখন বিশ্বের সেরা স্ট্রাইকার।’

লেভার গোলে জিতলেও এ ম্যাচে বার্সাকে রক্ষা করেছেন গোলরক্ষক মার্ক–আন্ড্রে টের স্টেগেনও। মায়োর্কার দারুণ কিছু আক্রমণ বার্সা গোলরক্ষক ঠেকিয়ে না দিলে ম্যাচের ফল অন্য রকম হলেও হতে পারত।

ম্যাচ এ দুজনই পার্থক্য গড়ে দিয়েছেন বলে মনে করেন জাভি। স্প্যানিশ কোচ বলেছেন, ‘টের স্টেগেন এবং লেভানডফস্কিকে দিয়ে সবকিছু ব্যাখ্যা করা উচিত হবে না। এমন কিছু পরিস্থিতি ছিল, যা ম্যাচের ওপর প্রভাব ফেলেছে। তবে এটাও পরিষ্কার যে তাঁরা দুজনই প্রভাব রেখেছে। মার্ক (টের স্টেগেন) দুর্দান্ত ছন্দে আছে।’

এ নিয়ে টানা ৪ ম্যাচে কোনো গোল খায়নি বার্সা। তবে এর কৃতিত্ব শুধু টের স্টেগেনকেই নয়, পাশাপাশি রক্ষণভাগকেও দিলেন জাভি, ‘আমাদের রক্ষণভাগ দারুণ করছে। জর্দি (আলবা), পিকে খুব ভালো ছিল। ক্রিস্টেনসেনকে নিয়েও একই কথা বলতে হবে।’

সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বার্সার। ব্যস্ত সূচিতে সব প্রতিযোগিতা মিলিয়ে অল্প দিনের মধ্যে ১২টি ম্যাচ খেলতে হবে জাভির দলকে।

আরও পড়ুন

কাজটা কঠিন হবে বলেই মনে করছেন বার্সা কোচ, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। ১২টি ম্যাচে প্রত্যাশা অনেক বেশি থাকবে। বিশেষ করে, চ্যাম্পিয়নস লিগে। লিগেও অবশ্য থাকবে। আমাদের লড়াই করতে হবে। আটটি লিগ ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হবে।’

আরও পড়ুন