বার্সাকে শীর্ষে তুললেন গোলমেশিন লেভা

গোল করেই চলেছেন লেভাছবি: এএফপি

আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগে পোল্যান্ডের জার্সিতে দুই ম্যাচে গোল পাননি রবার্ট লেভানডফস্কি। যদিও ওয়েলসের বিপক্ষে জেতা ম্যাচটিতে একমাত্র গোলটিতে সতীর্থকে সহায়তা করেছিলেন। তবে জার্সি বদলাতেই আবার গোলের দেখা পেলেন এই স্ট্রাইকার।

বিরতির আগে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন লেভা। বার্সার জয়ে একমাত্র গোলটি এসেছে তাঁর কাছ থেকেই। বার্সেলোনার জার্সিতে একের পর এক ম্যাচে গোল করে চলেছেন লেভা।

৭ ম্যাচে এ নিয়ে লা লিগায় গোল করেছেন ৯টি। মায়োর্কার মাঠে ম্যাচের ২০ মিনিটেই দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার।

বার্সার গোল উদ্‌যাপন
ছবি: এএফপি

এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় সাময়িকভাবে শীর্ষেও উঠে এসেছে বার্সা। ৭ ম্যাচে বার্সার পয়েন্ট ১৯। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনার বিপক্ষে নিজেদের মাঠে আজ জিতলেই আবার শীর্ষে উঠে যাবে সান্তিয়াগো বার্নাব্যুর দলটি।

এদিন ম্যাচ শুরুর আগে থেকেই চাপে ছিল বার্সা। আন্তর্জাতিক বিরতিতে চোটে পড়ায় একাধিক খেলোয়াড়কে এই ম্যাচে পাননি কাতালান ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ। জুলস কুন্দে, রোনাল্ড আরাউহো, ফ্রেঙ্কি ডি ইয়ং, মেম্ফিস ডিপাইকে বাদ দিয়েই পরিকল্পনা সাজাতে হয় তাঁকে।

প্রতিপক্ষের মাঠে এদিন বল দখলে এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে বার্সাকে টেক্কা দিয়েছে মায়োর্কা। একপর্যায়ে বার্সার ওপর বেশ চাপও তৈরি করে তারা। ৭২ শতাংশ বলের দখল রেখে ১১টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে কাতালান ক্লাবটি।

বার্সার ত্রাতা টের স্টেগেন
ছবি: টুইটার

বিপরীতে ১৩টি শটের ৩টি লক্ষ্যে রাখে এই মায়োর্কাও। তবে ফিনিশিংয়ের অভাব এবং গোলকিপার টের স্টেগেনের দারুণ নৈপুণ্যে শেষ পর্যন্ত তারা আর পেরে ওঠেনি।

ম্যাচে লেভার গোলের পর সমতা ফেরানোর দারুণ এক সুযোগ তৈরি করেছিলেন মায়োর্কার জাউমে কস্তা। তবে টের স্টেগেনের দারুণ দক্ষতায় সে যাত্রায় বেঁচে যায় বার্সা। জোড়া গোল করার সুযোগ অবশ্য লেভার সামনেও এসেছিল।তবে তাঁর করা লব ঠেকিয়ে দলকে সে যাত্রায় উদ্ধার করেন স্বাগতিক গোলরক্ষক প্রেদ্রাগ রাকোভিচ।

জয় পেলেও ম্যাচে যে চাপে ছিলেন, তা মেনে নিয়েছেন বার্সা কোচ জাভিও। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমরা বেশ শান্ত ছিলাম এবং ধৈর্যও দেখিয়েছি। যখন জায়গা পাওয়া যায় না, তখন ধৈর্য ধরা কঠিন হয়ে পড়ে। আপনাকে তখন নিখুঁত হতে হয়।’

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধে নিজেদের মতো খেলতে না পারার আক্ষেপও ঝরে পড়েছে জাভির কণ্ঠে, ‘তিন পয়েন্ট পাওয়া আমাদের জন্য বেশ কঠিন ছিল। যেভাবে খেললে মায়োর্কার সুবিধা হবে, দ্বিতীয়ার্ধে সে রকম খেলেছি। এটা হতে দেওয়া উচিত হয়নি। আমাদের দ্বিতীয় গোলের চেষ্টা করা উচিত ছিল।’