অনুশীলনে বিমর্ষ রোনালদো, জানুয়ারিতেই ছাড়তে পারেন ক্লাব
নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ৬-৩ গোলে বিধ্বস্ত হওয়ার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই অনুশীলনে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্যারিংটনে ‘রেড ডেভিল’দের অনুশীলনে সবার চোখ ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর। ম্যানচেস্টার ডার্বিতে দলের গুঁড়িয়ে যাওয়া বেঞ্চে বসেই দেখতে হয়েছে পর্তুগিজ তারকাকে।
রোনালদোকে না নামানোর যুক্তি হিসেবে তাঁকে অপমান থেকে বাঁচানোর কথা বলেছিলেন কোচ এরিক টেন হাগ। ডাচ কোচের এ মন্তব্যের সমালোচনাও হয়েছে অনেক। রোনালদোর মান বাঁচানোর মধ্যেই অপমান দেখেছেন অনেকে। এ ম্যাচের পর জানুয়ারিতে রোনালদোর ওল্ড ট্রাফোর্ড ছাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, বিধ্বস্ত সতীর্থদের সঙ্গে এদিন অনুশীলনে আসতে দেখা গেছে বিমর্ষ রোনালদোকে। ইউনাইটেড খেলোয়াড়দের মধ্যে শুধু আন্তোনি ফটোগ্রাফারদের ‘থাম্বস আপ’ দেখান।
এর আগে ইতিহাদে সিটির কাছে উড়ে যাওয়ার প্রতিক্রিয়ায় টেন হাগ বলেছিলেন, ‘দল হিসেবে এবং ব্যক্তিগতভাবে আমরা একে অপরের সমালোচনা করব। এরপরই আমরা শিক্ষা নিতে পারব। পরের ম্যাচে আমাদের ভালো করতে হবে।’ হয়তো ভালো করার মন্ত্রে উজ্জীবিত হতেই দ্রুত শিষ্যদের নিয়ে অনুশীলনে নেমেছেন টেন হাগ।
ইউনাইটেড যখন ঘুরে দাঁড়াতে মরিয়া, রোনালদো নাকি তখন ক্লাব ছাড়ার পথ খুঁজতে ব্যস্ত। ইএসপিএন, দ্য টেলিগ্রাফ, ডেইলি মেইল, দ্য সানসহ একাধিক সংবাদমাধ্যম সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকার জানুয়ারিতে ক্লাব ছাড়া নিয়ে সংবাদ প্রকাশ করেছে।
গ্রীষ্মের দলবদলে চেয়েও পারেননি, তবে জানুয়ারিতে যেকোনো মূল্যে নতুন ঠিকানা খুঁজে নিতে চান সিআর সেভেন। টেন হাগ এবার আর রোনালদোকে আটকাবেন কি না, তা নিয়ে বিপরীতধর্মী সংবাদ প্রকাশ করেছে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো।
একটি সূত্র ইএসপিএনকে বলেছে, রোনালদোর পরিস্থিতি বুঝতে পেরেও নাকি তাঁকে জানুয়ারিতে যেতে দিতে চান না টেন হাগ। ক্লাব থেকে টেন হাগকে গ্রীষ্মের দলবদল পর্যন্ত খেলোয়াড় কেনার টাকা দেওয়ার ব্যাপারে নেতিবাচক বার্তা দেওয়া হয়েছে। এখন রোনালদোকে ছেড়ে দিলে তাঁর বিকল্প পাওয়ার সম্ভাবনাও কম। এ কারণেই রোনালদোকে ছাড়তে চান না কোচ।
জানুয়ারিতে রোনালদোর ক্লাব ছাড়ার বার্তা নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফও। তবে রোনালদোকে নিয়ে টেন হাগের অবস্থানের ব্যাপারে তারা ভিন্ন বার্তা দিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, রোনালদো যেতে চাইলে তাঁকে আটকাবেন না ইউনাইটেড কোচ।
এ মৌসুমের শেষ পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে চুক্তি আছে রোনালদোর। তবে এ চুক্তিকে ২০২৪ সালের গ্রীষ্ম পর্যন্ত বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। যদিও সে সম্ভাবনা এখন অনেক দূরের ব্যাপার বলেই মনে হচ্ছে