ভারতের কোচ হতে জাভির আবেদন, খারিজ করে দিয়েছে ফেডারেশন

ভারতের কোচ হতে আবেদন করেছিলেন স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন।

স্প্যানিশ কোচ জাভি হার্নান্দেজএএফপি

কোচ মানোলো মার্কুয়েজের বিদায়ের পর ভারত জাতীয় দলের জন্য নতুন কোচ খুঁজছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এ জন্য আগ্রহীদের আবেদন করতে বলেছিল তারা। অনেকে আগ্রহ প্রকাশ করে আবেদনও করেছেন। সেখানে একটি নাম বিস্মিত করেছে এআইএফএফ কর্তাদের।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, কোচ হওয়ার আগ্রহ প্রকাশকারীদের দীর্ঘ তালিকায় ছিল স্পেন ও বার্সেলোনা কিংবদন্তি এবং ক্লাবটির সাবেক কোচ জাভি হার্নান্দেজের নামও। শুধু তা–ই নয়, ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্টানটাইন, লিভারপুলের সাবেক খেলোয়াড় হ্যারি কিউয়েল, ভারতীয় কোচ খালিদ জামিলসহ আরও অনেকেই আবেদন করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জাভি নিজেই তাঁর মেইল আইডি থেকে এই আবেদন পাঠিয়েছেন। যদিও অন্য প্রার্থীদের মতো তাঁর আবেদনপত্রে যোগাযোগ নম্বরের ঘর পূরণ করা ছিল না। টাইমস অব ইন্ডিয়াকে জাভির আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন ভারত জাতীয় ফুটবল দলের পরিচালক সুব্রত পাল, ‘হ্যাঁ, জাভির নাম তালিকায় ছিল। এআইএফএফ-কে মেইলের মাধ্যমে আবেদন পাঠানো হয়েছে।’

আরও পড়ুন

তবে শেষ পর্যন্ত জাভির আবেদন খারিজ হয়ে গেছে। এ বিষয়ে এআইএফএফের টেকনিক্যাল কমিটির এক সদস্য টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘ধরে নিলাম জাভি সত্যিই ভারতীয় ফুটবলে আগ্রহী এবং তাকে রাজিও করানো সম্ভব। কিন্তু এই পদে তাকে আনতে আমাদের বিশাল অঙ্কের অর্থের দরকার হতো।’ এর আগে এক সাক্ষাৎকারে জাভি জানিয়েছিলেন, ভারতে অনেক স্প্যানিশ কোচ কাজ করছেন বলে তিনি ভারতীয় ফুটবলকে অনুসরণ করেন।

বার্সেলোনার ডাগআউটে জাভি
এএফপি

কোচ হিসেবে বার্সেলোনাকে ২০২৩ সালে স্প্যানিশ সুপার কাপ এবং ২০২২-২৩ মৌসুমে লা লিগা শিরোপা এনে দিয়েছিলেন জাভি। ফুটবলার হিসেবে ছিলেন অনন্য।

সর্বকালের অন্যতম সেরা এই মিডফিল্ডার বার্সার হয়ে ৭৬৭টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন। আন্দ্রেস ইনিয়েস্তা ও সের্হিও বুসকেতসের সঙ্গে তাঁর মধ্যমাঠের জুটি ফুটবল ইতিহাসে বিখ্যাত।

আরও পড়ুন

বার্সার হয়ে জাভি পাঁচটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও তিনটি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য ট্রফি জিতেছেন। ২০১৫ সালে তিনি কাতারের আল-সাদ ক্লাবে পাড়ি জমান, সেখানে খেলোয়াড় ও কোচ হিসেবে চারটি ট্রফি জেতেন এবং ২০১৯ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। জাতীয় দল স্পেনের হয়ে তিনি জিতেছেন ২০০৮ ও ২০১২ সালের ইউরো ও ২০১০ সালের বিশ্বকাপ।