সালাহর সৌদি আরবের প্রস্তাব নিয়ে যা বললেন ক্লপ

সালাহর সঙ্গে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপছবি: রয়টার্স

চলতি দলবদলে এরই মধ্যে সৌদি আরবের ক্লাবগুলোর কাছে তিনজন খেলোয়াড়কে হারিয়েছে লিভারপুল। ফাবিনিও, রবার্তো ফিরমিনোর সঙ্গে তারা হারিয়েছে অধিনায়ক জর্ডান হেন্ডারসনকেও। এ তিনজনকে হারিয়ে লিভারপুল যে খুব বড় ধাক্কা খেয়েছে, তা নয়। এরই মধ্যে অ্যালেক্সিস ম্যাক আলিস্টার এবং দমিনিক সোবোসলাইয়ের মতো তরুণদের এনে দল গুছিয়ে নিয়েছে অ্যানফিল্ডের দলটি। কিন্তু লিভারপুল শিবিরের আতঙ্কিত হওয়ার মতো খবরটি ছড়িয়ে পড়ে গতকাল রাতে।

একাধিক বিশ্বাসযোগ্য সূত্র জানায়, সালাহর জন্য বিশাল অঙ্কের প্রস্তাব নিয়ে এসেছে সৌদি ক্লাব আল ইত্তিহাদ। এ খবর প্রকাশিত হওয়ার পর দলের অন্যতম সেরা তারকাকে হারানোর আশঙ্কায় পড়েন ভক্ত–সমর্থকেরাও। তবে লিভারপুল থেকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে—যত বড় অঙ্কের প্রস্তাবই হোক, সালাহ বিক্রির জন্য নয়। নিউক্যাসল ম্যাচ সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে এসে একই কথা বলেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও। বলেছেন, সালাহ লিভারপুলের সঙ্গে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন

লিভারপুলের লিগ ও চ্যাম্পিয়নস লিগ পুনরুদ্ধারের অন্যতম নায়ক সালাহর সৌদিযাত্রা নিয়ে ক্লপ বলেছেন, ‘সালাহ শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে কিছুই বলার নেই। আমাদের কাছে কোনো প্রস্তাব নেই। আর সালাহ লিভারপুলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং তা–ই থাকবে। এখানে আর কিছু নেই। আর আমার জীবনদর্শন হচ্ছে, যখনই কোনো সমস্যার উদ্ভব হবে, তখনই সেটা নিয়ে ভাবব।’

সালাহকে নিয়ে আল ইত্তিহাদের আগ্রহের কথা জানা যায় অবশ্য আরও আগে। তবে সে সময় জানা যায়, সালাহকে দলে ভেড়াতে ১৮ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে ক্লাবটি। কিন্তু সালাহর সৌদি আরবের ক্লাবে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দেয় তাঁর এজেন্ট রামি আব্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তিনি জানান, ‘সালাহ লিভারপুলের প্রতি দায়বদ্ধ। যদি সে এ বছর দল ছাড়ে, তবে আমরা গত বছর তার চুক্তি নবায়ন করতাম না।’

লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ
ছবি: এএফপি

এরপর সালাহকে লিভারপুল ছাড়ার ব্যাপারে নিরুৎসাহিত করেন আরেক সৌদি ক্লাব আল ইত্তিফাকের কোচ স্টিভেন জেরার্ডও। সালাহকে কিনতে চান কি না, এমন প্রশ্নের জবাবে জেরার্ড বলেছিলেন, ‘না, না, না। উত্তর হচ্ছে না। কারণ, সালাহ আমার পছন্দের খেলোয়াড়। আমি লিভারপুল ফুটবল ক্লাবকে ভালোবাসি। তাই মোহাম্মদ সালাহ যেখানে আছে, সেখানে থাকতে পারে। যখন সে লিভারপুলের হয়ে আরও লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতবে, তখন হয়তো আমরা তাকে বিবেচনা করব।’

আরও পড়ুন

মূলত আক্রমণভাগে করিম বেনজেমার যোগ্য সঙ্গী খুঁজছে আল ইত্তিহাদ। সে জন্য তাদের প্রথম পছন্দ নাকি সালাহ। এমনকি সালাহকে বলা হয়েছে সৌদি আরবে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে বেশি টাকা উপার্জন করতে পারবেন। বছরে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন রোনালদো। এখন শেষ পর্যন্ত টাকা এবং প্রতিশ্রুতির দৌড়ে কার জয় হয়, সেটাই দেখার অপেক্ষা।