১০ পয়েন্ট কাটায় শীর্ষ চারের বাইরে জুভেন্টাস

জুভেন্টাস দলছবি: টুইটার

দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় গত জানুয়ারিতে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। গত এপ্রিলে ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালত (স্পোর্টস গ্যারান্টি বোর্ড) সিদ্ধান্তটি প্রত্যাখ্যান করে নতুন করে বিচারের আহ্বান জানিয়েছিলেন।

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের আপিল বিভাগ অবশেষে সেই রায় পুনর্বিবেচনা করে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সোমবার নতুন রায় অনুযায়ী চলতি মৌসুমে ১০ পয়েন্ট কাটা হয়েছে জুভেন্টাসের।

আরও পড়ুন

এফআইজিসির এই সিদ্ধান্তে জুভেন্টাসের চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার সম্ভাবনায় বড় ধাক্কা লাগল। ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করা জুভেন্টাসের ১০ পয়েন্ট কেটে রাখায় সাতে নেমে গেল ক্লাবটি। ৩৫ ম্যাচে তাদের বর্তমান সংগ্রহ ৫৯ পয়েন্ট। এ প্রতিবেদন লেখার সময় এম্পোলির মাঠে নেমেছে জুভেন্টাস। এই ম্যাচসহ জুভদের হাতে আর তিন ম্যাচ আছে।

ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালত (স্পোর্টস গ্যারান্টি বোর্ড) দেশের ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) আপিল আদালতকে বলেছেন জুভেন্টাসের কয়েকজন কর্মকর্তাকে দেওয়া শাস্তি পুনর্বিবেচনা করতে। অতীত ও বর্তমান মিলিয়ে এর আগে জুভেন্টাসের ১১ জন পরিচালকের ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই শাস্তি বহাল রেখেছেন এফআইজিসির আপিল আদালত।

আরও পড়ুন

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, জুভেন্টাস আশা করেছিল, পুনর্বিবেচনাতে তাদের কোনো পয়েন্ট কাটা হবে না। কিন্তু সে আশা পূরণ হলো না। ৩৬ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে এসি মিলান। তাদের সঙ্গে ৫ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে সাতে জুভেন্টাস।

আর্থিক হিসাব-নিকাশকে কৃত্রিমভাবে সমৃদ্ধ করতে দলবদল নিয়ে মিথ্যাচার করার অভিযোগের পরিপ্রেক্ষিতে শাস্তি পেয়েছিল জুভেন্টাস। আগেই জানানো হয়েছিল, এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে তুরিনের ক্লাবটি। এর আগে গত বছরের নভেম্বরে দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন ক্লাবের সভাপতি আন্দ্রে আগনেল্লি ও সহসভাপতি পাভেল নেদভেদ।

আরও পড়ুন