এমিলিয়ানো মার্তিনেজই কি ডোবালেন অ্যাস্টন ভিলাকে
চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করার জন্য প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচটি অ্যাস্টন ভিলার জন্য ছিল বাঁচামরার। এই ম্যাচে জিতলে তো বটেই, ড্র করলেও তারা পৌঁছে যেত চ্যাম্পিয়নস লিগে।
নিজেদের সর্বশেষ তিন ম্যাচেই হারা ম্যানচেস্টার ইউনাইটেডকে লিগ মৌসুমের শেষ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাওয়ায় খানিকটা স্বস্তিও ছিল। চাপে থাকা ইউনাইটেডকে রুখে দেওয়া...এ আর এমন কি! কিন্তু ইউনাইটেড কাল একটু ভিন্ন মেজাজেই ছিল। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকেই অ্যাস্টন ভিলাকে চাপে রেখেছিল।
এমনকি প্রথমার্ধের নির্ধারিত সময়েই ৫টি গোল বাঁচাতে হয় ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। এটুকু পর্যন্ত ঠিকঠাকই ছিল। মার্তিনেজ বীরত্বে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের পথেই ছিল বার্মিংহামের ক্লাবটি। কিন্তু বিপত্তি বাধে প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে।
বল নিয়ে আগুয়ান রাসমুস হইলুন্দকে ঠেকাতে নিজেদের বক্স ছেড়ে অনেকটা বেরিয়ে আসেন মার্তিনেজ। এরপর হইলুন্দকে বাজেভাবে ফাউলও করে বসেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার।
এই ফাউলের জেরে লাল কার্ড দেখে মাঠও ছাড়তে হয় তাঁকে। গুরুত্বপূর্ণ সময়ে লাল কার্ড দেখে দলকে দুভাবে বিপদে ফেলেন মার্তিনেজ। প্রথমত, তাঁর বিদায়ে দ্বিতীয়ার্ধে অ্যাস্টন ভিলার ১০ জন নিয়ে খেলা নিশ্চিত হয়। দ্বিতীয়ত, গোলকিপারের পজিশনও নড়বড়ে হয়ে যায়।
মার্তিনেজের লাল কার্ডের পর যা আশঙ্কা করা হয়েছিল, সেটিই হয়েছে। দ্বিতীয়ার্ধে আমাদ দিয়ালো এবং ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে ২–০ ব্যবধানে হেরে যায় অ্যাস্টন ভিলা। আর এই হারই ভিলাকে চ্যাম্পিয়নস লিগ থেকে ঠেলে পাঠিয়ে দেয় ইউরোপা লিগে।
আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ৫টি দল চ্যাম্পিয়নস লিগে খেলবে। পাঁচে থাকা নিউক্যাসল এবং ছয়ে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৩৮ ম্যাচ শেষে ৬৬। মূলত গোল ব্যবধানে পিছিয়ে থেকে অ্যাস্টন ভিলা চ্যাম্পিয়নস লিগ মিস করল। এ জন্য ভিলা সমর্থকরা চাইলেই দায়ী করতে পারেন মার্তিনেজকে।
অথচ ভিলার জার্সিতে সম্ভাব্য শেষ ম্যাচে নায়ক হওয়ার সুযোগ ছিল মার্তিনেজের। কিন্তু এখন খলনায়ক হিসেবেই মাঠ ছাড়তে হয়েছে ‘বাজপাখি’ খ্যাত এই গোলরক্ষককে। তাঁর কারণেই প্রিমিয়ার লিগের সদ্য সমাপ্ত মৌসুমে প্রথম কোনো গোলকিপার লাল কার্ড দেখেছেন। এটি মার্তিনেজের পেশাদার ক্যারিয়ারের প্রথম লাল কার্ডও বটে।
গুঞ্জন আছে, আগামী গ্রীষ্মকালীন দলবদলে অ্যাস্টন ভিলা ছাড়তে যাচ্ছেন মার্তিনেজ। এর আগে ভিলা পার্কে কান্নাভেজা চোখে পরোক্ষভাবে বিদায়ও নিয়ে নিয়েছেন তিনি। মার্তিনেজের সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনার নাম। শেষ পর্যন্ত তিনি কোথায় যান, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।