সৌদি প্রো লিগে মাসসেরার পুরস্কার জিতে রোনালদো যা বললেন

মাসসেরার পুরস্কার জিতলেন রোনালদোছবি: ইনস্টাগ্রাম

ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এই অভিজ্ঞতা মোটেই নতুন নয়। প্রিমিয়ার লিগ, সিরি ‘আ’তে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। মাসসেরা আর এমন কী, পাঁচটি ব্যালন ডি'অর জিতেছেন, ফিফা বর্ষসেরার পুরস্কারসহ কত কী ব্যক্তিগত অর্জন তাঁর। সৌদি প্রো লিগের মাসসেরা তো তাঁর হওয়ারই কথা! এই লিগে খেলা বাকিদের চেয়ে রোনালদো অনেক এগিয়ে থাকবেন, এটাই তো স্বাভাবিক ব্যাপার।

এমন একটি জায়গাতেও মাসসেরা হয়ে রোনালদোর উচ্ছ্বাসের কমতি নেই। অনেকেই বলতে পারেন, ইউরোপের বিভিন্ন লিগের চেয়ে তুলনামূলক পিছিয়ে থাকা সৌদি প্রো লিগের মাসসেরা হয়ে রোনালদোর এত উচ্ছ্বাসের কী আছে!

কিন্তু বিষয়টা হচ্ছে—সম্পূর্ণ নতুন একটি পরিবেশ আর নতুন জায়গায় এসে শুরুটা তেমন ভালো ছিল না রোনালদোর। তবে শুরুর সেই ধাক্কা কাটিয়ে উঠে এখন সৌদি আরবের ফুটবলে সময়টা দারুণ যাচ্ছে পর্তুগিজ তারকার। গত মাসে চার ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক উইঙ্গার। আর এর জন্যই হয়েছেন সৌদি প্রো লিগের মাসসেরা।

জমকালো আয়োজনে রোনালদোকে বরণ করে নেয় আল নাসর
ছবি : টুইটার

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ও কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে গত ডিসেম্বরে ইংল্যান্ডের ক্লাবটি ছাড়ার ঘোষণা দেন রোনালদো। এরপর পর্তুগিজ মহাতারকা যোগ দেন সৌদি ক্লাব আল নাসরে। সৌদি লিগে শুরুটা একেবারেই ভালো হয়নি তাঁর। এর মধ্যে বিপদ বাড়ে সৌদি সুপার কাপের সেমিফাইনালে হেরে তাঁর ক্লাব আল নাসর বিদায় নিলে। তবে আল নাসরের হয়ে নিজের তৃতীয় ম্যাচে গিয়ে গোলের দেখা পান রোনালদো। ওই শুরু, এরপর রোনালদোকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

রোনালদোর আসল রূপ দেখা যায় আল ওয়েহদার বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে একাই ৪ গোল করেন ‘সিআর সেভেন’। পরের ম্যাচে আল তাওউনের বিপক্ষে করেন জোড়া অ্যাসিস্ট। এরপর দামাকের বিপক্ষেও হ্যাটট্রিক করছেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড; সেটাও প্রথমার্ধে মাত্র ২৬ মিনিটের মধ্যে।

মাসসেরার স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়া রোনালদো বলেছেন, ‘সৌদি প্রো লিগের ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি খুশি। আশা করি অনেকগুলোর মধ্যে এটি প্রথম! আল নাসরের অংশ হতে পেরে গর্বিত।’

আল বাতেনের বিপক্ষে গত শুক্রবার আল নাস্‌রের ৩-১ গোলে জয়ের ম্যাচের পর রোনালদোর হাতে মাসসেরার পুরস্কার তুলে দেওয়া হয়। আল বাতেনের বিপক্ষে অবশ্য গোলের দেখা পাননি রোনালদো।