নাপোলির ৩৩ বছরের শিরোপাখরা ঘুচতে পারে পরের ম্যাচেই

শিরোপার আরও কাছে নাপোলিছবি: রয়টার্স

চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের কাছে শেষ আটে হেরে বিদায় নেওয়ার ক্ষত সারতে নাপোলির হয়তো অনেক দিন লাগবে। কিন্তু সেই ক্ষত ভুলে থাকার উপলক্ষ ইতালির ক্লাবটি পেতে পারে নিজেদের পরের ম্যাচেই। সালেরেন্তিনার বিপক্ষে আগামী শনিবারের ম্যাচ জিতলেই সিরি ‘আ’র শিরোপায় হাত রাখতে পারবে নাপোলি।

তখন অপেক্ষা থাকবে শুধু আগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে লাৎসিওর পয়েন্ট হারানোর। সেটি হলে ৩৩ বছর পর সিরি ‘আ’র শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে নাপোলির।

আরও পড়ুন

শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার কাজটা নাপোলি সম্পন্ন করেছে গতকাল রাতে। জুভেন্টাসের বিপক্ষে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে যোগ করা সময়ের গোলে জয় পায় নাপোলি। দলের জয়ে একমাত্র গোলটি আসে গিয়াকামো রাসপাদোরির কাছ থেকে।

এই জয়ের পর দ্বিতীয় স্থানে থাকা লাৎসিওর চেয়ে ১৭ পয়েন্টে এগিয়ে গেছে নাপোলি। লিগে এখন ৭ ম্যাচ বাকি আছে। এই সাত ম্যাচ থেকে দুইয়ে থাকা লাৎসিও সর্বোচ্চ ২১ পয়েন্ট পেতে পারে।

জুভেন্টাসকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে নাপোলি
ছবি: রয়টার্স

কিন্তু পরের ম্যাচে ইন্টারের বিপক্ষে পয়েন্ট হারানোর পর সব কটি ম্যাচ জিতলেও ১৯ পয়েন্টের বেশি পাবে না লাৎসিও। তখন তাদের পয়েন্ট হবে সব মিলিয়ে ৮০। অন্য দিকে জুভেন্টাসকে হারানোর পর নাপোলির পয়েন্ট এখন ৭৮। পরের ম্যাচে সালরেন্তিনাকে হারালে নাপোলির পয়েন্ট হবে ৮১। সব মিলিয়ে আগামী রোববার শিরোপা উৎসবের আগাম প্রস্তুতি চাইলে নিতেই পারে নাপোলি।

আরও পড়ুন

বিপরীতে লাৎসিও জিতলে নাপোলিকে অপেক্ষা করতে হবে ৩ মে পর্যন্ত। সালেরেন্তিনার পর সেদিন উদিনেসকেও হারালে কোনো সমীকরণ ছাড়াই শিরোপা জিততে পারবে নাপোলি।

আরও পড়ুন

এর আগে ১৯৯০ সালে ডিয়েগা ম্যারাডোনার জাদুতে সর্বশেষ লিগ শিরোপা জিতেছিল নাপোলি। আর ৩৩ বছর পর ফের আরেকটি আরেকটি লিগ শিরোপা জয়ের অপেক্ষায় আছে ক্লাবটি। নাপোলির শিরোপা পুনরুদ্ধার নিয়ে কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেছেন, ‘বছরের পর বছর ধরে সমর্থকেরা যে নিবেদন দেখিয়েছে, শিরোপাটা হবে তার প্রতিদান।’