আলভেজকে কিংবদন্তিদের তালিকা থেকে ছেঁটে ফেলেনি বার্সা

দানি আলভেজএএফপি

ফুটবল ইতিহাসে এককভাবে সবচেয়ে বেশি শিরোপা লিওনেল মেসির। গত বছর ২০ আগস্ট ইন্টার মায়ামিতে লিগস কাপের শিরোপা জিতিয়ে এ তালিকায় দানি আলভেজকে পেছনে ফেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। মেসির শিরোপাসংখ্যা ৪৪টি, আলভেজের ৪৩টি। ব্রাজিলের সাবেক রাইটব্যাক আলভেজ এর মধ্যে ২৩টি শিরোপা জিতেছেন স্পেনের ক্লাব বার্সেলোনায়। মেসির মতো আলভেজও নিঃসন্দেহে ক্লাবটির কিংবদন্তি।

আরও পড়ুন

বার্সায় দুই মেয়াদে মোট ৪০৮ ম্যাচে ২২ গোল করেছেন আলভেজ। পেপ গার্দিওলা ক্লাবটির কোচ হয়ে আসার পর তাঁর শুরুর দিকের সাইনিংগুলোর একজন ছিলেন তিনি। মেসি, জাভি, ইনিয়েস্তাদের নিয়ে গার্দিওলার সেই ‘ড্রিম টিম’–এর অংশ হিসেবে কিংবদন্তি বনে যান আলভেজ। বার্সায় প্রথম মেয়াদে (২০০৮–১৬) ২৩টি শিরোপা জয়ের পর ২০২১ সালে ক্লাবটিতে ফিরে এক মৌসুম খেলেছিলেন আলভেজ। ক্লাবটির সমর্থকদের কাছেও তিনি কিংবদন্তি।

ধর্ষণের দায়ে বার্সেলোনার আদালতে বিচার হয় আলভেজের
এএফপি

কিন্তু গতকাল স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছিল, ধর্ষণের দায়ে আলভেজের সাড়ে চার বছরের কারাদণ্ড হওয়ার পর তাঁকে ক্লাব কিংবদন্তিদের অফিশিয়াল তালিকা থেকে ছেঁটে ফেলেছে বার্সা। সংবাদমাধ্যম গোল ডট কম এবং মেইল অনলাইনও স্পোর্তের বরাত দিয়ে একই খবর জানিয়েছিল। বলা হয়েছিল, ১৮৯৯ সালের ২৯ ডিসেম্বর বার্সেলোনা যাত্রা শুরু করার পর ক্লাবটির কিংবদন্তিদের তালিকায় মোট ১০২ জন ফুটবলার রয়েছেন। সম্প্রতি এই তালিকায় জর্দি আলবা, সের্হিও বুসকেতস ও জেরার্ড পিকের নাম সংযোজন করা হলেও আলভেজের নাম সরিয়ে নেওয়া হয়।

কিন্তু বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটে (https://www.fcbarcelona.com/en/club/history/legendary-players) গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। ক্লাবটির কিংবদন্তি খেলোয়াড়দের তালিকায় আলবা, বুসকেতস ও পিকে যেহেতু সর্বশেষ সংযোজন, তাই তাঁদের নামগুলো সবার ওপরেই আছে। এই তিনজনের নামের পাশেই ডান দিকে আলভেজের নামটা—দানিয়েল আলভেজ দা সিলভা ‘দানি আলভেজ’। অর্থাৎ আলভেজকে নিজেদের অফিশিয়াল কিংবদন্তিদের তালিকা থেকে ছেঁটে ফেলেনি বার্সা।

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে ২০২৩ সালের জানুয়ারিতে মামলা হয় আলভেজের বিরুদ্ধে। সেই বিচারকার্য শেষ হওয়ার পর ২২ ফেব্রুয়ারি ব্রাজিলের সাবেক এই রাইটব্যাককে সাড়ে চার বছর কারাদণ্ড দেন বার্সেলোনার আদালত। ২০২২ সালে যৌন-সহিংসতার মামলায় ‘সম্মতি’কে অন্যতম বড় উপাদান করে আইন প্রণয়নের পর স্পেনে এটা ছিল অন্যতম আলোচিত মামলা। আইনের সেই পরিবর্তনে ন্যূনতম কারাদণ্ডের সময়ও বাড়ানো হয়েছিল।

আরও পড়ুন