বায়ার্নকে ঘিরে গুঞ্জনের মধ্যেই কোচিংয়ে ফেরা নিয়ে যা বললেন জিদান

আবার ডাগআউটে ফিরতে চান কিংবদন্তি জিনেদিন জিদানএএফপি

গত বুধবার এক বিজ্ঞপ্তিতে মৌসুম শেষে টমাস টুখেলের বিদায় নিশ্চিত করে বায়ার্ন মিউনিখ। টানা তিন হার ও লিগ শিরোপা ধরে রাখার দৌড়ে পিছিয়ে পড়াতেই মূলত আলিয়েঞ্জ অ্যারেনা ছাড়তে হচ্ছে এ জার্মান কোচকে। টুখেলকে ছাঁটাইয়ের খবর যে যেকোনো মুহূর্তে আসতে পারে, সেই ইঙ্গিত অবশ্য চূড়ান্ত ঘোষণার আগেই চাউর হয়েছিল ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোয়।

সে সময় টুখেলের সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে আসে জিনেদিন জিদানের নামও। স্কাই স্পোর্টস জার্মানি টুখেলের আগাম বিদায়ের বার্তা দিয়ে জানায়, দলের নতুন কোচ হিসেবে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গুনার সুলশার কিংবা সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানকে আনার কথা ভাবছে বায়ার্ন।

আরও পড়ুন

ইউরোপিয়ান ফুটবলে খেলোয়াড় কিংবা কোচদের ঘিরে এমন গুঞ্জন অবশ্য নতুন কিছু নয়। যার কিছু সত্য হয়, কিছু আবার গুঞ্জন হিসেবেই থেকে যায়। তবে স্কাই স্পোর্টস জার্মানির করা প্রথম ভবিষ্যদ্বাণী সত্য হতে বেশি সময় লাগেনি। তাদের খবর প্রকাশের অল্প সময়ের মধ্যেই আসে টুখেলের বিদায়ের ঘোষণা।

এবার তাদের দ্বিতীয় ভবিষ্যদ্বাণী সত্য করে সুলশার কিংবা জিদান বায়ার্নের ডাগআউটে আসেন কি না, সেটা দেখার অপেক্ষা। তবে তেমন কিছু যে একেবারে অসম্ভব নয়, সে ইঙ্গিত দিয়েছেন জিদান নিজেই। কোথায় ফিরবেন তা না জানালেও, কোচিংয়ে ফিরতে মুখিয়ে থাকার কথা বলেছেন এ ফরাসি কিংবদন্তি।

বায়ার্নে টুখেলের বিকল্প হতে পারেন সুলশার কিংবা জিদান
ইনস্টাগ্রাম

সম্প্রতি ইতালির বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পিকে নিয়ে বানানো একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন জিদান। যেখানে কোচিংয়ে ফেরা নিয়ে জানতে চাইলে সাবেক এ রিয়াল মাদ্রিদ কোচ জানান, ‘কেন নয়, যেকোনো কিছু হতে পারে। এ মুহূর্তে আমি অন্য কিছু করছি কিন্তু দেখা যাক কী হয়। আমি নিশ্চিতভাবেই আবারও বেঞ্চে (কোচিং) ফিরতে চাই।’

জিদানের এ কথার পর এখন দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে। তাঁর এ কথাকে বায়ার্নে টুখেলের স্থলাভিষিক্ত হওয়ার ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।

আরও পড়ুন

এখন পর্যন্ত ডাগআউটে জিদান যেটুকু সময় কাটিয়েছেন, তার প্রায় পুরোটাই সোনায় মোড়ানো। যদিও রিয়াল মাদ্রিদের বাইরে আর কোনো দলে কোচিং করানোর অভিজ্ঞতা নেই জিদানের। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের সহকারী কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের এ নায়ক। এরপর ‘বি’ দল হয়ে দায়িত্ব নেন রিয়ালের মূল দলের।

প্রথম দফায় রিয়ালের দায়িত্ব নিয়ে দলটিকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতান জিদান। ২০১৬-১৭ মৌসুমে জেতান লা লিগা শিরোপাও। এরপর দ্বিতীয় দফায় ফিরে ২০১৯-২০ মৌসুমে লিগ জেতান রিয়ালকে। ২০২১ সালে রিয়াল ছাড়ার পর অবশ্য আর কোথাও যোগ দেননি এ ফরাসি কিংবদন্তি।

আরও পড়ুন

এর মধ্যে ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার জোর গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত সে খবর সত্যি হয়নি। এখন বায়ার্নের দায়িত্ব নিয়ে জিদান আবার ডাগআউটে ফেরেন কি না, সেটাই দেখার অপেক্ষা।