ব্রাজিলের কোচ হওয়ার কোনো আগ্রহ নেই জিদানের

ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানফাইল ছবি: এএফপি

২০১৯ থেকে ২০২১—রিয়াল মাদ্রিদে দ্বিতীয় মেয়াদের এই তিন বছরের পর কোচিং থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্রামে চলে যান জিনেদিন জিদান। বিশ্রাম শেষে তিনি কোচিংয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। সেটা অবশ্য কোনো ক্লাবের কোচ হিসেবে নয়, জিদান ফিরতে চেয়েছিলেন ফ্রান্সের কোচ হয়ে।

কিন্তু দিদিয়ের দেশম ২০২৬ সাল পর্যন্ত ফ্রান্সের কোচ হিসেবে নতুন চুক্তি করায় একটু যেন ধাক্কা খেয়েছে জিদানের আবার কোচিংয়ে ফেরার বিষয়টি। এর পর থেকে আলোচনা শুরু হয়, জিদান হতে পারেন ব্রাজিলের কোচ

আরও পড়ুন

জিদানের ফ্রান্স দলের সাবেক সতীর্থ রবার্ত পিরেস জানিয়েছেন, জিদানের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে তাঁর। জিদান তাঁর সাবেক সতীর্থকে বলেছেন, তিনি আসলে ফ্রান্সের কোচ হতে চেয়েছিলেন আর ব্রাজিলের কোচ হওয়ার কোনো আগ্রহই তাঁর নেই।
১৯৯৮ সালে জিদানের হয়ে বিশ্বকাপ জেতা পিরেস কানাল প্লুসকে বলেছেন, ‘সে যেটা চেয়েছিল, তা ফ্রান্সের কোচ হতে। হ্যাঁ, এটা আমরা জানি যে দিদিয়ের চার বছরের জন্য থেকে যাওয়ায় এটা আর সম্ভব নয়।’

তাহলে কি ব্রাজিলের কোচ হবেন জিদান? পিরেসের কথা, ‘এখন তাকে লক্ষ্য একটু পরিবর্তন করতে হবে। কোনো ক্লাবে যেতে হবে। এটা ঠিক যে খুব বেশি ক্লাব নেই, যারা জিজুকে নিতে পারবে।’

আরও পড়ুন

পিরেস এরপর যোগ করেন, ‘আমি যেটা বুঝতে পেরেছি, ব্রাজিলের কোচ হওয়ার আগ্রহ তার নেই। এর কারণ ভাষা। সময় ভালো না গেলে চারদিকে কী হচ্ছে, সেটা সে বুঝতে চায়।’

জিদানের ব্রাজিলের কোচ হতে না চাওয়ার বিষয়ে উপসংহারে পিরেস বলেছেন, ‘ব্রাজিলের কোচ হতে হলে আপনাকে খুব ভালো পর্তুগিজ জানতে হবে। এ কারণেই ব্রাজিল তার জন্য সুবিধাজনক জায়গা নয়।’

আরও পড়ুন