লেবানন-ম্যাচের খেলাটাই ফিলিস্তিনের বিপক্ষে চান কাবরেরা

কুয়েতে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দলবাফুফে

বিশ্বকাপ বাছাইপর্বে দুই দলের পয়েন্টই সমান। ‘আই’ গ্রুপে বাংলাদেশ আর ফিলিস্তিন এখন পর্যন্ত খেলেছে দুটি করে ম্যাচ, দুই ম্যাচ থেকে দুই দলেরই সংগ্রহ ১ পয়েন্ট। গত নভেম্বরে বাংলাদেশ ও ফিলিস্তিনের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া ও লেবানন। ফিলিস্তিন আর বাংলাদেশ দুই দলই অস্ট্রেলিয়ার কাছে হেরেছে, লেবাননের সঙ্গে ড্র করেছে দুই দলই।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় বাংলাদেশ ও ফিলিস্তিন তাহলে এক জায়গায় দাঁড়িয়েই মাঠে নামবে! ব্যাপারটা ঠিক এমন বলা যায় না। গত নভেম্বরের পর এই ফিলিস্তিন জানুয়ারিতে কাতারে খেলেছে এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব। আর এই এশিয়ান কাপেই নিজেদের শক্তির জায়গাটা দেখিয়ে দিয়েছে তারা। গ্রুপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ড্র করেছে তারা। উড়িয়ে দিয়েছে হংকংকে। নকআউট পর্বে উঠে চমকে দিয়েছে ফুটবল দুনিয়াকে। দ্বিতীয় রাউন্ডেও স্বাগতিক কাতারের বিপক্ষে এগিয়ে গিয়েছিল ফিলিস্তিন। শেষ পর্যন্ত ২-১ গোলে হারলেও দুর্দান্ত দল হিসেবেই নিজেদের প্রমাণ করেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।

আরও পড়ুন
বাংলাদেশ দল যদি নিজেদের সেরা খেলাটা মাঠে দিতে পারে, তাহলে আমাদের হারানো কঠিন। এটা গত নভেম্বরে লেবাননের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ প্রমাণ করেছে। সে ম্যাচেও তো লেবানন শক্তিমত্তায় এগিয়ে থেকেই মাঠে নেমেছিল।
হাভিয়ের কাবরেরা, বাংলাদেশ ফুটবল দলের কোচ

বাংলাদেশও ফিলিস্তিনকে শক্তিতে এগিয়ে রেখেই প্রস্তুত হচ্ছে। সৌদি আরবে দুই সপ্তাহ অনুশীলন ক্যাম্প শেষে দল এখন ম্যাচের ভেন্যু কুয়েতে। কোচ কাবরেরার অধীনে ফিলিস্তিনকে ঠেকানোরই ছক কষছে বাংলাদেশ দল। তবে জাতীয় দলের স্প্যানিশ কোচ ফিলিস্তিনের শক্তির বিপক্ষেও আশা দেখছেন খুব ভালোভাবেই, ‘আমরা জানি ফিলিস্তিন কতটা শক্তিশালী। আমরা দলটা নিয়ে খুব ভালো করেই বিশ্লেষণ করেছি। বিশেষ করে এশিয়ান কাপে তারা দুর্দান্ত খেলেছে। কিন্তু বাংলাদেশ দল যদি নিজেদের সেরা খেলাটা মাঠে দিতে পারে, তাহলে আমাদের হারানো কঠিন। এটা গত নভেম্বরে লেবাননের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ প্রমাণ করেছে। সে ম্যাচেও তো লেবানন শক্তিমত্তায় এগিয়ে থেকেই মাঠে নেমেছিল।’

অনুশীলনে বাংলাদেশ দল
বাফুফে

নভেম্বরে শেখ মোরছালিনের দুর্দান্ত এক গোলে লেবাননের সঙ্গে ১-১ ড্র করেছিল বাংলাদেশ। তবে সে ম্যাচটা যদি কাবরেরার দল জিতেও যেত, তাহলে অবাক হওয়ার কিছু থাকত না। বাংলাদেশের রক্ষণ ও গোলকিপারের ভুলেই লেবাননের বিপক্ষে সে ম্যাচে গোল হজম করেছিল বাংলাদেশ। সেই গোলটি বাদ দিলে কিংস অ্যারেনার সেই ম্যাচে বাংলাদেশের খেলা আনন্দ দিয়েছিল ফুটবলপ্রেমীদের। কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে সে ধরনের পারফরম্যান্সই চান কোচ কাবরেরা।

আরও পড়ুন

এবারের উইন্ডোতে ফিলিস্তিনের সঙ্গে পরপর দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবারের ম্যাচের পর ঘরের মাঠে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটি ২৬ মার্চ, ঢাকার কিংস অ্যারেনায়।

আরও পড়ুন