বার্সেলোনায় যাচ্ছেন গুন্দোয়ান

সিটি ছাড়ছেন গুন্দোয়ানছবি: রয়টার্স

গুঞ্জন ছিল তাঁকে নিয়ে। শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো। ম্যানচেস্টার সিটি ছাড়ছেন ইলকায় গুন্দোয়ান। ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনায় যোগ দিচ্ছেন এই জার্মান মিডফিল্ডার। চলতি মাসে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে বার্সায় যোগ দেবেন গুন্দোয়ান।

ম্যানচেস্টার সিটির গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন এই জার্মান। ২০১৬ সালে পেপ গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর তাঁকে বরুসিয়া ডর্টমুন্ড থেকে এনেছিলেন। যদিও শুরুর দিকে চোট-টোট মিলিয়ে খুব সফল ছিলেন না, কিন্তু ধীরে ধীরে দলের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছিলেন। সদ্য সমাপ্ত মৌসুমে সিটির অধিনায়কত্বর ‘আর্মব্যান্ড’টা ছিল গুন্দোয়ানের বাহুতেই। সিটিকে ‘ট্রেবল’ জিতিয়েছেন। চুক্তির মেয়াদও শেষ হয়ে যেত এ মাসেই। সিটি ছাড়ছেন, এমন কানাঘুষার মধ্যেই গুন্দোয়ানকে রাখার আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত চলেই যাচ্ছেন গুন্দোয়ান।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালই ছিল সিটির হয়ে গুন্দোয়ানের শেষ ম্যাচ
ছবি: রয়টার্স

সিটিতে সফল সময় কাটিয়েছেন গুন্দোয়ান। জিতেছেন ১৪টি ট্রফি। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পাঁচটি। সিটির হয়ে জেতা তাঁর শেষ শিরোপা-উয়েফা চ্যাম্পিয়নস লিগ। সিটির জার্সিতে গত ৭ বছরে ৩০০ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৬০টি।

আরও পড়ুন
সিটিতে ১৪টি ট্রফি জিতেছেন গুন্দোয়ান
ছবি: রয়টার্স

সিটির প্রয়োজনের মুহূর্তে নিজেকে উজাড় করে দিয়েছেন গুন্দোয়ান। বিশেষ করে, গত দুই মৌসুমে সিটির সাফল্যে দারুণ অবদান তাঁর। গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলের জন্য অবদান রেখেছেন এই জার্মান তারকা।

বার্সেলোনা মূলত গুন্দোয়ানকে নিচ্ছে দীর্ঘ দিনের ‘মিডফিল্ড জেনারেল’ সের্হিও বুসকেটসের জায়গায়। ১৮ বছর বার্সেলোনায় খেলে বুসকেটস এ মৌসুমেই বার্সেলোনাকে বিদায় বলে দিয়েছেন। আগামী মৌসুমে গুন্দোয়ান হতে যাচ্ছেন কোচ জাভি হার্নান্দেজের দলের অন্যতম চালিকাশক্তি।

সদ্য সমাপ্ত মৌসুমে বার্সেলোনা লা লিগার শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হয়েছে। গ্রুপ পর্ব থেকেই বিদায় হয়েছে তাদের। এমনকি কোপা দেল রে’র ফাইনালেও খেলতে পারেনি বার্সেলোনা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে বার্সেলোনা গুন্দোয়ানের সঙ্গে তিন বছরের চুক্তি করবে।