ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের বার্তা দিয়ে তুরস্কে গ্রেপ্তার ইসরায়েলের ফুটবলার

ইসরায়েলের ফুটবলার সাগিব জেহেসকেলইনস্টাগ্রাম

ফুটবল ম্যাচে ইসরায়েল -ফিলিস্তিন যুদ্ধের বার্তা প্রদর্শন করায় ইসরায়েলের এক ফুটবলারকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। সাগিব জেহেসকেল নামের ওই ফুটবলারকে ‘তুরস্কের মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড’–এর জন্য তাঁর দল আন্তলিয়াসপোর থেকে বহিষ্কারও করা হয়েছে।

এর আগে তুরস্কের বিচারমন্ত্রী জানিয়েছিলেন, জেহেসকেলের বিরুদ্ধে ‘ঘৃণা উসকে দেওয়ার’ অভিযোগে তদন্ত চলছে। ২৮ বছর বয়সী এই ফুটবলার ইসরায়েল জাতীয় দলের খেলোয়াড়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় রোববার রাতে জেহেসকেলকে গ্রেপ্তারের খবর দেওয়া হয়েছে। ২৮ বছর বয়সী এই ইসরায়েলের ফুটবলার গতকাল তুর্কি সুপার লিগে আন্তালিয়াসপোরের হয়ে ত্রাবজোন্সপোরের বিপক্ষে ম্যাচের ৬৮তম মিনিটে গোল করেন। গোলের উদ্‌যাপনে ক্যামেরার সামনে নিজের বাঁ হাতের কব্জিতে বাঁধা ব্যান্ডেজ দেখান জেহেসকেল। ব্যান্ডেজে লেখা ছিল ‘এক শ দিন। ০৭/১০’। সঙ্গে ডেভিডের তারকা চিহ্ন, যা ইহুদি আত্মপরিচয় ও ইহুদিধর্মের স্বীকৃত প্রতীক হিসেবে ব্যবহার হয়ে থাকে।

এভাবেই যুদ্ধের বার্তা ছড়ান জেসেহসেকল
এক্স

জেহেসকেলের বার্তায়, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস কর্তৃক ইসরায়েলে হামলা ও এর এক শ দিন পূর্তিকে বোঝানো হয়। ওই হামলায় মারা যান ১ হাজার ১৪০ জন, অপহৃত হন ২৫০। ইসরায়েল বলছে, এখনো গাজায় ১৩২ জন জিম্মি রয়েছে। হামাসের হামলার পর গাজায় নির্বিচার আক্রমণ চালায় ইসরায়েল।

আরও পড়ুন

হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় নারী, শিশুসহ ২৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার ঘটনায় তুরস্কে ইসরায়েলবিরোধী জনমত আগের চেয়ে বেড়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন। এর মধ্যেই তুরস্কের মাটিতে গোলের উদ্‌যাপনে যুদ্ধের বার্তা সামনে আনলেন জেহেসকেল, যেটিকে ‘জনসাধারণের মধ্যে ঘৃণা ও শত্রুতা উসকে দেওয়া’ কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন দেশটির বিচারমন্ত্রী ইয়িলমাজ তাঙ্ক। গাজার গণহত্যায় ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে জেহেসকেলের বিরুদ্ধে তদন্ত শুরুর কথাও জানান তিনি।

স্থানীয় গণমাধ্যমের সূত্রে টাইম জানিয়েছে, রোববার রাতে তুরস্ক ত্যাগের প্রস্তুতির সময় জেহেসকেলকে পুলিশ আটক করে নিয়ে যায়। পরে আন্তালিয়াসপোর এক বিবৃতিতে জানায়, ‘দেশের মূল্যবোধবিরোধী কার্যক্রমের’ জন্য জেহেসকেলকে বহিষ্কার করা হয়েছে। ক্লাবের প্রেসিডেন্ট সিনান বোজতেপে তুরস্কের বার্তা সংস্থা দেমিরোরেনকে বলেন, জেহেসকেলের সঙ্গে চুক্তি বাতিল করা হবে। গত সেপ্টেম্বরে ২০২৬ সাল পর্যন্ত আন্তালিয়াসপোরে খেলার জন্য চুক্তিবদ্ধ হন এই ইসরাইলি ফুটবলার।

তুরস্কের ফুটবল ফেডারেশন (টিএফএফ) জেহেসকেলের আচরণের নিন্দা জানিয়ে আন্তালিয়াসপোরের সিদ্ধান্তকে যথাযথ উল্লেখ করে বিবৃতি দিয়েছে।

আরও পড়ুন