আর্জেন্টিনা কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত স্কালোনির

দায়িত্ব ছাড়ছেন লিওনেল স্কালোনি?ছবি: এএফপি

তাহলে কি আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন লিওনেল স্কালোনি?

নিশ্চিত করে কিছুই বলেননি, তবে ব্রাজিলকে হারানোর পর স্কালোনিকে যা বলেছেন তাতে তাঁর বিদায় নেওয়ার ইঙ্গিতটা স্পষ্ট। আজ দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। উত্তাপ ছড়ানো এই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন স্কালোনি।

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে উত্তাপ ছড়িয়েছে খেলা শুরুর বাঁশি বাজার আগে। ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে শুরু হয়েছিল দর্শকদের দাঙ্গা। যে কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। আর্জেন্টাইন দর্শকদের ওপর পুলিশের লাঠিপেটা ভালোভাবে নেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। একপর্যায়ে সতীর্থদের নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। এমন এক উত্তাপময় ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবল আরও উত্তপ্ত করেছেন স্কালোনি।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে এবং তিনি...আমার এখন বলটা থামিয়ে ভাবতে হবে। কারণ এ সময়ে আমার অনেক কিছুই ভাবার আছে। এই খেলোয়াড়েরা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে। এখন আমি কি করব সেটা নিয়ে ভাবা প্রয়োজন। বিদায় বা এমন কিছু বলছি না। তবে আমাকে ভাবতে হবে কারণ প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে, আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ জটিল কাজ।’

আর্জেন্টিনা–ব্রাজিল ম্যাচের সময়ে স্কালোনি
ছবি: এএফপি

স্কালোনি এরপর বলেছেন, ‘খেলোয়াড়েরা আমার কাজটা কঠিন করে তুলেছে। তাই আমাকে একটু ভাবতে হবে। পরে আমি ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলব।’

আরও পড়ুন

স্কালোনির অধীনে কাতার বিশ্বকাপ জেতার পর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়েও দারুণ খেলছে আর্জেন্টিনা। ব্রাজিলকে হারিয়ে স্কালোনির দল ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে। ২০২৪ সালের কোপা আমেরিকাতেও স্কালোনির আর্জেন্টিনাই ফেবারিট। স্কালোনি এরপরও হুট করে কেন এমন কথা বলেছেন, সেটা এখনো জানা যায়নি। এমনকি ম্যাচ শেষে নাকি সব কোচিং স্টাফদের সঙ্গে শেষবারের মতো একসঙ্গে ছবি তুলেছেন স্কালোনি, এই তথ্য জানিয়েছেন মাঠে থাকা টিওয়াইসি স্পোর্টসের এক সংবাদকর্মী।

২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। এখন পর্যন্ত ৬৬ ম্যাচে আর্জেন্টিনার কোচ হিসেবে জিতেছেন ৪৮ ম্যাচ, হার ৬টিতে আর ড্র ১২ ম্যাচে। স্কালোনির অধীনেই বিশ্বকাপসহ আর্জেন্টিনা জিতেছে কোপা আমেরিকা ও ফিনালিসিমা।

আরও পড়ুন