ফ্যাব্রিগাসের কথা শুনলে রিয়াল মিডফিল্ডার খেলতেন বার্সেলোনায়

কামাভিঙ্গা, চুয়ামেনি - দুজনই এখন রিয়ালেরছবি : টুইটার

ভবিষ্যতে চোখ রেখে আস্তেধীরে দল সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ। লুকা মদরিচ, কাসেমিরো, টনি ক্রুসের মাঝমাঠ দলকে এত সাফল্য এনে দেওয়ার পরও রিয়াল বুঝেছে, এই তিনজন আজীবন থাকবেন না। তাই ফেদেরিকো ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গার মতো তরুণ তুর্কিদের ওপর আস্তে আস্তে ভরসা রাখা শুরু করেছেন লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তি। ভালভার্দে রিয়াল মাদ্রিদে আগেই গিয়েছেন, গত মৌসুমে দলটায় নাম লিখিয়েছেন এদুয়ার্দো কামাভিঙ্গা।

এই মৌসুমেও বসে নেই রিয়াল। ফরাসি ক্লাব মোনাকো থেকে আট কোটি ইউরো খরচ করে দলে টেনেছে অরেলিয়েঁ চুয়ামেনিকে। অথচ একটু এদিক-সেদিক হলে রিয়াল নয়, বার্সেলোনার হয়ে খেলতেন এই তরুণ।

আরও পড়ুন
আরও পড়ুন

কীভাবে, সেটাই ব্যাখা করেছেন বার্সেলোনার সাবেক স্প্যানিশ মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস। মেসি-জাভি-ইনিয়েস্তাদের সাবেক এই সতীর্থ জানিয়েছেন, চুয়ামেনিকে কেনার জন্য বার্সেলোনাকে পরামর্শ দিয়েছিলেন তিনি, কিন্তু আর্থিক অসংগতির কারণে ফ্যাব্রিগাসের কথা রাখতে পারেননি বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা।

সেস ফ্যাব্রিগাস
ছবি: রয়টার্স

ক্যারিয়ারের বালুকাবেলায় এসে ফুটবলপ্রেমীদের চমকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফ্যাব্রিগাস। আর্সেনাল, চেলসি ও বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার এবার খেলবেন দ্বিতীয় বিভাগে। ইতালির দ্বিতীয় বিভাগের দল কোমোর সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ফ্যাব্রিগাস। গতকাল কোমোর খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও সেরে ফেলেছেন তিনি। কোমোর খেলোয়াড় হওয়ার পর স্প্যানিশ অনুষ্ঠান ‘এল প্রগ্রামা দে কোপে’ অতিথি হয়ে গিয়েছিলেন ফ্যাব্রিগাস। সেখানেই চুয়ামেনিকে নিয়ে কথা বলেছেন স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরোজয়ী এই তারকা।

আরও পড়ুন

কথা বলেছেন প্রিয় বন্ধু লিওনেল মেসিকে নিয়েও। ফরাসি ক্লাব মোনাকো থেকে কোমোয় গিয়েছেন ফ্যাব্রিগাস। মোনাকোতে থাকার সময় চুয়ামেনিকে পেয়েছেন সতীর্থ হিসেবে। তরুণের প্রতিভার ছটা সামনাসামনিই দেখেছেন ফ্যাব্রিগাস। দেখেই বুঝেছেন, এই ছেলে উন্নতি করবে অনেক।

চেয়েছিলেন, বার্সেলোনা যেন চুয়ামেনিকে কেনে, ‘আমি চুয়ামেনিকে বেশ ভালো করে চিনি। আমি বার্সেলোনার কর্তাব্যক্তিদের সঙ্গে ওর ব্যাপারে কথা বলেছিলাম, যেন ওকে কেনা হয়। ও ভবিষ্যতের তারকা। কিন্তু আর্থিকভাবে বার্সেলোনা তখন সচ্ছল ছিল না, তাই ওকে কিনতে পারেনি।’

বার্সেলোনার বিখ্যাত দলের অংশ ছিলেন ফ্যাব্রিগাস
ফাইল ছবি

ফ্যাব্রিগাস কথা বলেছেন মেসিকে নিয়েও। এই মিডফিল্ডারের প্রত্যাশা, মেসি আবারও যেন বার্সেলোনায় ফেরেন, ‘বার্সেলোনা ভক্ত হয়েই বলছি, আশা করি, মেসি একদিন বার্সেলোনায় ফিরবে। পিএসজির সঙ্গে ওর চুক্তির আর এক বছর বাকি আছে। আমার খুব ভালো লাগবে ও যদি বার্সায় ফেরে। এটা বার্সেলোনা ও বার্সেলোনা-ভক্তদের স্বপ্ন। আমি শুধু ভক্ত হিসেবেই বলছি।’

মোনাকোর সঙ্গে চুক্তি শেষের পর ক্লাবহীনই ছিলেন ফ্যাব্রিগাস। লাস পালমাসের মতো স্পেনের নিচু সারির বেশ কিছু ক্লাবের সঙ্গে তাঁর নাম জড়ানো হয়েছিল এর মধ্যে। কিন্তু এই বয়সে এসে নিজের দেশের কোনো ক্লাব নয়, বরং আবারও বিদেশে চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন ফ্যাব্রিগাস। ২০২৪ সাল পর্যন্ত কোমোতে খেলবেন বিশ্বকাপ ও ইউরোজয়ী এই মিডফিল্ডার।