৬ গোল দেওয়া আর্জেন্টিনার যে উপকার করল ব্রাজিল
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬ গোল হজম করে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করেছিল ব্রাজিলের ছেলেরা। সে ম্যাচের দুঃখ ভুলে পরপর দুই ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে ২–১ গোলে জয়ের পর আজ ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল জিতেছে ৩–২ গোলে।
এ দুই জয়ে নিজেদের পরের পর্ব নিশ্চিত করার পাশাপাশি আর্জেন্টিনারও উপকার করেছে খুদে ‘সেলেসাও’রা। ব্রাজিলের এই জয় আর্জেন্টিনাকে পৌঁছে দিয়েছে প্রতিযোগিতার পরের রাউন্ডে। ম্যাচটা ড্র হলে কাগজে–কলমে আর্জেন্টিনার অপেক্ষা আরেকটু বাড়ত।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলকে ৬–০ গোলে উড়িয়ে দেওয়া আর্জেন্টিনা ১–১ ড্র করেছিল কলম্বিয়ার সঙ্গে। নিজেদের তৃতীয় ম্যাচে বলিভিয়াকে ১–০ গোলে হারায় তারা। সব মিলিয়ে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে শীর্ষে থাকলেও ফাইনাল রাউন্ড তখনো চূড়ান্ত হয়নি। তবে আজ ব্রাজিলের জয় আর্জেন্টিনার পরের রাউন্ড নিশ্চিত করেছে। বর্তমানে আর্জেন্টিনার পয়েন্ট ৩ ম্যাচে ৭।
এ পরিস্থিতিতে শেষ ম্যাচে ৪ ও ৫ নম্বরে থাকা ইকুয়েডর এবং বলিভিয়ার পক্ষে আর্জেন্টিনাকে ছোঁয়া অসম্ভব। আর্জেন্টিনার মতো পরের পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া ও ব্রাজিল। ৩ ম্যাচ শেষে কলম্বিয়ার পয়েন্টও ৭। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে কলম্বিয়ার। ম্যাচটি না জিতলেও ফাইনাল রাউন্ডে উঠে যাবে ব্রাজিলও।
৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ব্রাজিলে পয়েন্ট এখন ৬। পরের ম্যাচে আর্জেন্টিনাকে হারালে ইকুয়েডরের পয়েন্টও হবে ৬। কিন্তু মুখোমুখি লড়াইয়ের এগিয়ে থাকায় পরের পর্ব নিশ্চিত হবে ব্রাজিলের।
আজ শুক্রবার ভোরের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়েছে ব্রাজিল। প্রথমার্ধেই ৩–০ গোলের লিড নেয় তারা। জোড়া গোল করেন ডেভিড ওয়াশিংটন। আর অন্য গোলটি করেন সিলভা নগুয়েইরা।
বিরতির পর অবশ্য দুই গোল শোধ করে ব্রাজিলকে চাপে ফেলে ইকুয়েডর। কিন্তু শেষ রক্ষা হয়নি। দিনের অন্য ম্যাচে বলিভিয়াকে ৩–২ গোলে হারিয়েছে কলম্বিয়ার যুবারা।
ব্রাজিল নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আগামীকাল শনিবার দিবাগত রাত তিনটায়। একই সময়ে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনাও।