মেসির প্রভাব: মায়ামি–লস অ্যাঞ্জেলেসের টিকিটের দাম বেড়েছে ৫২৭ শতাংশ

মেসি–ম্যানিয়ায় মেজর লিগ সকার ম্যাচের টিকিটের দাম এখন আকাশচুম্বীছবি : টুইটার

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর যেন যুক্তরাষ্ট্রের ফুটবলে বিপ্লব শুরু হয়েছে। আগের চেয়ে ফুটবল সেখানে জনপ্রিয় হয়ে উঠছে। মেসির ইন্টার মায়ামিতে নাম লেখানোর প্রভাব পড়েছে দেশটির ফুটবল-বাণিজ্যেও।

আর্জেন্টিনার অধিনায়কের জার্সি ও টি-শার্ট বিক্রি তো বেড়েছে, বেড়েছে মেজর লিগ সকারসহ সব ধরনের প্রতিযোগিতার টিকিটের দামও। মেসি যেদিন থেকে মায়ামির হয়ে খেলতে শুরু করেছেন, দলটির ম্যাচ টিকিটের দাম যেন আকাশচুম্বী।

এর কারণও আছে। মেসি যে প্রায় প্রতি ম্যাচেই দেখাচ্ছেন তাঁর পায়ের জাদু। এ পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ১০ ম্যাচ। গোল করেছেন ১১টি, আছে ৩টি অ্যাসিস্টও। এর মধ্যেই ইন্টার মায়ামিকে এনে দিয়েছেন তাদের ইতিহাসে প্রথম শিরোপা। তুলেছেন ইউএস ওপেন কাপের ফাইনালে।

তবে মেসির ম্যাচের টিকিটের মূল্য এবার যেন চূড়াই ছুঁয়েছে। মেসির মায়ামি পরের ম্যাচটি খেলবে এমএলএসে, লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে। বাংলাদেশ সময় সোমবার সকাল আটটায় হতে যাওয়া ম্যাচটির টিকিটের মূল্য বেড়েছে ৫২৭ শতাংশ। সংবাদমাধ্যমে সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অনলাইনে টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকে এ ম্যাচের টিকিটের মূল্য ছিল গড়ে ৬৯০ মার্কিন ডলার।

আরও পড়ুন

ম্যাচ যত এগিয়ে আসছে, টিকিটের মূল্য আরও বাড়ছে। লস অ্যাঞ্জেলেস এফসির বিএমও স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটির টিকিটের সর্বনিম্ন মূল্য নাকি এখন ৭৮৫ মার্কিন ডলার।